নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মকছেদ এখন কী ঔষধ সেবন করিবে! জাতি জানতে চায়।

২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:১৭



ইহা একটি ডাক্তারি প্রেসক্রিপশন। রোগীর নাম মকছেদ। তিনি ডাক্তার এর কাছে গিয়েছিলেন। ৪৬ সেকেন্ড রোগী দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়া তিনি উক্ত প্রেসক্রিপশন খানা দিয়াছেন।

মকছেদ এখন কি ঔষধ সেবন করিবে জাতি জানতে চায়।

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


এই কাগজখানাই ঔষধ, ইহা আসলে তাবিজ; ইহাকে রৌপ্যের তৈরি মাদুলীর ভেতর রেখে, মাদুলীর মুখ বন্দ্ধ করতে হবে সুন্দর বনের মোম দিয়ে; অতপর, বাম বাহুতে সুতা দিয়ে বেঁধে দিলে, মকছেদের সাথে উনার রোগের জীবনাবসান হবে।

২৫ শে জুন, ২০১৯ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে । আর আমরা ভুতের মত পিছন পায়ে হাঁটছি।

২| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৩০

ভুয়া মফিজ বলেছেন: ইহা একটি প্রাচীনতম ভাষায় লিখিত। হায়ারোগ্লিফিক বর্ণমালার সাথে পরিচিত ভাষাবিদদের সাথে যোগাযোগ করা হউক। :D

২৬ শে জুন, ২০১৯ ভোর ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক কহিয়াছেন।
উন্নত দেশের কোন ভাষা বিশেষজ্ঞের কাছে কাছে পাঠানো হবে উহার পাঠোদ্ধার করার অভিপ্রায়ে।

৩| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:০২

মুক্তা নীল বলেছেন:

সাজ্জাদ ভাই
বিসিএস ক্যাডার ডাক্তারের ওখানে মন টিকছে না। উপজেলা শহর গুলোতে বেড়াতে মজা কিন্তু পার্মানেন্টলি থাকতে তো উনার ভালো লাগছে না। তাই মনে হয় এঁকেবেঁকে একটা কিছু লিখেছেন।

২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই সাহেব, আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে । অস্বীকার করার কোন উপায় নাই।

৪| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:১১

টারজান০০০০৭ বলেছেন: ইহা রোগীর জন্য নহে , ওষুধের দোকানদারের জন্য ! ইহাতে লেখা আছে "আমিও লুটে নিয়েছি, তুইও লুটে নে রে পাগলা " যাহা অন্য কেহ পড়িতে পারে না !! (টারজান অবশ্য পারিয়াছে !! :D )

২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথায়ও যুক্তি আছে।

৫| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:১২

পবিত্র হোসাইন বলেছেন:

২৬ শে জুন, ২০১৯ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা , আপনি তো সচিত্র প্রমাণ দিয়ে দিলেন। এর উপরে আর কোন কথা নেই। ছবি সব সময় সত্য কথা বলে।

৬| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা

ফার্মেসী ওয়ালারাও বুঝবে বলে মনে হয় না

২৬ শে জুন, ২০১৯ রাত ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোগীদের অন্যতম প্রধান শত্রু এম আর সাহেবরা। তারা ডাক্তারদেরকে নানান ধরনের উপঢৌকন দিয়ে যা তা ঔষধের নাম প্রেসক্রিপশনে লিখিয়ে নেন।

৭| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:১৭

মা.হাসান বলেছেন: বৃহত্তর ফরিদপুর জেলায় একজন জাগ্রত পীরের মাজার আছে। ঐ মাজার জিয়ারত করার পর আমার চাকুরিতে ২টি প্রোমোশন হয়, বাইরে ভ্রমন ভিসার কিছু জটিলতা ছিল যা দূর হয়। ডাক্তার সাহেবকে বিসিএস পরীক্ষায় উন্নিত হওয়ার জন্য ঐ পীরের জীবনী পড়িতে হইয়াছে। মকসেদের উচিৎ ডাক্তার কবিরাজ বাদ দিয়া মাজার জিয়ারত করা। সব মুশকিল আসান হইবে।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কি আট রশির পীর সাহেবের কথা বলছেন?

