নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। এই বৈরী হাওয়ায়
এই বৈরী হাওয়ায় বেঁচে থাকা দায়
কি করে বাগানে ফোটাবো ফুল
কি করে ভালবেসে ডেকে আনবো ভ্রমর
কি করে দেবী তোমার কোমরে দিবো
গজমতির বিছা হাতে রুপার কাঁকন।
এই বৈরী পৃথিবীতে সব কিছু ভেঙ্গে পড়ে
হাসি গান আনন্দ সব ফিকে হয়ে যায়
লাল গোলাপ নীল সবুজ পাতা হলুদ
নদী শুকোতে শুকোতে বিচ্ছিন্ন চরাচর
একদিন এপার ওপার দুস্তর প্রান্তর।
এই নশ্বর পৃথিবীতে কি করে সৃষ্টি করবো
ফাগুনের গান অবিশ্বর প্রেম উপাখ্যান
কি করে সৃষ্টি করবো অট্টালিকা তাজমহল
যখন বাঁধার পাহাড় সরাতে সরাতে
চলে যাই নিমগ্ন শ্মশান গোরস্থানে।
২। ভালবাসি
সব কিছু হয়েছে শুধু বলা হয়নি
একটি প্রয়োজনীয় কথা একটি বাক্য
প্রতিদিন আমরা পাশাপাশি হাঁটি
কথা বলি থামি আবার চলি
আমরা চলে যাই দিগন্তের কাছে
আমরা চলে যাই পৌষ পার্বণের মেলায়
আমরা চলে যাই মন মাধূর্যের খেলায়।
আমরা ঘুরে আসি আশি ক্রোশ পথ
আমরা ঘুরে আসি আশি দিনে বিশ্ব
আমরা ঘুরে আসি একান্ত সাগর নদী
আমরা পার করি হিম শীত ও গ্রীষ্ম।
আমরা আছি একে অপরের সাথে মিশে
আমাদের সম্পর্কটা হয়নি কখনো ক্লিশে
তবু দিশে পাইনা জিজ্ঞেস করা হয়না
সেই অমোঘ বাণীটি,
"ভালবাসি মন তোরে ভালবাসি।"
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কোথাও যাবো না।
শুভসন্ধ্যা।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
শায়মা বলেছেন: +++
বেবিভাইয়া
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস বিউটি আপি। ভাল থেকো।
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সায়েম মুন বলেছেন: থ্যাংকস হামা। শুভসন্ধ্যা।
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতাদ্বয়.............
"ভালবাসি মন তোরে ভালবাসি।"
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সায়েম মুন বলেছেন: থ্যাংকস সোনালী ডানা কবি। শুভসন্ধ্যা।
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । 'ভালবাসি' কি আগে পড়েছি ?
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সায়েম মুন বলেছেন: থ্যাংকস মামুন।
না ওটা আগে কোথাও দেইনি।
শুভসন্ধ্যা।
৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: বৈরী হাওয়াটা খুব ভালো লাগলো ।
শুভকামনা আপনার জন্য।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন: আবেগ নামের বস্তুটা হাওয়া হয়ে গেছে। কবিতায় তুলে আনা খুব টাফ ব্যাপার হয়ে গেছে এখন। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। দোয়া রাইখেন যেন আর কয়েকটা গল্প লিখতে পারি। আলসেমীর কারণে লেখা হচ্ছে না। আপনার জন্যও শুভকামনা রইলো।
৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২
জুন বলেছেন: প্রথম কবিতাটি ভালোলেগেছে অনেক মুন যেমন নিচের লাইন গুলো।
এই বৈরী পৃথিবীতে সব কিছু ভেঙ্গে পড়ে
হাসি গান আনন্দ সব ফিকে হয়ে যায়
মুন ১ নং ২নং লিখে দাড়ি দিয়েছো তাই আমার প্রিয় গুগুল দিয়ে একটা কবিতার ও নাম পড়তে পারিনি
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: আপু সামুর জন্যতো মজিলাই বেস্ট।
কবিতার নাম দুটি বোল্ড করে দেয়া। প্রথমটার নাম: এই বৈরী হাওয়ায়, দ্বিতীয়টার নাম: ভালবাসি
ভাল থাকবেন আপু। শুভকামনা সব সময়।
৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতা পড়ে বুঝতে পেরেছি এটা হচ্ছে বড় তৃপ্তির কথা।
কবির প্রতি শুভ কামনা।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ড্রিম। ভাল থাকবেন।
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
নাজিম-উদ-দৌলা বলেছেন:
সেকেন্ডটা বেটার। প্রথমটাও ভাল ছিল।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজিম। অনেক শুভকামনা রইলো।
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
সুপান্থ সুরাহী বলেছেন:
এই নশ্বর পৃথিবীতে কি করে সৃষ্টি করবো
ফাগুনের গান অবিশ্বর প্রেম উপাখ্যান
কি করে সৃষ্টি করবো অট্টালিকা তাজমহল
যখন বাঁধার পাহাড় সরাতে সরাতে
চলে যাই নিমগ্ন শ্মশান গোরস্থানে।
ভাল লাগল।
প্রথমটাই জোস...
