নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। আলো আধারীর দিস্তায় দিস্তায়
এখানে এই খাতার পাতায় কি লিখবো আর
পূর্ব পুরুষেরা লিখে গেছে বৃক্ষে বাকলে পাতায় পাতায়
ছিলনা আয়েশী খাট পালংক
ঘর দোর বাহির বাড়ি
পথ ছিলনা মাইলফলক নিয়ে
তারা পথ খুঁড়েছেন মাথার ঘাম পায়ে ফেলে
দেখিয়েছেন আগুনের লেলিহান শিখা প্রজ্জ্বলন
রসনা তৃপ্তির রসদ জুগিয়েছেন
জীবন বাজি রেখে বনে বাদাড়ে
ছুটতে ছুটতে দূর্গ গড়েছেন
সভ্যতা এখন হাতের মুঠোয়
তোমাদের ঋণ শুধতে এই যৎসামান্য উপহার
স্বস্তি পাইনা এই কালি কলম আর সাদা পৃষ্ঠায়
তোমাদের ইতিহাস আলো আধারীর দিস্তায় দিস্তায়।
২। প্রাগঐতিহাসিক
পৃথিবীর তাবৎ সৌন্দর্যের ভিতরে
আগ্নেয়গিরির লাভা নিহিত
আগ্নেয় লাভা জমাট হয়ে পাথর হয়
পাথরের বুকে মণিকেরা ঘুমায়
আলো হয় দ্যুতি ছড়ায় চোখের কোটরে
সময়ের অনুশোচনায় জমাট মণিকের বুক
কষ্টে সৃষ্টে বেঁধে রাখে সুষমা।
তুমি উড়ে যাও গহবরে
পুড়ে পুড়ে একদিন খাঁটি হবে
তোমার বুকেও জমাট বাঁধবে
উজ্জ্বলতার চির বহ্নিশিখা।
পৃথিবীর তলা ফুঁড়ে জেগে উঠো পাথর
জেগে উঠো পাহাড়, দেখাও তোমার
বিস্মৃত প্রাগঐতিহাসিক নগর
নগরের নাগরিক প্রবঞ্চনা।
৩। তারপর
তারপর নয়শত নিরানব্বই দিন কেটে গেল
দূরন্ত অশ্বপৃষ্ঠে চেপে শত সূর্যোদয় শত সূর্যাস্ত
কেটে গিয়ে---ধূসর গোধূলী লগ্ন উপগত
অশ্বের ক্ষুরে ক্ষুরে ধূলো উড়িয়ে মরক্কো বেদুঈন
লোহিত সাগর পেরিয়ে মিশরের রাজপথে
ক্লান্ত পথিক তবু চোখে মুখে
বিস্ময়!
আর বিস্ময়ের অবক্ষয়
চলে গেল জীবনের উনপঞ্চাশতম অধ্যায়।
তারপর বিশ্ব সংসারে
বিধ্বংসী টর্নেডো বয়ে যায়
নগ্নতার আনাচে কানাচে
সভ্যতা ভীরু চোখে লুকায়।
যেখানে অপার বিস্ময়ের সৃষ্টি
সেখানে মৃত্যুপুরী উঁকি দেয়
দানবের মুষ্টিতে সভ্যতার পরাজয়
কেটে গেল জীবনের শেষ অধ্যায়।
ছবি: নিজস্ব এ্যালবাম।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০৬
ফারজানা শিরিন বলেছেন: পৃথিবীর তাবৎ সৌন্দর্যের ভিতরে
আগ্নেয়গিরির লাভা নিহি
__________ কথাটা অনেক গভীর ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শিরিন। শুভকামনা অনেক।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০৬
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
ভালো থাকুন ।।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। শুভাকামনা নিরন্তর।
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০৭
সকাল রয় বলেছেন: সুন্দরম!!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১২
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: তারপর বিশ্ব সংসারে
বিধ্বংসী টর্নেডো বয়ে যায়
নগ্নতার আনাচে কানাচে
সভ্যতা ভীরু চোখে লুকায়।
Owsam........... kmn achn sayem vai......
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচূড়া। ভাল আছি। অনেক ভাল থাকুন।
৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২১
লেখোয়াড় বলেছেন:
+++++++++++
সামু, ভাললাগা রেখে গেলাম ।
শুভরাত্রি।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। এত তাড়াতাড়ি শুভরাত্রি দিলেন। আচ্ছা আপনাকেও শুভরাত্রি।
৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৬
শাহেদ খান বলেছেন: ছবি-কবিতা দু'টাতেই দারূণ ভাল লাগা !
'তোমাদের ইতিহাস আলো আধারীর দিস্তায় দিস্তায়' -- এই লাইনটা অন্যরকম একটা আবহ তৈরি করল। ভাল লাগল, সায়েম ভাই।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহেদ। চীনের দিনগুলো প্রানবন্ত্যভাবে কাটিয়ে আসুন।
৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ৩ টাই ভালো হয়েছে !