৮| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৩

করুণাধারা বলেছেন: এমন একখানা প্রেসক্রিপশন আমিও দেখেছি।

আমার কাজের বুয়ার পেটে ব্যথা ছিল। সরোয়ারদী হাসপাতাল ১০ টাকার টিকেট কেটে ডাক্তার দেখানোর পর ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে একটা ফার্মেসি চিনিয়ে দিয়ে বলেছে, সেখান থেকে যেন ওষুধ কেনে। সেই মেয়েটা অন্য ফার্মেসিতে গেলে তারা ওষুধের নাম পড়তে পারে না বলে ওষুধ দিতে পারে নাই। সেই পার্টিকুলার ফার্মেসি থেকে ৬০০ টাকার ওষুধ কিনতে হয়েছে। তার পরেও যখন ব্যথা কমে না, তখন আমি তাকে বলেছিলাম প্রেসক্রিপশন নিয়ে আসতে। দেখি এই ধরনের একটা প্রেসক্রিপশন। কিছুই পড়তে পারি না। তারপর বললাম, ওষুধগুলো নিয়ে আসতে, নাম দেখব। আমি দেখি সেই ওষুধগুলোয় কোন নাম ঠিকমত পড়া যায় না, কোম্পানিও অচেনা।

আমাদের দেশের অশিক্ষিত গরীব মানুষদের এভাবেই কিছু ডাক্তাররা ঠকায়।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ব্যক্তিগত ধারণা, আমাদের সীমিত সম্পদ ও সাধ্যের মধ্যে ডাক্তাররা যদি আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করতেন
আমার ধারনা, তারা রোগীদের কাছে তারা পীরের মর্যাদা ও সম্মান পেতেন।

৯| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: ইহা সরকারী কাগজ এই কাগজে সকল রোগের কাজ করে ১০০% গ্যারান্টি সহকারে। এই কাগজখানাই ঔষধ, ইহা আসলে তাবিজ; ইহাকে রৌপ্যের তৈরি মাদুলীর ভেতর রেখে, মাদুলীর মুখ বন্দ্ধ করতে হবে সুন্দর বনের মোম দিয়ে; অতপর, বাম বাহুতে সুতা দিয়ে বেঁধে দিলে, মকছেদের সাথে উনার রোগের জীবনাবসান হবে। - চাঁদাগজী ভাই সাবাস।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন চাঁদ গাজী সাহেব এক জন বিদগ্ধ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা । আমার কাছে উনার মন্তব্যের অনেক গুরুত্ব রয়েছে । তাঁর মন্তব্য সব সময় সম্মানের চোখে দেখি।

১০| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: গতকাল দেখলাম এক লোক মন খারাপ করে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। লোকটি কাঁদছে।
আমার খুব মায়া হলো। আমি বললাম, ভাই কাদছেন কেন?
লোকটি বলল গ্রাম থেকে ডাক্তার দেখাতে তার বাবাকে নিয়ে আসছেন। অথচ ডাক্তার লোক তার কোনো সিরিয়াল নিবেন না। কারন আগামী ২৯ তারিখ পযর্ন্ত বুকিং।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের যদি সামান্যতম চিকিৎসার সুযোগ থাকত তাহলে কি আর মানুষ জমিজমা বিক্রি করে ভারতে যেত চিকিৎসা করতে ?বড় লোকরা কি সিঙ্গাপুর ব্যাংকক লন্ডন দৌড়াত? আমাদের ডাক্তারদের কাছে বিরাট সুযোগ রয়েছে একই সাথে টাকা কামাই করার ও জনসেবা করার । মানুষের ভালোবাসা পাওয়ার। কিন্তু তারা সেই মহাশক্তিকে ইচ্ছা করে হাত ছাড়া করছে । মানুষকে বঞ্চিত করছেন, দেশকে বঞ্চিত করছেন । দেশের লাখ লাখ টাকা চলে যাচ্ছে চিকিৎসার জন্য বিদেশে যেতে।

১১| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৬

বলেছেন: হায় হায়!!!!
মকছেদকে নাাকি ডাক্তার বাবুকে জ্বীনে ধরেছে!!