পরেরটা অতটা না।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: বৈরী হাওয়া ছুয়ে গেল
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই বৈরী পৃথিবীতে সব কিছু ভেঙ্গে পড়ে
হাসি গান আনন্দ সব ফিকে হয়ে যায়
লাল গোলাপ নীল সবুজ পাতা হলুদ
নদী শুকোতে শুকোতে বিচ্ছিন্ন চরাচর
একদিন এপার ওপার দুস্তর প্রান্তর।
এই লাইন গুলো হয়েছে দুর্দান্ত! তবে, লাল গোলাপ নীল এর পর একটা কমা আসতে পারতো। একবারে বুঝতে পারিনি। কমা ব্যবহার করলে এই ভ্রান্তি লাগতো না। তবে শেষ লাইনটা "চলে যাই নিমগ্ন শ্মশান গোরস্থানে", এখানে শ্মশান আর গোরস্থান দুটোই পাশাপাশি এলো কেনো? এর একটা হলেই তো হতো।
ভালোবাসি কবিতাটায় কিছু ভুল বানান রয়েছে। যেমনঃ পৌষ পার্বনের মেলায়, এখানে পার্বণ হবে। আর ক্রশ নয় হবে ক্রোশ হবে। নয়তো এটা খ্রীষ্টান ধর্মের প্রতীক বা চিহ্ন ক্রশ বোঝায়। আমার ধারণা এইটা অনিচ্ছাকৃত ভুল। স্লিপ অব টাইপ। আচ্ছা " ক্লিশে" বলতে কি বোঝালেন, আমি বুঝিনি। এর অর্থ কী? এটা কি ভিনদেশী শব্দ না বাংলা শব্দ? তবে এই কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু শেষ লাইনটি হলো, 'ভালোবাসি মন তোরে ভালোবাসি' এটাতো কোনো বাণী নয়। তাই এর আগের লাইনে অমোঘ বাণী কেমন জানি একটু বেখাপ্পা লাগছে। অমোঘ অর্থ অব্যর্থ। একটু ভেবে দেখেন তো! আমার কাছে যা মনে হলো তাই বললাম। লেখকের পূর্ণ স্বাধীনতা রয়েছে।
আপনার সব কবিতা পড়ে দেখা হয়না। হায়, একটা কবিতার এমন কাটা-ছেড়া দেখে নিশ্চয়ই আপনার মন খারাপ হচ্ছে। ভাই এর জন্য দুঃখিত।
ভালো থাকুন। সব সময়। আর অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
সায়েম মুন বলেছেন: প্রথমত বলে নিই। দাড়ি, কমা দিয়ে কবিতা সব সময় লেখা সম্ভব হয় না। একটা কবিতা একেক জন কবিতা একেকভাবে পাঠ করে। ইচ্ছেমত বসিয়ে নিলে হয়। তবু মিনিমাম নর্ম আছে বলে অনেক সময় দিতে। এই যেমন একটা কবিতা দেখুন...
তসলিমা নাসরিনকে
---জয় গোস্বামী
আমাদের কাউকে যদি তোমার লড়াই লড়তে হত?
দূরে দূরে নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে
আমরা তোমার কত দোষ খুঁজে বার করলাম
আগুনের সামনে গিয়ে দেখলাম না আঙুলটি বাড়িয়ে
জানলায় দড়ির মই ঝোলানোই ছিল, কিন্তু তুমি
বেরিয়ে আসার কোনো সুযোগ নিলে না
জ্বলন্ত বাড়ির মধ্যে থেকে যাওয়াটাই বেছে নিলে
তোমার যুদ্ধের কাছে
আমার জীবন কিছু নয়
এখন আমার পিঠে ঠেকেছে দেওয়াল
এরপর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে
আমার জীবনটি ঐ ধানক্ষেতে
ফেলে দিয়ে যাবে
নায়েব, গোমস্তা, লাঠিয়াল
না, আমি তোমার মতো
ঘুরে পাল্টা লড়তে পারব না
এমনকী অবস্থানটুকু
জানাতে যাব না কাউকে পতাকা নাড়িয়ে
যদি বন্ধু মনে করো, শুধু এ শুভেচ্ছাটুকু দাও, সাহসিকা,
অন্তত ঘাড় গুঁজে যেন মরতে পারি,---একা একা---স্বধর্মে দাঁড়িয়ে।
---------------------------------
পুরো কবিতায় একটা দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন একটা আর কয়েকটা কমা। এখন কবিতাটা পড়লে কি মনে হবে না আরও কয়েকটা দাড়ি দরকার ছিল?