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভরাত্রি।
৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪১
পাপতাড়ুয়া বলেছেন: কী অবস্থা মুনাপা।
অনেকদিন পর আসলাম। এসেই পেলাম আপনাকে। 'তারপর' চমৎকার।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫১
সায়েম মুন বলেছেন: হয় হয়। অনেক দিন পর আসলা বাকচোখশালী কায়দায়
আশা করি ভাল যাচ্ছে তোমার। ভাল থাইকো।
১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪৭
মাহবু১৫৪ বলেছেন: +++++++++
দারূণ
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাহবুব। শুভরাত্রি।
১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সব কবিতাই ভালো লাগলো রে ভাইয়া । +++++++++++++++++
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভরাত্রি।
১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা ++++++
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা সব সময়। শুভরাত্রি।
১৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ২ বাদে অন্য দুটি অতি চমৎকার !
তোমাদের ইতিহাস আলো আধারীর দিস্তায় দিস্তায়।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
সায়েম মুন বলেছেন: ২ টায় ডজ খাইলাম তাহলে।
থ্যাঙ্কস নাহোল। শুভরাত্রি।
১৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অনেকদিন পর "দিস্তা" শব্দটা মনে পরলো, ভুলেই গিয়েছিলাম। ছোটবেলার কত চেনা শব্দ!
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭
সায়েম মুন বলেছেন: হুম জীবু বাবু।
তখন তো এরকম ডিজিটাল যুগ ছিল না। সাদা পাতা ১২ তা মিলায় এক দিস্তার একটা খাতা। স্কেল বসায় মার্জিন। তার উপর পেন্সিলে ঘষাঘষি। আঁকিবুকি। এসো নিজে করি। এসো সংখ্যা শিখি। ধারাপাতে নামতা পড়ি। ২, ৩ ......১০ এর ঘরের গান করি। স্কুলে চক্রাকারে দাঁড়িয়ে সমস্বরে বলি তিন এককে তিন। নয় দশে নব্বই। দশ দশে শ। অবিরাম পাঠ পারলেই বাদশা।
১৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ১০ম ভালোলাগা ভ্রাতা
+++++++++++++++++
ভালো থাকবেন সবসময় ন
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভদুপুর।
১৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: সকালবেলা দুইটা অসাধারন কবিতা পড়লাম । প্রথম দুইটা ।
+++++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা। শুভদুপুর।
১৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১১
হাসি .. বলেছেন: সবটাই সুন্দর ভাইয়া
++
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হাসি। হাসি আনন্দে থাকুন।
১৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: ২ , ৩ ভালো লাগলো ।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। শুভকামনা।
১৯| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩
নীরব 009 বলেছেন: 'তারপর' সবচেয়ে বেশি ভাল লেগেছে।
১৩ তম প্লাস
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নীরব। শুভকামনা রইলো।
২০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯
এরিস বলেছেন: আলো আধারীর দিস্তায় দিস্তায় আর তারপর বেশি ভালো লেগেছে। ছবিটা খুব সুন্দর। আপনার নেয়া?? স্বস্তি পাইনা এই কালি কলম আর সাদা পৃষ্ঠায়সস্তি খোঁজার জন্যে এর চেয়ে ভালো কিছু কে পেয়েছিল কবে??
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ এরিস। ছবিটা আমার নেয়া। এবং আমার পোস্টে যত ছবি এ্যাড হয় সব আমার তোলা।
আর বলবেন না। কি সব ল্যাখি। তাই স্বস্তি পাই না। তাদের কর্মের সাথে তুলনার্থে এসব ল্যাখা ছোট্ট ঘটনা
২১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
অদৃশ্য বলেছেন:
কবি
দুইটাই চমৎকার হইছে...
শুভকামনা...
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।
২২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্বস্তি পাইনা এই কালি কলম আর সাদা পৃষ্ঠায়
তোমাদের ইতিহাস আলো আধারীর দিস্তায় দিস্তায়।
+++++++++++++
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা।
২৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। শুভকামনা সব সময়।
২৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে সব কয়টাই।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।
২৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০
লাবনী আক্তার বলেছেন: যেখানে অপার বিস্ময়ের সৃষ্টি
সেখানে মৃত্যুপুরী উঁকি দেয়
দানবের মুষ্টিতে সভ্যতার পরাজয়
কেটে গেল জীবনের শেষ অধ্যায়।
ভালো লাগল।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লাবনী। ভাল থাকবেন।
২৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
দূর্যোধন বলেছেন: ম্যালাদিন পরে আইস্যা প্লাসাইলাম ।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দূর্যো। খুশী হৈলাম।
২৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৩
হানিফ রাশেদীন বলেছেন: বেশ সাবলিল কবিতা। ভালো লাগলো অনেক।
০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।
২৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৫
জুন বলেছেন: স্বস্তি পাইনা এই কালি কলম আর সাদা পৃষ্ঠায়
তোমাদের ইতিহাস আলো আধারীর দিস্তায় দিস্তায়।
আমিতো ভাবলাম দিস্তা দিস্তা কাগজ ভরে কবিতা লিখে সামুর সার্ভার ডাউনলোড করে ফেলেছো...
এখন অবাক হয়ে দেখি নাতো দিস্তা দিস্তা অপরুপ কবিতা ভরা তোমার ব্লগ
+ ২০
২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: হাহাহা। আমার কবিতার ভারে সামুর সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায়।
শুভকামনা সব সময়।
২৯| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫১
আমি সাজিদ বলেছেন: ১ নাম্বার আর তিন নাম্বারটা অনেক ভালো লেগেছে
শুভকামনা থাকলো ভাইয়া
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সাজিদ। আপনার ভাললাগায় অনেক ভাল লাগলো। আন্তরিক শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।