নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

Save Cricket From তিন মোড়ল

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

কট্টর ভারতীয় সিরিয়াল খোর এক বান্ধবী গতকাল ম্যাচের পর স্ট্যাটাস দিয়েছে , '' আজ থেকে আমি আর কোন ভারতীয় সিরিয়াল দেখবো না । ভারতীয় সিরিয়াল তো দূরের কথা , আমি তাদের সব টেলিভিশন দেখা আজ থেকে বয়কট করলাম ! '

এলাকার মুদি + চা দোকানদার বশির ভাইয়ের এক কথা , '' আজ থেকে আমার দোকানে কোন ভারতীয় জিনিস বিক্রি করবো না । সেটা আলু হোক বা ডাইল হোক । ঐ জুচ্চোরদের কাছ থেকে আমদানি করা কিছু আমি বিক্রি করলে আমারি লজ্জা লাগবো । লস হলে হোক ''

কট্টর ভারতীয় ক্রিকেট সমর্থক বন্ধু সাফির সরারসরি কথা , '' এই মুহুর্ত থেকে আমি আর ভারতের সাপোর্টার না । ওদের খেলা ভালো লাগতো তাই সাপোর্ট করতাম । কিন্তু যারা চুরি করে ম্যাচ জিতে তাদেরকে অন্তত আমি সাপোর্ট করতে পারবো না । "

টুকটাক হ্যাকিং শিখছে এমন একজন ফ্রেন্ড আছে যার নাম রায়হান । গতকাল ম্যাচের পর তার ফেসবুকে স্ট্যাটাস , '' আমি ভাবছিলাম আস্তে আস্তে সময় নিয়ে হ্যাকিং শিখবো । কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু ভারতের ‪#‎ওয়েবসাইট‬ হ্যাক করার জন্য যত তারাতারি সম্ভব হ্যাকিং শিখবো । ওদের কে শায়েস্তা করবো ইনশাল্লাহ ।''

গতকালের ম্যাচের পর উপরের ঘটনাগুলা খুবই স্বাভাবিক । আরো অনেকে অনেকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে । ফেলানির হত্যার পর যেমন দেশে ভারতবিরোধী ব্যাপক আন্দোলন শুরু হয়েছিলো সেটা কার্যত আবার দরকার । সেটা অনলাইনেই হোক কিংবা অফলাইনে ।

‪#‎CheatIndia‬
‪#‎SaveCricketFromCheat‬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮

প্রেতরাজ বলেছেন: সম্মতি জ্ঞ্যাপন করলাম।
আন্দোলন অনস্বীকার্য।
আরেকবার সময় হয়েছে গনজাগরণের।

২| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

সাজজাদুল আনোয়ার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.