শ্মশান গোরস্থানে শব্দটা দ্যোতনা হিসেবে এসেছে। যেমন টাকা লিখতে গিয়ে পয়সা আসে। এখন যদি জিজ্ঞেস করা হয় টাকা তো পয়সার সমষ্টি তো টাকা থাকলে পয়সা কেন!
পার্বণ শব্দটা ঠিক করে নিলাম। ক্লিশে (Cliché) শব্দটা ইংরেজী। অর্থ: সস্তা বা গতানুগতিক পদ সমষ্টি/ অতি ব্যবহৃত কথাবার্তা।
শব্দটা ক্রশ লিখেছি, ক্রুশ লিখিনি। তাই কোন ধর্মের দিকে যাচ্ছে না। ক্রোশ হবে মেনে নিচ্ছি।
আপনি শুরু করেছেন যখন আমার লেখা অন্যসব কবিতারও চুলচেরা বিশ্লেষণ করুন। আর আপনাকে তো আগেও আমার ব্লগ পোস্টে দেখেছি। চিনছেন না বলে হেরে গলায় কাঁদতে ইচ্ছে করছে এখন।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
সায়েম মুন বলেছেন: হায় আল্লাহ। আরও একটা এখনো বাকী।
সেই অমোঘ বাণীটি,
"ভালবাসি মন তোরে ভালবাসি।"
এই একটা লাইন বলার জন্য এত আয়োজন। তো এর সামনে পেছনে ইনভার্টেড কমা দিলে দোষ কি। সেটা না হলে আমার বাণীই হলো। ছোট মানুষ বলে বাণী দিতে পারবো না। :!>
১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি ,কবিতা পরাধীন নয়.....তকে নিয়মে শ্ব্দে শৃখলাবদ্ধ করলে সেটি বুঝি আর কবিতা থাকে না।কবিতা হলে ও তানে প্রাণ থাকে না।কবিতা চলবে রিমঝিম বৃষ্টির মতন।বাতাসের বেগ কমছে বাড়ছে বৃষ্টি ঝরছে কখনো কখনো বেশি..তাতে কি বৃষ্টির ছন্দ কি পতন হয় হয়না। আপনার দুটো কবিতাই ভাল হয়েছে।বেশ কয়েকবার পড়লাম। আপনার বিউটি আপি ও ওগলো পছন্দ করেছে। সুন্দর+
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১
সায়েম মুন বলেছেন: গদ্য কবিতায় তো কোন নর্ম দেখি না। যে যেমনে পারে যার যার ইচ্ছেমত লিখে যাচ্ছে। ভাললাগাটা একটা বিষয়। আর একজন মানুষের সব বাচ্চা সুন্দর হয় না। একেক জন একেক রকম দেখতে। ধন্যবাদ কবি ভাল থাকবেন।
১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ১. ক্রশ শব্দটা ইংরেজি Cross (X) এর বাংলা রূপ। হ্যাঁ, আমি ক্রুশ এর সাথে গুলিয়ে ফেলেছি। দুঃখিত।
২. সায়েম ভাই, 'শ্মশান গোরস্থানে' আপনি দ্যোতনা হিসেবে ব্যবহার করেছেন এইটা ঠিক আছে। মেনে নিলাম। বললেন বলে বুঝলাম, এমনকি শিখলাম ও। আমার লেখা পড়া কম, তাই হয়তো অন্য কোথায়ও এই শব্দ দুটিকে দ্যোতনা হিসেবে ব্যবহৃত হতে দেখিনি।
৩. জয় গোস্বামীর যে কবিতাটি ব্যবহার করেছেন, চমৎকার একটা কবিতা। এমন কবিতায় কবি যতি চিহ্ন দিবেন নাকি দিবেন না এটা লেখকের সম্পূর্ণ নিজের ব্যপার। কিন্তু এও লক্ষ্য করেন, প্রতিটি লাইন শেষ হয়েছে আর প্রতিটি বাক্যও কিন্তু শেষ হয়েছে। আর যেখানে বাক্য শেষ হয় নি কিন্তু আরো কিছু বলার আছে সেখানে যতি চিহ্নের সঠিক ব্যবহার হয়েছে। আপনার কবিতাতেও যতি চিহ্ন ব্যবহার না করলে অসুবিধা নেই। এই স্বাধীনতা কিন্তু আপনার আছে, সেটা আগেই বলেছি। এখনো বলছি। তবে যেখানে রেফার করেছি, সেটা শুধু বিবেচনার জন্য। আমার যে কী ভালো লাগছে এই ফাঁকে জয় গোস্বামীর একটা কবিতা পড়া হয়ে গেল।
৪. আরো একটা শব্দের কথা আগে বলা হয়নি। মাধূর্য শব্দটা বোধহয় মাধুর্য হবে।
৫. আর আপনাকে চিনতে পারছিনা এমন কিন্তু বলিনি। বলেছি, আপনার সব কবিতা পড়ে দেখা হয়না। আমি খুব অল্প সময়ের জন্য সামুতে বসি, তাই আমার প্রিয়ো অনেক ব্লগারের পোস্টও দেখি পোস্ট করার অনেক অনেক দিন পর। তারা কি ভাবেন জানিনা, আমার নিজেরি কষ্ট হয়। আফসোস হয়। হায়, এতো দিন পর দেখলাম।
