নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। ম্যাজিক শেল
বন্ধু হতে চাইলে হও নইলে চলে যাও
যেমন করে চলে গেছে অতীত
যেমন করে চলে যাচ্ছে বর্তমান
ঠিক সেরকম করেই চলে যাবে ভবিষ্যত।
শত্রু হতে চাইলে হও নইলে চলে যাও
শক্র অথবা বন্ধুর মাঝামাঝি
আরও সম্পর্ক আছে
আরও আছে বিন্দু ব্যাস বৃত্ত
কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তান্ত।
তুমি অনায়াসে ঢুকে পড়তে পারো বৃত্তে
তুমি ইচ্ছে করলে কেন্দ্রমূখী হতে পারো
তুমি ইচ্ছে করলে পরিধির বাইরে ছুটতে পারো
তুমি চাইলেই মহাকাশ থেকে
উল্কাপিন্ডের মত ঝাঁপ দিতে পারো
হৃদয়বৃত্তে খেয়ালী চিত্তে।
চলে যাও কিংবা কাছে আসো
দুঃখ দাও কিংবা ভালবাসো
সবই তো তোমার সুতোর খেল
সবই তো বৃত্তবন্দী ম্যাজিক শেল।
২। হবে
আর কি হবে--- হবেনা
গান কি থাকবে--- থাকবে না
পরাণ কি জাগবে---জাগবে না
বাদল কি ছুটবে--- ছুটবে না
দরদ কি উপচাবে--- উপচাবে না
মায়া কি ডাকবে--- ডাকবে না।
হবে হবে--- সব হবে
বৈরাগী বাতাস এলে ---হবে
সায়াহ্নের গান--- হবে
পরাণ উঠবে--- দুলে
বাদল থেকে বৃষ্টি---হবে
দরদ উছলিয়ে--- সাগর হবে
মায়ার কাননে--- কুহুতান হবে
জীবন থাকলে--- জীবিকা হবে।
এমনকি পথের ফকির
তারও রয়েছে চলার পথের পাথেয়
বিষণ্নতার চাদর সরিয়ে ফেলো
দেখিয়ে দাও শার্টের কলার
পথই তোমাকে হিড় হিড় করে
টেনে চলবে---আলোর স্রোতে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম (এডিটেড)।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। প্রথম কমেন্টে ভাললাগা। শুভকামনা রইলো।
২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা ++++++++++++
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০
সায়েম মুন বলেছেন: যাক। প্রথম প্লাস আপনার কাছ থেকে পাওয়া গেল। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ২য় টা আমার !
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
সায়েম মুন বলেছেন: আচ্ছা তাই হোক।
এমনকি পথের ফকির
তারও রয়েছে চলার পথের পাথেয়
বিষন্নতার চাদর সরিয়ে ফেল
দেখিয়ে দাও শার্টের কলার
পথই তোমাকে হিরহির করে
টেনে চলবে---আলোর স্রোতে।
৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথমটাই ভালো লেগেছে। তবে অন্যদিনের মতো এত না।
চলে যাও কিংবা কাছে আসো !
--- হৃদয় হরণ করা ডাক ।
এই লাইনটাই ভালো লাগছে বেশি ।
ঝাঁপ হবে।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
সায়েম মুন বলেছেন: হুম বুঝেছি। লেখার সময় আরও মনোযোগ দিতে।
ধন্যবাদ ও শুভকামনা অপর্ণা।
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
তুমি চাইলেই মহাকাশ থেকে
উল্কাপিন্ডের মত ঝাপ দিতে পারো
হৃদয়বৃত্তে খেয়ালী চিত্তে।
দারুণ!!!
৩য় ভাললাগা মুন ভাই ।
+++
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। জীবন এবং এর সর্বত্র স্নিগ্ধতা ছড়িয়ে যাক।
৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: চলে যাও কিংবা কাছে আসো
দুঃখ দাও কিংবা ভালবাসো
সবই তো তোমার সুঁতোর খেল
সবই তো বৃত্তবন্দী ম্যাজিক শেল।
অনেক সুন্দর
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
৭| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩০
আমিনুর রহমান বলেছেন:
প্রথমটা বেশী ভালো। কবিতায় +++
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভকামনা।
৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কবিতা অনেক ভালো লাগলো!
চলে যাও কিংবা কাছে আসো
দুঃখ দাও কিংবা ভালবাসো
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইফতি কবি।
শুভকামনা।
৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
শায়মা বলেছেন: বন্ধু হতে চাইলে হও নইলে চলে যাও
একদম ঠিক।
হইলে হো নাইলে যা।
তুমি এমন করে আমার মনের কথাগুলা কেমনে বললে পিচকা বেবিভাইয়া?????????
আর পরেরটায় আবার হতাশা কেনো??? সেইখানেও ড্যাম কেয়ার লিখে ফেলো।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: সেটা তোমার ছবিখানার দিকে একবার চাইলেই বুঝা যায়।
আর পরেরটাতে তো শেষে শার্টের কলার দেখানোর কথা বললাম। তুমি বললে স্যুট টাই পড়ার কথাও লিখে দিবো কিন্তু।
এমনকি পথের ফকির
তারও রয়েছে চলার পথের পাথেয়
বিষন্নতার চাদর সরিয়ে ফেল
দেখিয়ে দাও শার্টের কলার
পথই তোমাকে হিরহির করে
টেনে চলবে---আলোর স্রোতে।
১০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: বৃত্তবন্দী ম্যাজিক সেল..
প্রথম কবিতাটা দারুন লাগলো
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা সব সময়।
১১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো!!!!
