নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
কবিতা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে
পাড়াতো বোনের সাথে
আমি আছি রাত্রী স্নানে
বৃদ্ধ মাতালের সরাবের ঘ্রাণে।
রাত্রীর বুক চৌচির হয়ে যায়
ফললোভী বাদুরের কলক্রন্দনে
আমার এক রত্তি লোভ নেই
ক্ষোভ নেই জ্বালা যন্ত্রণা নেই
নেই মনের উন্মাদনা।
দাওয়ায় শুয়ে ছিল পোষা কুকুর
পরিচিত পদশব্দে লেজ নাড়িয়ে
ত্বরিত উঠে গেল------------
খানিক বাদে খাবার জুটবে।
আমাকেও উঠতে হবে
তবে শ্বাপদসংকুল পৃথিবী আমার
কোথাও পরিচিত কোন পদশব্দ নেই।
কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ খালিদ। শুভসকাল।
২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আগেই পড়েছিলাম। দারুণ একটি কবিতা।
কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভসকাল।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: দারুন লাগলো।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস এহসান।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
রাইসুল নয়ন বলেছেন:
দাওয়ায় শুয়ে ছিল পোষা কুকুর
পরিচিত পদশব্দে লেজ নাড়িয়ে
ত্বরিত উঠে গেল------------
খানিক বাদে খাবার জুটবে।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুমোক কবিতা , ঘুম ভেঙ্গে গেলেই হোক শব্দের বিস্ফোরণ , সে শব্দে ঘুম ভাঙ্গুক পাড়াতো বোনের !
খুব চমৎকার সায়েম ভাই !
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২
সায়েম মুন বলেছেন: এরাম হলে তো ভাল
থ্যাঙ্কু অভি!
৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬
শ্যামল জাহির বলেছেন: অনেক ভাল লাগলো।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভসকাল।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৯
মামুন রশিদ বলেছেন: কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
এই লাইন দুটোয় খুব মজা পেয়েছি ।
কবিতায় ভালোলাগা ।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩
সায়েম মুন বলেছেন: শুনে খুব ভাল লাগলো। শুভসকাল মামুন।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
দৃশ্যপট আর নিজেকে একাত্ত মনে হয়।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভসকাল।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪
শাহেদ খান বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে আপনার এই লেখা পড়েছিলাম। মনে হচ্ছিল এটা ঠিক ঐ সময়ের কবিতা। বাস্তব পৃথিবীতে আমরা জেগে উঠছি, আর তখনও নির্বিঘ্ন ঘুমে স্নিগ্ধ কবিতা'রা।
তবে বাস্তবের কবিতাও তো থাকে, যারা জেগে উঠে আমাদের সাথে।
কবিতার থিমে আর লেখনীতে ভাল লাগা জানবেন, সায়েম ভাই। শুভেচ্ছা।
['রাত্রি' বানান'টা 'রাত্রী' লিখেন যে?]
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: সুন্দর মন ভাল করা কমেন্ট। অনেক ভাললাগা!
বাস্তব অবাস্তব মিলেই তো চলছে।
ধন্যবাদ শাহেদ।
টাইপোটা ঠিকাচ্ছি।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
আরুশা বলেছেন: তবে শ্বাপদসংকুল পৃথিবী আমার
কোথাও পরিচিত কোন পদশব্দ নেই।
অনেক ভালোলাগা কবিতায় ++++++্
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস আরুশা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
লেখোয়াড় বলেছেন:
ভাল।
সামু।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস লেখোয়াড়। শুভকামনা।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা নির্বিঘ্নে ঘুমাও
বাহ দারুণ লাগল!
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু ডটার অব দি সি।
ভাল থাকবেন।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭
হাসান মাহবুব বলেছেন: কবির এমন প্রবোধবাক্যে কবিতা নিশ্চিত হয়ে ঘুমাতে পারবে বলে মনে হয় না। কবির মন! দেখা যাবে মাঝরাতে কবিতাকে ঠেলা দিয়ে উঠায় বলবে "ওঠ, এখন পাড়াতো বোনকে নিয়ে লিখবো আমি!"।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
সায়েম মুন বলেছেন: হ বলা যায় না। হতেও পারে। মাঝরাত আবার কবিতা লেখার জন্য পার্ফেক্ট সময়।
থ্যাংকু হামা।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
ইনকগনিটো বলেছেন: কবিতা নির্বিঘ্নে ঘুমাও।
এই লাইনটাই একটা কবিতা!
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো। শুভকামনা।
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে
-- অদ্ভুত দুইটা লাইন! চমৎকার লাগলো কবিতা!
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কবি। মন ভাল করা কমেন্ট। শুভকামনা।
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
টুম্পা মনি বলেছেন: তবে শ্বাপদসংকুল পৃথিবী আমার
কোথাও পরিচিত কোন পদশব্দ নেই।
আমারও মাঝে মাঝে এমন মনে হয় জানেন।
কবিতায় অনেক ভালো লাগা।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
সায়েম মুন বলেছেন: তাই নাকি! এরকম হওয়া ভাল। এক আধটা কবিতা তো লেখা যায়।
শুভকামনা টুম্পা।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২২
প্রোফেসর শঙ্কু বলেছেন: পিচ্চি কবিতায় ভালো লাগা।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
সায়েম মুন বলেছেন: থ্যাংকস প্রোফেসর। শুভকামনা রইলো।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ---
কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
সুন্দর
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
কয়েস সামী বলেছেন: সুন্দর
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
সায়েম মুন বলেছেন: থ্যাংকস কয়েস। শুভকামনা রইলো।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯
ঘুমন্ত আমি বলেছেন: কবিতা ঘুমাও
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
সায়েম মুন বলেছেন: একবারে জনমের ঘুম নয় কিন্তু
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
==================
কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে
==================
দারুণ লাগলো মুন ভাই ।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা অনেক।
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
মায়াবী ছায়া বলেছেন: কবিতা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে
পাড়াতো বোনের সাথে
আমি আছি রাত্রী স্নানে
বৃদ্ধ মাতালের সরাবের ঘ্রাণে।
,,,,,,,অনেক ভাল লাগলো ।।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। শুভকামনা নিরন্তর।
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
মাহমুদ০০৭ বলেছেন: কবিতা কেন পাড়াতো বোনের সাথে ঘুমাবে ? ব্যাখা করেন ।
অন্তর্নিহিত চেতনার কবিতাটি খুব ভাল লাগল ।
আমাকেও উঠতে হবে
তবে শ্বাপদসংকুল পৃথিবী আমার
কোথাও পরিচিত কোন পদশব্দ নেই
এর মাঝেই কবিতা আসবে কবি ।
ভাল থাকুন প্রিয় সায়েম ভাই । শুভকামনা রইল অনেক । ।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭
সায়েম মুন বলেছেন: হাহাহা! সে বড় আলসে। মাঝে মাঝে ঘুমায় পড়ে তো
এর মধ্যেই বেঁচে থাকা। এর মধ্যে কবিতা!
ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬
আরজু পনি বলেছেন:
এমনভাবে বললে কবিতারা নিজেরাই জেগে উঠে রচনা করবে অজস্র কবিতা ।
ভালো লাগা রইল মুনা...
মানে মুন আপ্পি...
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
সায়েম মুন বলেছেন: এভাবে বলে না আফা। তাইলে মাইন্ডাবো কিন্তু
শুভকামনা অনেক অনেক।
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
জুন বলেছেন: খুব ভালোলাগলো কবিতা মুন। ঘুমিয়ে থাকুক তারা এখন। বড্ড পরিশ্রান্ত কবিতার দল।
+
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: কবিতাদের এবার জাগাও পুচ্চু ভাইয়া!!!!
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১
সায়েম মুন বলেছেন: জাগাবো। এই হয়ত আর কিছু দিন ঘুমাবে।
থ্যাংকস বিউটি আপি। ভাল থেকো।
২৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
সুন্দর ।আরজুপনি আপু তোমাকে মুনা বলছে।এটা বলার কারণ গড নোস। বিবাহিত পুরুষদেরআপু বলার মানে কি?
হাসতে হাসতে শেষ দুইদিন পর সন্তানের বাবা হবে যে সে মেয়ে?
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ।
আপনি দেখি ভার্সুয়াল এবং বাস্তব জগত এক করে ফেলছেন। এরকম স্থুল কমেন্ট করার মানে কি ব্রাদার? পার্সোনাল বিষয় ব্লগে শেয়ার করার উদ্দেশ্যটা কি বলে যাবেন? বারবার বলতে চাচ্ছেন আমি বিবাহিত। আমি কি কোথাও বলেছি আমি অবিবাহিত। আই লাভ ইউ এক্স ডাব্লিউ ওয়াই। আমি তোমাকে বিয়ে করতে চাই।
আশা করি নেক্সট টাইম আমাকে নিয়ে এরকম কথা কোথাও বলবেন না। নিজেতো বুইড়া হইছেন এখনো বিয়া করতে পারেন নাই। আর একজন বিয়া করছে কিনা সেটা ঢাকঢোল পিটায় বলে বেড়াতে হবে।
২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ তো! পাড়াতো বোনের প্রেমে পড়ে গেলে?
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯
সায়েম মুন বলেছেন: আরে নাহ! তা কি আর সম্ভব। কবিতা পিটায় তক্তা বানাবেতো।
২৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
অদৃশ্য বলেছেন:
কবি
লিখাটি চমৎকার হয়েছে...
তবে,
কবিতারা কি ঘুমাতে পারে ?
শুভকামনা...
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
সায়েম মুন বলেছেন: কবিতারা মাঝে মাঝে ঘুমায় তো!
ধন্যবাদ কবি। শুভদুপুর!
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
একজন আরমান বলেছেন:
নতুন পোস্টে কমেন্ট ব্যান করে রেখেছেন কেন?
দ্বিতীয় কবিতাটা ভালো লেগছে বেশ। কেমন যেন একটা পোড়া গন্ধ আসছিল !
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আরমান। কমেন্টের জবাব দেবার খুব একটা সময় পাবো না বলে বন্ধ রেখেছি।
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
বটবৃক্ষ~ বলেছেন: নতুন কবিতাটা বেশি বেশি অসাধারন হয়েছে! কিন্ত পাঠকদের অধিকার হরণ করা হয়েছে!!
হরতাল ডাকবো!!
১ম পার্ট টা এত্তো বেশি সুইট হয়েছে !!!!!!!! শেয়ার দিলাম!!
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু বটবৃক্ষ। পাঠক এবং লেখক দুজনই বঞ্চিত হলো। আসলে এরকমটা সামনের মাস থেকে হবে না। এই মাসে কিঞ্চিত ব্যস্ততার ফল স্বরূপ বন্ধ রেখেছি।
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ইখতামিন বলেছেন:
কবিতা পচা ...
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯
সায়েম মুন বলেছেন: হ আসলেই পঁচা লেখা। তাই কমেন্ট বন্ধ।
৩৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
কালীদাস বলেছেন: পাঠকগরে বোবা বানায়া রাখছেন কেন?
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: আমি নিজেইতো কিছুটা বোবা হয়ে আছি।
ঈদ মোবারক ইসমাট ম্যান।
৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
শ।মসীর বলেছেন: ঘুম কি অত সোজা নাকি...
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সায়েম মুন বলেছেন: তা ঠিক
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক ভাল লাগলো!!!