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের ডাক্তাররা বড়ই চালু ও করিৎকর্মা। মাত্র ৪৬ সেকেন্ডে রোগী দেখে প্রেসক্রিপশন দিয়ে দেন । এত চালু ডাক্তার সারা পৃথিবীতে বিরল।

১২| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:১৬

জুন বলেছেন: সহ ব্লগার চাঁদগাজীর তরিকা অনুসরণ করিলে শীঘ্রই মোকছেদের সকল মকছুদ পুরা হইবে বলিয়া আমার দৃঢ় বিশ্বাস B-)

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পানি পড়া , ছাই পড়া, তেল পড়া , তাবিজ-কবজ ইত্যাদি আমার দেখা জীবনের সেরা চিকিৎসা। এর কোন বিকল্প পৃথিবীতে এখনও আবিষ্কৃত হয়নি। বিফলে মূল্য ফেরত।

১৩| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে আগেও দেখেছি। আমার সন্দেহ হচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবে এটা করেছে কিনা। এখন অনেকেই কাগজে নিজে নিজে প্রশ্ন উত্তর লিখে ফেসবুকে মজা নেয়। এটাও সেরকম কিনা কে জানে...

যাই হোক ডাক্তারদের হাতের লেখা নিয়ে আরেকটা ফান -

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার দেওয়া ছবিটি অসাধারণ হয়েছে । তবে আপনার মন্তব্যের তথ্য সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি । ডাক্তারদের কাছ থেকে তাদের সরকারি প্যাড চুরি করে এনে এজাতীয় প্রেসক্রিপশন লিখতে পারবে এমন কবিরাজ দেশে নাই বললেই চলে।

১৪| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন:

চাঁদগাজী বলেছেন:


এই কাগজখানাই ঔষধ, ইহা আসলে তাবিজ; ইহাকে রৌপ্যের তৈরি মাদুলীর ভেতর রেখে, মাদুলীর মুখ বন্দ্ধ করতে হবে সুন্দর বনের মোম দিয়ে; অতপর, বাম বাহুতে সুতা দিয়ে বেঁধে দিলে, মকছেদের সাথে উনার রোগের জীবনাবসান হবে।

২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন চাঁদ গাজী সাহেব এক জন বিদগ্ধ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা । আমার কাছে উনার মন্তব্যের অনেক গুরুত্ব রয়েছে । তাঁর মন্তব্য সব সময় সম্মানের চোখে দেখি।

১৫| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


মা.হাসান বলেছেন, " বৃহত্তর ফরিদপুর জেলায় একজন জাগ্রত পীরের মাজার আছে। "

-রাজাকার গোলাম আজমের অভাব অনুভব করছেন?

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ওনার মন্তব্যের মর্মার্থ অনুধাবন করিতে ব্যর্থ হইয়াছি।
উনি মনে হয় এক জন পন্ডিত ব্যক্তি।

১৬| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,




মকছেদের এখন আর কিছু করার নেই। সহব্লগার চাঁদগাজীর মতোই বলতে হয় - শুধু ঐ কাগজখানা ধুঁয়ে তার পানি খেতে পারে.......... :(

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন চাঁদ গাজী সাহেব এক জন বিদগ্ধ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা । আমার কাছে উনার মন্তব্যের অনেক গুরুত্ব রয়েছে । তাঁর মন্তব্য সব সময় সম্মানের চোখে দেখি।

মকছেদ তো একটি রূপক চরিত্র মাত্র ।বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের রূপক চিত্র।

১৭| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রেসক্রিপশনে লেখা আছে, ওরে মদন, তাবিজ কবজ পানি পড়া এসব থাকতে আমার কাছে এসেছিস কেন?

