নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১।
আজ ছিলে না
কাল ছিলে না
ছিলে না সোম
আমিও হয়ত
থাকবো না
জ্বলছি এক মোম।
২।
বটের পাতা যাই হোক না
বাঁশপাতা ফলা
ভালবাইসা কাছে আসলাম
দিলা কাঁচকলা।
৩।
আম পিরিতি জাম পিরিতি
পিরিতি কাঁঠাল আঁঠা
তোমার বাড়িতে
আর আসবোনা
দিয়ো না
মরিচ বাটা।
৪।
গোলআলু মিষ্টি আলু
গাছ আলুও আছে
যত প্রকার বাঁশ
সবই তোমার কাছে।
৫।
ও আমার জান
তুমি আমার প্রাণ
বললাম তোমায় যখন
এই গানটা প্রিয় গান
প্রথম গেয়েছিল
পাড়াতো ভাই রোকন।
৬।
আই লাভ ইউ সুমী
কোথায় ছিলে তুমি
আমি ছিলাম খাটে
কুত্তা কেন
এ তল্লাটে।
৭।
কেন বলিস
যবে যদি যা
তবে
খা উষ্ঠা খা।
৮।
লিখে রাখো
তেঁতুল পাতায়
টক যত কথা
হৃদয় মাঝে তবু
দিয়ো নাতো ব্যথা।
পাদটীকাঃ বেশ কয়েক মাস আগের কথা। কি মনে করে এসব কাব্য একটার পর একটা কিছু সময়ের মধ্যে লিখে ফেললাম। এখানে দেয়ার ইচ্ছে হয় না আর। পাছে কেউ যদি প্যাদানী দেয়। আজকে সাহস করে দিয়ে ফেললাম। আমার গতানুগতিক অকাব্য সাধনার মাঝখানে কিছুটা ব্যতিক্রমী আবহ প্রকাশের প্রচেষ্ঠায়।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
সায়েম মুন বলেছেন: বাহ! বাহ! ভাল বলেছেন। থ্যাঙ্কস।
২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা +++++++++
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
সায়েম মুন বলেছেন: কমেন্টেও অনেক ভাললাগা। ধন্যবাদ অপূর্ন।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যতিক্রমী আবহ প্রকাশের প্রচেষ্ঠা ভাল লেগেছে ।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
সায়েম মুন বলেছেন: আস্তে হাসেন ব্রো। কেউ দেইখা ফেললে বিপদাছে।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
মুনসী১৬১২ বলেছেন:
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন:
৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, কবিতা পড়ে ব্যাপক মজা পেয়েছি ।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
সায়েম মুন বলেছেন: ধইন্যা
৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বটের পাতা যাই হোক না
বাঁশপাতা ফলা
ভালবাইসা কাছে আসলাম
দিলা কাঁচকলা।
আহারে!
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
সায়েম মুন বলেছেন: কি হলো। এত মন খারাপ কেন কবি। খ্রাপ লিখছি বোধয়।
৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: লিখে রাখো
তেঁতুল পাতায়
টক যত কথা
হৃদয় মাঝে তবু
দিয়ো নাতো ব্যথা। হাহাহা ! +++
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
সায়েম মুন বলেছেন: আর বইলেন না।
এইটা আর একটু শার্প করা যাইতে পারে।
লিখে রাখো
তেঁতুল পাতায়
টক যত কথা
হৃদয় মাঝে তবু
দিয়ো নাকো ব্যথা।
৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হা হা হা
এটা বেশি জোস
৪।
গোলআলু মিষ্টি আলু
গাছ আলুও আছে
যত প্রকার বাঁশ
সবই তোমার কাছে।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
সায়েম মুন বলেছেন: থ্যাংকস বিথি
৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কষ্ট দেইখ্যা একটু মন খ্রাপের ইমো দিলাম আর কী!
স্যরি, আমার মোবাইল টা নষ্ট হয়ে যাওয়াতে আপনাকে আর কল করা হয় নাই। এখন আছেন কেমন??
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০০
সায়েম মুন বলেছেন:
আরে ব্যাপার না। স্মরণে রাখছেন এটাই অনেক অনেক শোকরিয়া।
নাউ আই এ্যাম ফিট ফর ফ্লাই।
১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: ছোটবেলার ছড়া ছড়া খেলাগুলি মনে পড়ে গেলো।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
সায়েম মুন বলেছেন:
১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই চরম হইছে।
ভাগ্যিস প্যান্ট পরা ছিলাম
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
সায়েম মুন বলেছেন: হাহাহা। তাও ভাল কিছু হয়নি।
১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্যাদানী দেয়ার জন্য যদি কেউ এগিয়েও আসে তবে তাকে এভাবেই ছড়া দিয়ে প্যাদানী দেয়া যাবে।
এখনতো এমন ছড়া পাওয়া দুষ্কর। ছড়ায় ছড়ায় যদি খোঁচাই না দেয়া গেলো এবং সেই ছড়া যদি উপভোগ করাই না গেলো তবে আর ছড়া কিসের।
তবে এমন প্রেম বিষয়ক ছড়াগুলো পড়তে বেশ লাগে।
ভীষণ মজা পেয়েছি ছড়াগুলো পড়ে।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কান্ডারী।
আরও এরকম ছড়া লিখে ছড়িয়ে দিবো কিনা ভাবছি।
১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
একজন আরমান বলেছেন:
৫, ৬ পইড়া বেশি মজা পাইছি আর প্রথমটা বেশি ভালো লেগেছে।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
সায়েম মুন বলেছেন: থ্যাংকস আরমান।
১৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৪
আরজু পনি বলেছেন:
ওই কে আছিস ?! মাইনাস বাটনটা খুঁজে দে তো !
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
সায়েম মুন বলেছেন: মাইনাস বাটন টা সেই যে পটল তুললো তারে আর জীবিত করা গেল না। সেই সুবাদে সুযোগের সদ্ব্যবহার হচ্ছে।
১৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালা লাগছে - সবগুলাই
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
সায়েম মুন বলেছেন: ভালা লাগছে যখন আরও ল্যাখবো কিন্তু।
১৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
আজ ছিলে না
কাল ছিলে না
ছিলে না সোম
আমিও হয়ত
থাকবো না
জ্বলছি এক মোম।
মজা হইসে অনেক!
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি।
১৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
সোমহেপি বলেছেন: রসের হাড়ি সামু........
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
সায়েম মুন বলেছেন:
যা কয়েছেন সোম। কিন্তু সেইরাম তো পারতেছি না।
১৮| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
গোর্কি বলেছেন:
ছড়া পড়তে খুব ভাল লাগে। কারণটা ছন্দের মিল। ছড়াগুলো বেশ মজারু হয়েছে।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯
সায়েম মুন বলেছেন:
আপনার ভাললাগা জেনে ভাল লাগলো।
১৯| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
আমার মনে পড়ে, আমার পাশের বাড়ির বড় আপারা মাঝে মাঝে এই টাইপের কাব্য চর্চা করতো...
এইসব কাব্যচর্চা অনেক আগে থেকেই মৌখিকভাবে প্রচলিত... যেমন আমার পাশের বাড়ির বড় আপারা বলতেন
পুকুরেতে পানি নাই
পানা কেন ভাসে!
যার সাথে দেখা নাই
সে কেন হাসে!
আমার মনে হয়, এসব কথাগুলো সারা বাংলায় প্রচলিত... সুরাং এসব লিখে আপনার লজ্জা পাওয়ার কিছু নেই... বরং এসব লিখতে লিখতে দারুন কিছুই আবিষ্কার করে ফেলুন, যা কিনা ইদানিংকালের বড় আপাদের মুখে মুখে থাকবে...
শুভকামনা...
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭
সায়েম মুন বলেছেন: আগের ভাইয়া আপারা সব সময় কাটানোর জন্য ওসব খেলাধূলা করতো। এখনকার ভাইয়া আপারা ফেসবুক, ব্লগ, মোবাইল নিয়ে ব্যস্ত। তাদের জন্য কিচ্ছু লিখবো না। তারা উচ্ছন্নে গেছে।
থ্যাঙ্কস কবি।
পুকুরেতে পানি নাই
পানা কেন ভাসে!
যার সাথে দেখা নাই
সে কেন হাসে!
মনে থাকবে।
২০| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
শুকনোপাতা০০৭ বলেছেন: ইশরে!!আমি কেন যে এতো দেরিতে আপনার কবিতা পড়ি!!! অবশ্য এতো সুন্দর কবিতা দেরিতে পড়লেই অনেক ভালো লাগে!
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
সায়েম মুন বলেছেন: হুম। এইগুলা সুন্দর কবিতা। তাহলে তো আরও অনেক লিখতে হবে।
থ্যাংকস শুকনোপাতা। শুভকামনা।
২১| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: অণুকাব্যে অণুপ্লাস কেমনে দিমু?
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১
সায়েম মুন বলেছেন: আপাতত আস্ত একটা দ্যান। পরে সংযম করে একটু কাটছাট করে দিয়ে যাইয়েন।
২২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
সোহাগ সকাল বলেছেন:
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
সায়েম মুন বলেছেন:
২৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ১৬+
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। আজকের রোজাটা ভাল গেল না। আবহাওয়া চরম খারাপ ছিল। শইলডা উইক হয়ে গেছে। শুভরাত্রি।
২৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
ব্যফুক মজা পাইছি
প্যাদানী ছড়া প্রিয়তে +++
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
সায়েম মুন বলেছেন: প্যাদানী কাব্য ধইন্য হলো।
থ্যাংকস আমিনুর।
২৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮
মিনাক্ষী বলেছেন: হে হে হে....
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
সায়েম মুন বলেছেন:
২৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো
২৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস ইরফান। শুভকামনা অনেক।
২৮| ০১ লা মে, ২০১৭ রাত ৯:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক মজা পেলাম...
পুকুরে পানি নাই/পাতা কেন ভাসে
যার সনে দেখা নাই/সে কেন হাসে...
গানটির লিরিক খুঁজতে এই মজার পোস্টটির দেখা পেলাম।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ হল ছড়া কাটা
পাবে রসিক পান বাটা
যদি ছন্দ মিলে যায়
খুশির সেথা সিমানায়