নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাল‌য়ে‌শিয়ার রাজার পদত্যাগ

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪





মাল‌য়ে‌শিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম পদত্যাগ ক‌রে‌ছেন। ফেডা‌রেল সং‌বিধা‌নের ৩২(৩) ধারা অনুযায়ী তি‌নি লি‌খিত পত্র‌যো‌গে আজ র‌বিার ৭ জানুয়া‌রি ২০১৯ পদত্যাগ ক‌রেন।২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি মাল‌য়ে‌শিয়ার ১৫তম রাজা হিসা‌বে দা‌য়িত্বগ্রহণ ক‌রেন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

শোভন শামস বলেছেন: ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা মশাই খুব ভালো লোক ছিলেন। সাধারণ মানুষের সাথে মিশতেন।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: ভাল হয়েছে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি রাজা হলে কি করতাম ভেবে দেখছি। মনে হয়- আমি পদত্যাগ করতাম না। মানুষের বিশেষ করে গরীব শিশুদের জন্য কাজ করতাম।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


কেন করলেন ? এই বিষয়ে কি কিছু জানেন ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমপ্রতি তারা বিয়ের গুজবটি বেশ মার্কেট পায়। তবে পদত্যাগের বিষয়ে কোন ভাষ্য জানা যায়নি। রাজকীয় ব্যাপারে ভাষ্য পাওয়া কঠিন। যদি না রাজপ্রাসাদ কোন বিবৃতি দেয়।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


এই যুগে এসব ফানি পোষ্ট না রাখাই শ্রেয়

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ জাতীয় পোস্ট খোদ যুক্তরাজ্যেও আছে। বৃটিশ রাণী একই সাথে অস্ট্রেলিয়া, কানাডা সহ আরো অনেকগুলো দেশের রাণী। মধ্যপ্রাচ্যে আছে নিরঙ্কুশ রাজতন্ত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.