![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..জি-বাংলা, স্টার জলসার মত চ্যানেল গুলো বন্ধ হয়ে গেলে সম্ভাব্য যা যা হতে পারে....
_
★ ঘরে ঘরে হরতাল ডাকা হতে পারে।
★ রান্না বান্না অনিদিৃষ্ট কালের জন্য
বন্ধের ঘোষনা দিতে পারে গৃহিণী সমাজ।
★ শাহবাগ চত্তরে আন্টি সমাজ দা, বটি,
হাড়ি-পাতিল,
খুন্তি ইত্যাদি নিয়ে অবস্থান
ধর্মঘটে যেতে পারেন।
★ #saveStarJolsa, #savePakhi ইত্যাদি হ্যাসট্যাগে ভরে যেতে পারে আপ্পি সমাজের
ফেসবুক ওয়াল।
★ দুই একজন মনের দু:খে গলায়
সুতা বেধেঁ ঝুলে পড়তে পারেন,
কিংবা ইন্দুরের ঔষধ ও খেতে পারেন।
(আবেগ ভাই, আবেগ )
★ ব্রডব্যান্ড ইউজারের
সংখ্যা বেড়ে যেতে পারে, কারণ সবাই
ইন্টারনেটে স্টার জলসা দেখা শুরু করবে।
★ সবশেষে অবস্থা বেশী বেগতিক
হয়ে গেলে সরকার পতনের ডাক
আসতে পারে, এবং "পাখিদের"
মানবাধিকার ক্ষুন্ন করার
দায়ে মানবাধিকার কমিশন ঘেরাও
কার্যক্রম হলেও অবাক হবার কিছুই থাকবে না।
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
জি-বাংলা, স্টার জলসার মত চ্যানেলের দর্শকদের কচু গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত।
৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৬
বিজন শররমা বলেছেন: জি-বাংলা, স্টার জলসার মত চ্যানেলের দর্শকদের কচু গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত । - আত্ম হত্যার উস্কানী দিচ্ছেন ? আবার ? এর ফলে কি হবে ? স্টার জলসা এসে যাবে ? সেই জন্যই কি ?
৪| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এটা সত্যি একটা বড় সমস্যা আমাদের জন্য বিশেষ করে আমাদের দেশের নারীদের জন্য। তবে এটা এক সময় কেটে যাবে।একটা সময় এসব চ্যানেল গুলোর জনপ্রিয়তা কমে যাবে আমাদের দেশে,একটু সময় লাগবে এই যা।
এই জন্য আমাদের একটু সময় দিতে হবে নারীদের,এবং এর কুফল সম্পর্কে ধারণা দিতে হবে,অন্য কোন দিকে ওদের নজর ঘুরাতে হবে।নারীরা কোমলমতি হয় বলে নাটকের আবেগে নিজেদের জড়িয়ে ফেলেন।দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।পুরুষদের একটা বড় ভুমিকা রাখতে হবে এই বিষয়ে।উত্তজিত না হয়ে বিষয়টা নিয়ে আলোচনা করে তাদের বুঝিয়ে দিতে হবে জানার শেখার করার আরো অনেক ভালো ভালো দিক আছে সেগুলো তাদের সামনে তুলে ধরতে হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:০০
পুতুল আলতাব বলেছেন: ইন্দুরের ঔষধ ও খেতে পারেন।