নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। অরণ্য
অরণ্যে জেগে থাকলে
বিষধর সাপ জন্মায়
শোনা কথা তাই কান দিইনি
বহুদিন অরণ্যের চারিধারে
ঘুরাফেরা করেছি ভিতরে ঢুকিনি
ঢোকার সাহস হয়নি তাই।
একদিন সঞ্চিত সাহস নিয়ে
ঢুকে পড়বো গহীনে
তখন তুলে আনা যাবে
শাপ-শাপান্ত বিষদন্ত।
প্রতীক্ষায় দিন যায় রাত যায়
অরণ্যের জন্য প্রস্তুতি শেষ হয় না
এখন আমাকে ঘিরে রয়েছে জনারণ্য
শোনা কথার চেয়ে বাস্তবতা বড় নিষ্ঠুর।
২। আমরা যখন ছিলাম ভুলে
আমরা যখন ছিলাম ভুলে
তুলতুলে এক রূপনগরে
বৃষ্টি হতো দৃষ্টি জুড়ে
ঝরঝরিয়ে তরতরিয়ে।
সৃষ্টি হতো রোদনগর এক
অপরূপা রুপার ঝলক
নোলক পড়ে নদীর ধারে
রুপকুমারী আসতো ভোরে।
সৃষ্টি হতো গালের টোল
মেঘের পটে পাটে পাটে
ভালুক নাচে হস্তী আসে
দৃশ্য সব দৃশ্যে হাসে।
কাঠবিড়ালি লেজ তুলে ধিন
এ গাছ ও গাছ শাখে শাখে
নেচে নেচে পিটপিটিয়ে
ঘুরতো রোজ পত্র ফাঁকে।
রামধনুরা গাভীর মত
চড়ে খেত নিত্য ফিরে
আলোর রেখা রঙের ভূবণ
ছড়িয়ে ছিল নয়ন তীরে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম (বান্দরবান শহর ও সাঙ্গু নদী)।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
সায়েম মুন বলেছেন: প্রথম কমেন্ট ভাললাগা। ধন্যবাদ ইরফান। শুভকামনা রইলো।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫
প্রথম বাংলা বলেছেন: চমতমার, ছবি এবং কবিতা দুটোই।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রথম বাংলা। ভাল থাকবেন।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
প্রতীক্ষায় দিন যায় রাত যায়
অরণ্যের জন্য প্রস্তুতি শেষ হয় না
এখন আমাকে ঘিরে রয়েছে জনারণ্য
শোনা কথার চেয়ে বাস্তবতা বড় নিষ্ঠুর।
চমৎকার!
শুভকামনা!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অরণ্য গাথা চমৎকার হয়েছে!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস অভি। শুভকামনা অনেক।
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪
মামুন রশিদ বলেছেন: প্রতীক্ষায় দিন যায় রাত যায়
অরণ্যের জন্য প্রস্তুতি শেষ হয় না
এখন আমাকে ঘিরে রয়েছে জনারণ্য
শোনা কথার চেয়ে বাস্তবতা বড় নিষ্ঠুর।
দারুণ একটি কবিতা পড়লাম, 'অরণ্য' ।
ছবিটা খুবই সুন্দর ।
++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মামুন। শুভকামনা রইলো।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
আরজু পনি বলেছেন:
আমিতো ছবির দিকেই তাকিয়ে আছি ! এতো সুন্দর ছবি !!!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: আপনি না এখন কবিতা লিখছেন। শুধু ছবি দেখলে হবে।
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
মাহবু১৫৪ বলেছেন: চরম
++++++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাহবু। শুভকামনা সব সময়।
৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দুটি দুই রকমের সুন্দর কবিতা ++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কান্ডারী। শুভকামনা নিরন্তর।
৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
নূর আদনান বলেছেন: ছবির নদির পারটাতে গিয়ে হাটতে ইচ্ছা করতেছে
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: ঘুরে আসুন। একদম বান্দরবান শহরের কাছে। ছবিটা রোয়াংছড়ি যাওয়ার পথে।
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: দুটোই ভাল লেগেছে।কবি আপনার বিশাল ভান্ডারে এখন কি পরিমান কবিতা জমা আছে?
