![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বন্ধুটি একদিন আমাকে বলল, তুই অনেক ভাল ছাত্র।
পার্টি করিস না কেন?
কিভাবে পার্টি করব?
আমি কাউকে ধমক দিতে পারি না, কাউকে চড় মারতে পারি না, কাউকে লাথি মারতে পারি না।
আমাকে যদি পুলিশে ধরে নিয়ে তাহলে আমাকে কেয়ামত পর্যন্ত হাজতে থাকতে হবে।
কেননা, আমার বাবা গরীব।
তার টাকা টাকা নেই। সেও আমার মতো মাটির মানুষ। আজ পর্যন্ত একটা মুরগী পর্যন্ত জবাই করতে সাহস পায়নি।
সেই আমি করব রাজনীতি!!
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ----------------
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ...