নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

আধা কোন কিছুই ভাল ন.............

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

যে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, নিজ নিজ ও অন্য কারও ধর্ম ও ধর্মের অনুশাসন ও রীতি নিয়ে ফাজলামো, হাস্যরস করার কোন অধিকারই কারও নেই । যারা করে তারা মনুষ্যরূপী পিশাচ, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট।

অনেকেই আছেন যারা নিজের সুবিধার জন্য ধর্মীয় অনুশাসন তার মনের মত করে পালন করেন, প্রচার চালান। ভাবেন কিনা এসবে কে জানে???



কেউ পালন করল না --- এটা একটা ব্যাপার; আর কেউ এমনভাবে পালন করল যাতে ঐ অনুশাসনের অবমাননা, হাস্যরস করা হল-- তা না পালনের থেকেও মারাত্মক অপরাধ।



যেমন অনেক ছেলেই দাঁড়ি রাখে "ফ্যাশন" করতে। তাদের "দাঁড়ি"র ধরন এমন হয় যা আসলে কি বলা যায় তা সভ্য ভাষায় অনুপস্থিত।

আবার ধরুন অনেক ভদ্র মহিলা আছেন যারা "হিজাব" করেন। উনারা এমন সাজুগুজু এর সাথে করেন যা হিজাবের দর্শেনর সম্পূর্ণ পরিপন্থি। সাথে আবার অনেকে এমন আঁটসাঁট পোশাক পড়েন যা সভ্যতার পরিচায়কের সম্পূর্ণ পরিপন্থি।

এ সকল ভদ্র মহিলারা হিজাবের অনুশাসনকে সর্বোচ্চ পর্যায়ের "হাল ফ্যাশন" এর পর্যায়ে নিয়ে গেছেন যাতে কিনা হিজাব যা কিনা পর্দা করার অন্যতম অনুসঙ্গ, এক হুমকির পর্যায়ে। যারা পর্দা সম্পর্কে জানেন না, তারা হয়ত এটা নিয়ে অনেক কথা তুলবেন, সুতরাং আগে জানুন, বুঝুন; তবেই বুঝবেন উপরের "ফ্যাশন দাঁড়ি" আর এ ধরনের "হিজাব" কতটা ক্ষতিকর ও অবমাননাকর।



শেষকথাঃ আর যাই করুন, আধা কোন কিছুই ভাল নয়।



#WordsofWisdom #sazzadais



_______________

Sazzad Hossain, CSCA™

MBA (DU)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.