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। ভান্ডার তো খালি প্রায়। এখন ক্ষুদকুঁড়ো সব। এই পোস্টের দুটো কয়েক দিন আগে লেখা।
১১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। শুভকামনা।
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫১
ফারিয়া বলেছেন: প্রথম কবিতার ভাবার্থ বিশাল হলেও আমার দ্বিতীয়টা বেশি ইনজয় করেছি। বাচ্চাদের মত আরকি! :!>
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬
সায়েম মুন বলেছেন: আরে দ্বিতীয়টাই তো আসল কবিতা। মজা পেয়েছি ওটা লিখে।
১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ৮ম ভালোলাগা রইলো।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭
সায়েম মুন বলেছেন: থ্যাংকু শোভন।
১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৬
মাক্স বলেছেন: দুই নং টা পড়তে মজা লাগসে।
ছান্দিক!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮
সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাক্স। শুভকামনা সব সময়।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটো কবিতাই খুব ভালো লাগলো। ২য়টায় কোনো ছন্দপতন নেই। কিছু অংশ দেখলাম স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত- সবকিছুতেই কোয়ালিফাই করে।
শুভ কামনা।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্যে অনেক ভাল লাগলো। শুভকামনা নিরন্তর।
১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে সায়েম ভাই...
শুভকামনা...
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
বোকামন বলেছেন:
আমরা যখন ছিলাম ভুলে
তুলতুলে এক রূপনগরে
বৃষ্টি হতো দৃষ্টি জুড়ে
ঝরঝরিয়ে তরতরিয়ে।
বেশ ভালো লাগলো কবিতা দুটি !
ছবিটার উপর থেকে যেন চোখই সরছে না !! :-)
দারুণ তুলেছেন।
ভালোলাগা ও শুভেচ্ছা জানবেন, কবি।।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। শুভকামনা।
১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০
সমুদ্র কন্যা বলেছেন: দ্বিতীয়টা ভাল লাগল বেশি। সুন্দর ছন্দময় কবিতা।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ডটার অব দি সি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা শুরুর দিকে ভালো লাগছিলো না। শেষের কথাগুলো নাড়া দিলো। দ্বিতীয়টা ছন্দে ঝলমল পূর্ণাঙ্গ সুন্দর।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
সায়েম মুন বলেছেন: শেষ পর্যন্ত ভাল লেগেছে জেনে আনন্দিত। অনেক দিন ছড়া লেখা হয়নি। ওটা হুট করে কয়েক দিন আগে লিখেছি। থ্যাঙ্কস হামা।
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: ছবি আর অরণ্য ভালো লাগলো ।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস গল্পকার ও কবি। শুভকামনা।
২১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
আরুশা বলেছেন: বাহ অনেক কবিতা লিখছেন মনে হলো।
অনেকদিন আসা হয় নাই তাই ।
এবার সব আস্তে আস্তে পড়া শুরু করবো +++++++++
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: লেখার চেষ্ঠা করি আরুশা। আপনাকে অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। সময় করে পড়ে মন্তব্য জানাইয়েন। শুভকামনা রইলো।
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
শাহজাহান মুনির বলেছেন: প্রতীক্ষায় দিন যায় রাত যায়
অরণ্যের জন্য প্রস্তুতি শেষ হয় না
এখন আমাকে ঘিরে রয়েছে জনারণ্য
শোনা কথার চেয়ে বাস্তবতা বড় নিষ্ঠুর।
Darun.
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস শাহজাহান। শুভকামনা রইলো।
২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
দ্বিতীয়টা ছন্দময়, পাঠে দারুন লাগলো।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিয়ত।
২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
জুন বলেছেন: দুটো কবিতাই অনেক ভালোলাগলো মুন। আশা করছি এবার বই মেলায় তোমার কবিতার বই পাবো হাতে।
+
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। বই প্রকাশের মত কোন কবিতা তো লিখতে পারলাম না এখনো। আশা করছি, মরার আগে একটা বই বের হবে :!>
২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আমার খুব ভালো লেগেছে পড়ে। বিশেষ করে দ্বিতীয়টা পড়ে আরাম পেলাম। ঈদের অনেক শুভেচ্ছা রইল।
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কাভা। আপনার ভাললাগার কথা শুনে ভাল লাগলো অনেক।
ঈদের শুভেচ্ছা।
২৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
মাহী ফ্লোরা বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
সায়েম মুন বলেছেন: ঈদের সময় এসে এভাবে দাঁত দেখিয়ে গেলেন। আপনার দাঁতে তু পোকা ধরছে। বেশী করে ঈদ খাবেন না যেন।
২৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক
০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিথি। ঈদ মোবারক।
২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।
১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অনেক।
ঈদ মোবারক টুম্পা।
২৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
রেজোওয়ানা বলেছেন: সাপ শাপ সাপ শাপ!!
১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
সায়েম মুন বলেছেন: বুঝেছি দুইটা বানানে পেজগি লেগেছি।
ছড়াটা ক্যামন হয়েছে বললা নাতো।
৩০| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
প্রথমটাও সুন্দর
দ্বিতীয়টাও সুন্দর
শুভকামনা...
২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। আপনাকে নিয়মিত পোস্টে দেখে ভাল লাগছে। অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথম + !