| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটিহাঁটি পা পা করতে করতে, সামুতে আমার ব্লগের ৩ বছর পার হয়ে গেল। আজ নাকি তিন বছর দুই সপ্তাহ।
আমার খেয়ালেও নাই। ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
এইডা কুন কথা হইল?
যাই হোক, আমার সামূয়ীয় ভাই আফুরা। কে কেমন আছেন?
দু:খের কথা হইল, সামুতে আগের মতন জোস পোস্ট আর লিখা কেন জানি চোখে পড়ে না।
আগে আমি সপ্তাহে পুরা একদিন। না পারলে মাসে ২ দিন পুরা ব্লগ দিবস পালন করতাম।
সকাল ৬টা থেকে রাত ১ টা পর্যন্ত টানা ব্লগ পড়তাম।
দিনগুলা এখনও অনেক মিস করি।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
মাঝে মধ্যে মন চাইলে ফুসরতের ফুসরত পাইলে আসি।
এই আরকি।
তয় মামুরা যে যাই বলুক, সামুর জন্য একটা সফঠ কর্ণার সর্বদাই কাজ করে।
![]()
![]()
![]()
![]()
ব্লগ আর লিখালিখির হাতেখড়ি অন্যদের লিখা পড়ে।
আমার মতে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এখানে লিখা উচিৎ।
দিকনির্দেশনামূলক লিখা এখানে নাই।
আর খারাপ লাগে এই দেখে যে অনেকেই আছেন যারা "সুখ পাঠ্য" লিখার পূজারী। লিখার ভাব তারা দেখেন না, ওজনটাও দেখেন না। ঠিক অনেকটা চটি পড়ার মতন আর কি।
আমার মত অনেকেই লিখে যাদের লিখাগুলার পাঠক কম। অবশ্য তিনি যদি নারী হন তবে ব্যাপারটা ভিন্ন হয়। কেমন হয় তা সবারই জানা ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
যাই হোক ধুপধাপ কিছু স্মৃতি চারণ করলাম। [গো চারণ নয় ![]()
![]()
![]()
![]()
![]()
]
আশা করি ভাল থাকবেন, শান্তিতে থাকবেন। আর এমন কিছু করবেন যাতে দিনশেষে নিজের ভাল হয়।
[নিজের লাভের লাইগ্যা ফরমালিন দিলে শ্যাষম্যাষ ঐডা নিজেও খাইতেন, কিছু বুইঝল্যান?]
কষ্ঠ খইরা ফড়ার লাইগ্যা "ধইন্যাপাতা" ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ।
২|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
জনাব মাহাবুব বলেছেন: আহারে সেই দিনগুলি কই
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কালের গর্ভে হারাইয়া গেছে।
সেখান থেকে বাচ্চা হবার [মানে ফেরৎ আসার আর কি
] সম্ভাবনা নাই -_-
৩|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তেসরা বছরের শুভেচ্ছা ![]()
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনাকেও,
আমার একটা বান্ধবী, বোন আছে। ওর নামও তনিমা।
আমি ওকে অনিমা, অনি বলেও ডাকি! ![]()
৪|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমার ব্লগের লেখা মতামতের উত্তরও অনিবার্য কারণে এখানেই দিচ্ছি। দেখলেন তো মেয়ে হলেই মানুষে লেখা পড়ে না ভাইয়া।
![]()
আসলে আপনি যেটাতে কমেন্ট করেছেন ওটা রিপোষ্ট না। ওটা প্রথমবারের পোষ্ট যেটা মুছে দিয়েছি আমি পরেরবার পোষ্ট দেয়ার পরে। তাই ওটা কেউ দেখতে পাবারই কথা না। যদিও আপনি কিভাবে দেখলেন আর কমেন্ট করতে পারলেন মুছে দেবার পরেও এটা বুঝতে পারছি না।
তাই এখানেই ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। শুভেচ্ছা।ভালো থাকবেন।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হা হা হা
আপনার বিডেটা জানলে একটা ব্যাখ্যা দেয়া যাইতো।
যাই হইক, ধন্যবাদ।
আর আপনাকে বুঝতে হবে, একজন Professional Accountant এর চোখ ফাঁকি দেয়া সহজ নয়।
হা হা হা হা।
৫|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা
ব্লগিংয়ে আবার আনন্দ ফিরে আসুক । শুভ কামনা ।
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও। ![]()
৬|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
বর্ষপুর্তির শুভেচ্ছা রইল।
দিকনির্দেশনামূলক লিখা এখানে নাই। এই কথা দিয়ে কী বোঝাতে চেয়েছেন ?
পুরোপুরি সহমত হতে পারলাম না।
নারী ব্লগারদের ব্যাপারে কথাটায়ও
সহমত হতে পারলাম না।
কিছু কিছু আছে তা সত্যি কিন্তু সবার ক্ষেত্রে সত্যি না।
ভালো থাকবেন।
রমজানের শুভেচ্ছা রইল।।
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: দিকনির্দেশনামূলক লিখা- এর একটা ভাল উদাহরণ আমার এই পোস্টের ঠিক আগের বই রিভিউ পোস্টটা দেখুন, একটা আইডিয়া পাবেন।
ভালো থাকবেন।
রমজানের শুভেচ্ছা রইল।।
৭|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আবার নতুন উদ্যমে ব্লগিং শুরু করুন। বর্ষপূর্তির শুভেচ্ছা রইল শুভকামনা নিরন্তর।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
দেখি সময় তো আরও আছে ![]()
৮|
০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:২৭
প্রবাসী পাঠক বলেছেন: তিন বছর পূর্তিতে শুভেচ্ছা।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনাকেও
৯|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩১
জল কনা বলেছেন: দোস্ত আমি হাজির
শয়তানে নাম নিলি আর শয়তান হাজির দেখছ
এরের বলে মনের টান!!!
আরে তুই না সেই দিন আসলি
এর মধ্যে তিন বছর শেষ :প জা বুড়া দের দলে নাম লিখায় ফেলছ দেখি
তোরে এতগুলো অভিনন্দন
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হা হা হা হা;
ভালই কইছিস
![]()
১০|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪১
রাতুল_শাহ বলেছেন: শুভেচ্ছা রইলো
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনাকেও অনেক শুভচ্ছা ![]()
১১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই সামু তে এখন আর আগের মত যুৎ পাই না । তবে জাফরুল মুবিন ভাই , আরজুপনি সহ অনেকেই ভাল লিখছেন । ব্লগিংয়ে আবার আনন্দ ফিরে আসুক । শুভ কামনা ।
১২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সামনের দিনগুলো সুখের হোক আপনার । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
আমার মত অনেকেই লিখে যাদের লিখাগুলার পাঠক কম। অবশ্য তিনি যদি নারী হন তবে ব্যাপারটা ভিন্ন হয়। কেমন হয় তা সবারই জানা।
ভালো বলেছেন।