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইরফান। শুভকামনা নিয়ত।
১২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: ম্যাজিক শেলটা ভালো লাগসে। লেখাটায় একটা রিদম আছে। তবে,
শক্র অথবা বন্ধুর মাঝামাঝি আরও সম্পর্ক আছে
এই লাইনটা বেশি বড়। তাল কেটে যাচ্ছে।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকস হামা। লাইনটা অর্ধেক কেটে নিচে নামিয়ে দিলাম। আশা রাখি এরপর তাল কেটে যাবে না।
১৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২
মাক্স বলেছেন: ১ম টাই ভালো লেগেছে!
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাক্স।
প্রথমটা তাহলে কমবেশী সবাই পছন্দ করলো।
দ্বিতীয়টা এখন কি করবো। :!>
১৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় নিজস্ব ছন্দটা ভাল লেগেছে। দু একটা বানান ভুল আছে, ঠিক করে দিয়েন।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৭
সায়েম মুন বলেছেন: ঠিক করে নিলাম। আশা রাখি এরপর আর কোন ভুলত্রুটি থাকলে বলে যাবেন।
ধন্যবাদ প্রফেসর। শুভকামনা অনেক।
১৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কবিতা ভালো লেগেছে ।
প্রথমটা বেশি সুন্দর
+++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ। শুভকামনা সব সময়।
১৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
শায়মা বলেছেন: ঐ পিচকাভাইয়া আমার ছবিতে কি হো আর যা লেখা আছে নাকি!!!!!!!!!!!!!!!
১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
সায়েম মুন বলেছেন: মাথার উপর যে ফ্যানটা ঘুরছে ওটা বলতেছে, আসো মাথায় করে ঘুরবো। আবার ময়ূরের যে পাখা আছে সেটা বলতেছে, না আসতে চাইলে নাই। তেড়িবেড়ি করলে পাখা দিয়ে ঝাপটা দিয়ে তাড়িয়ে দিবো।
১৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এমনকি পথের ফকির
তারও রয়েছে চলার পথের পাথেয়
বিষন্নতার চাদর সরিয়ে ফেল
দেখিয়ে দাও শার্টের কলার
পথই তোমাকে হিরহির করে
টেনে চলবে---আলোর স্রোতে।
সুন্দর
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস উড়ন্তমানব।
আপনি জবাবের ঘর থেকে কপি করেছেন। ওখানে কয়েকটা টাইপো ছিল। নতুন করে জবাবের ঘরে আবারও দিলাম।
এমনকি পথের ফকির
তারও রয়েছে চলার পথের পাথেয়
বিষণ্নতার চাদর সরিয়ে ফেলো
দেখিয়ে দাও শার্টের কলার
পথই তোমাকে হিড় হিড় করে
টেনে চলবে---আলোর স্রোতে।
১৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ নং লাইক দিয়ে গেলাম। ++++++++++
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা রইলো।
১৯| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৭
রোমেন রুমি বলেছেন: সুন্দর!
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রোমেন। শুভকামনা।
২০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: চলে যাও কিংবা কাছে আসো
দুঃখ দাও কিংবা ভালবাসো
সবই তো তোমার সুতোর খেল
সবই তো বৃত্তবন্দী ম্যাজিক শেল..সুন্দর ১১তম +
১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি রোজা রমজান ভালই কাটতেছে। শুভকামনা।
২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: হেলু হেলু..
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
সায়েম মুন বলেছেন: এতদিন পর এসেছেন। মাইক কি আর ঠিক থাকে। তার ছিঁড়ে গেছে বোধয়।
২২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো ।
+++++++++
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহমুদ। শুভকামনা।
২৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
মাহী ফ্লোরা বলেছেন: একটা নুতুন ম্যাক্রুফুন কিন্যা দেন না....
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
সায়েম মুন বলেছেন: অনেক পড়াশুনা বাকী আছে। কবে যে আমার লেখা পড়ে জ্ঞানী হবেন জানিনা। যেগুলা পড়া বাকী আছে শেষ করেন। একটা ঝকঝকে নতুন মাইক্রোফোন কিনে দিবো।
২৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
মাহী ফ্লোরা বলেছেন: আইচ্ছা!
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
সায়েম মুন বলেছেন: আপনে ফাঁকিবাজ। এখন পর্যন্ত পড়াশুনা শুরু করেননি। এমনকি খাতায় হাতের লেখাও বন্ধ রেখেছেন। এভাবে চললে একদিন হাতের লেখা বকের ঠ্যাঙ বা কাঁকড়ার ঠ্যাঙ হয়ে যেতে পারে।
২৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯
লেডি বার্ড বলেছেন: শুরুই মার মার কাট কাট কথা দিয়া! তয় কথা খাঁটি। আইলে আয়,নইলে যা, ঘ্যানর ঘ্যানর ভালা লাগে না।
১মটা দারুন হইছে!
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
সায়েম মুন বলেছেন: সেটাই এত ধানাই পানাই ভাল্লাগে না।
থেংকু সুন্দরপোকা।
২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
রেজোওয়ানা বলেছেন: এই দুইটা বেশি ভাল লাগে নাই!
আসলে আমি কবিতা বুঝিই না
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩
সায়েম মুন বলেছেন: হুম। এখন তো ভাল লাগবে না। যেদিন নামকরা কবি হবো সেদিন অটোগ্রাফের জন্য দৌঁড়াদৌঁড়ি করবা। (সানগ্লাস পড়ার ইমো)
কবিতাতো আমিও বুঝি না। উপলব্ধি করার চেষ্ঠা করি।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা
ভাললাগা +