![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ হয়ে গিয়েছে ইন্টারনেট ! মানি আর না মানি ইন্টারনেট ছাড়া চলা এখন প্রায় অসম্ভব ! যাই হোক, কাজের কথায় আসি ।
আমরা যারা ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করি তারা প্রায় সবাই IDM বা internet Download Manager এর সাথে পরিচিত । IDM ছাড়া তো কোন কিছু ডাউনলোডের কথা চিন্তাই করা যায় না ! কথায় আছে না, যেখানে মজা আছে সেখানে জ্বালাও আছে ! মানে হলো, IDM কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে মাত্র ১ মাস ফ্রিভাবে IDM চালাতে দেয় । এরপর শুধু বার বার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে করতে কান জ্বালা পালা করে ফেলে বেটারা !
IDM Fake Serial এর অসহনীয় যন্ত্রনা থেকে রক্ষা করতে আপনাদের পাশে আছি । Step by step সবকিছু দেয়া হচ্ছে । জাস্ট একটু কষ্ট করে আমাকে ফলো করুন । প্রথমেই এখান থেকে Latest IDM 6.23 টি ডাউনলোড করে নিন । এরপর এই লিংক থেকে Crack File টি ডাউনলোড করে নিন ঝটপট ! নিচের নির্দেশনা গুলো সতর্কতার সাথে অনুসরন করুন ,,,,,
Set up instructions
01. আগের ইন্সটল করা IDM টি Uninstall বা Stop করে নিন
02. Crack file থেকে IDM 6.23 টি install করুন
03. "You have registered IDM with a fake serial number " এরকম নোটিফিকেশন আসতে পারে । ভয় পাবেন না । আসলে just close করে দিন
04. System trey তে IDM open থাকলে সেটি close করে দিন
05. Crack ফাইল এ থাকা ফাইলগুলো copy করে C drive এ IDM ফোল্ডার এ paste করুন ।
06. ঐ ফোল্ডারে IDMan নামে একটি icon পাবেন, সেটিতে Double click করেন ।
07. দেখুন, আপনার IDM টি registered হয়ে গেছে !
ব্যস, কাজ খতম ! এবার দেদারসে ব্যবহার করুন IDM কোন রকম ঝামেলা ছাড়াই ! ভাল লাগলে আমার এই IDM Crack Files সাইটটি একবার ঘুরে আসবেন । আজ এই পর্যন্তই ।
লিংক এ কোন ঝামেলা হলে মন্তব্য করবেন আশা করি ।
©somewhere in net ltd.