নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

What We are & What We do !

১৫ ই মে, ২০১৫ সকাল ১০:১৬

বাসের হেলপার, কন্ডাক্টর, এমনকি রিক্সাওয়ালা যতই গরিব হোক না কেন বয়সে বড় হলে তাদেরকে ‪#‎আপনি‬ করেই বলা উচিত।

কিন্তু খারাপ লাগে যখন দেখি, অতি শিক্ষিত লোকেরাও হরমেশাই তাদেরকে ‪#‎তুই‬ তাকারি করে কথা বলছে ! এমনকি বাপের বয়সি কাউকে দেদারছে ‪#‎গালাগালি‬ করে just কয়েক টাকা কম দেয়ার জন্য !

যদিও তারা গার্লফ্রেন্ড এর পিছনে শত শত টাকা ব্যয় করছে দেদারছে !!

একবার ক্যাম্পাসে খেয়াল করলাম, এক ছেলে এক রিক্সাওয়ালা কে খুব বকাঝকা করছে। কারনটা নিশ্চয়ই ভাড়া নিয়ে। অবশেষে ছেলেটা কম ভাড়া + গালাগালি করতে চলে গেল ! ,,,,, রিক্সাওয়ালা র কাছে যেতেই উনি অনেকটা কেঁদে কেঁদে বলা শুরু করলেন,,,

" বাবা, আমি উনার কাছেই এক টাকাও বেশি চাই নাই। উনি আমারে খালি খালি গালিগালাজ করলো। আমার ৩ ছেলে কলেজে পড়ে। ভার্সিটিতে পড়লে এমন গালিগালাজ শিখে তাইলে আমি,,,,,,! "

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ সকাল ১০:৫০

শিশির খান ১৪ বলেছেন: হুম শুনেন কিছু লোকজন আছে যারা তাদের আসে পাশের দুর্বল লোকদের উপর চরাও হোয়ে আনন্দ পায়। এরা খুব দুর্বল চিত্তের ঠান্ডা মাথার শয়তান যেমন কিছু লোক রিকশা ওয়ালার উপর চরাও হয় ,আবার কিছু লোক অফিস এ বস আর গালি খায়া আইশা বউরে পিটায়। এদের উনিভার্সিটি তে পইরা কোনো লাভ নাই এদের জীবনে কোনো উন্নতি হবে না এরা কিন্তু শুধু দুর্বল লোকের সাথে চেচা মেচি করে ধরেন রাস্তায় কোনো অন্যায় হইতে দেখলো বা মাস্তান চাদাবাজ এর সামনে পরলে তখন আবার মাথা নামায় রাখে। ব্যবহার বংশের পরিচয়। রিকশা চালক পিটাইলে নিজেকে দুর্বল প্রমান করবেন।

২| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯

সাজজাদুল আনোয়ার বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.