৬. "ভালবাসি মন তোরে ভালবাসি।" এটা আপনার অমোঘ বাণী মেনে নিলাম।
৭. আমি চুলচেরা বিশ্লেষণের কেউ না ভাই। আমি নিজেই কি কবিতা বুঝি? হঠাৎ হঠাৎ পড়ে যা মনে হয়, বলি। এই বলাটা আমার স্বভাব। জানি, এর জন্য অনেকের অপছন্দের আমি। তবে কি জানেন তো, আমি কিন্তু বলি দেখেই শিখি। ভুল হয়, শিখি। সেটা আমার হোক কি অন্যের।
প্রতিটি কবিতা একজন কবির কাছে সন্তানের মতো। সেটা নিয়ে কেউ কিছু বললে খারাপ লাগার কথা। আমি আরো সতর্ক হবো। অনেক কষ্ট দিয়েছি আপনাকে। আশা করি নিজ গুণে ক্ষমা করবেন।
ভালো থাকবেন। আরো অনেক অনেক সুন্দর কবিতা আশা করছি।
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সায়েম মুন বলেছেন: আরে নাহ! আপনার যা মনে হয় সব বলবেন। আপনার বলাতে কবিরা বিদ্রোহী হয়ে কবিতায় দ্রোহ ছড়াবো।
গঠনমূলক কমেন্ট অবশ্যই দরকার আছে। কোন কবি কখনো যেটা করেননি আপনি সেটা করবেন। আপনার থেকে শুরু হবে নতুন পথের।
আসলে আমি এখনো কবিতা লেখার ক্ষেত্রে প্রাইমারী লেভেলে পড়ে আছি।
আপনি অনেক ভাল লিখেন। চালিয়ে যান। শুভকামনা সব সময় থাকবে।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯
ভিয়েনাস বলেছেন: ৮ম ভালো লাগা মুন ব্রো
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
সায়েম মুন বলেছেন: থ্যাংকস ভিয়েনাস। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন সব সময়।
১৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতায় দ্বৈত ধ্বণির ব্যবহার ও অপ্রাসঙ্গিক নয় ।সেখানে একই অর্থের দুটি ভিন্ন শব্দ ব্যবহার তো পুরোই ঠিক আছে। কবিকে স্বাধীনতা দিতে হবে। তাহলে কবিতা প্রাণ পাবে।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
সায়েম মুন বলেছেন: হুম সেটাই। বেশী স্বাধীনতা পেলে কিন্তু কিছুই হয় না।
আর আপনাকে তো কোন দিন আমার গল্প পোস্টে দেখলাম না। খালি নিজেই রচে যাচ্ছেন অনবরত। লেখা বাদ্দিবো কিনা ভাবছি এখন।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
"ভালবাসি মন তোরে ভালবাসি।"
+++ দারুণ
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা অনেক।
১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮
লাবনী আক্তার বলেছেন: "ভালবাসি মন তোরে ভালবাসি।
ভালো লাগল ভাইয়া।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস লাবনী। আপনার পাঠে খুশী হলাম। অনন্ত শুভকামনা।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বৈরী হাওয়া মন কাড়লো।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস নাহোল। তোমার ভাললাগায় খুব ভাল লাগলো। অনেক শুভকামনা।
২০| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রিভানুলো বলেছেন: বৈরী হাওয়া ভাললাগলো ।++++্
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস রিভানুলো। শুভরাত্রি।
২১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
অদৃশ্য বলেছেন:
এই দু'টিও খুব ভালো লাগলো সায়েম ভাই
শুভকামনা...
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪
সায়েম মুন বলেছেন: আপনার পাঠে মুগ্ধ হই, কবি! অনুপ্রেরণা পাওয়া যায়। অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!