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন হেনা ভাই আপনি এই প্রেসক্রিপশন এর পাঠোদ্ধার করতে পেরেছেন ইহ্য বড়ই আনন্দ দায়ক কথা। আপনি কোটি কোটি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনাকে অভিবাদন ও সালাম।

১৮| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:১২

ঢাকার লোক বলেছেন: ঐসকল স্বাস্থকেন্দ্রে ঔষধই থাকে তিন রকমের, জ্বর, পেটের ব্যথা, এবং অন্যান্য ! ডিস্পেন্সারির কর্মচারীও জানে, নাম লাগেনা, ১ নম্বর ২নম্বর দেখলেই বুঝে কোন ঔষধ, এবং তাই দিয়ে দেয় !

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের বেশিরভাগ সমস্যার মনে হচ্ছে পেট আর ---। এই দুইটি মূল সমস্যা। বেশিরভাগ রোগ ঈ হয় পেটের কারনে। তাই খুব বেশি ওষুধ থাকার প্রয়োজন আছে বলে উনারা মনে করেন না। তারা সঠিক ।

১৯| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: ছি ছি ছি ছি ছি

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনারা ব্যর্থ বলিয়াই ভারতের ডাক্তাররা সফল। রোগীরা জমিজমা বিক্রি করে দো
দলে দলে ভারতে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে আসে। তবে দেশের টাকা বিদেশে চলে যায় । এটা খারাপ।

২০| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:৪০

কানিজ রিনা বলেছেন: ডাক্তাররা এত প্রকার ঔষধের নাম বানান
মুখস্ত থাকে না।

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বর্তমানে বেশিরভাগ ডাক্তাররাই কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন। কম্পিউটারে রোগীর তথ্য সংরক্ষণ করেন । এত কিছু মনে রাখার দরকার ও নাই।

২১| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: এসব মনে হয় কোন সাংকেতিক নাম-টাম হবে, যা শুধু ঐ ডাক্তার আর সংশ্লিষ্ট ফার্মেসীওয়ালাদের জানা আছে, আর কারো নেই।

২৮ শে জুন, ২০১৯ রাত ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এইসব প্রেসক্রিপশন মূলত রোগীদের প্রতি ডাক্তারদের দায়িত্বে অবহেলা ও অবজ্ঞার বহিঃপ্রকাশ । আমার মনে হয় এর বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধের প্রয়োজন আছে।

২২| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও আল্লাহ এইগুলা কোনদেশি ভাষা!! ডাক্তার সাব কি বাংলাদেশী!!

২৯ শে জুন, ২০১৯ সকাল ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালাই সবচেয়ে ভালো জানেন। আমরা কিভাবে জানবো।

২৩| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৫

মাহমুদুর রহমান বলেছেন: এদেশে অধিকাংশ ডাক্তার রাই কাগজে কলমে মূর্খ।

২৯ শে জুন, ২০১৯ সকাল ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের ডাক্তার ভদ্রলোকেরা ক্ষেত্র বিশেষে কিছুটা অহংকারীও হয়ে থাকেন। কিন্তু এটা তাদের কাছ থেকে আমরা আশা করিনা।

২৪| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মুক্তা নীল বলেছেন:
সাজ্জাদ ভাই ,
আমি আপনার ভাই হই না ,বোন হই । আর ভুল করবেন
না । ঠিক আছে, মনে থাকবে ?
ভাল থাকুন ভাই সব সময় ।

২৯ শে জুন, ২০১৯ সকাল ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুঃখিত আপু। আসলে নিকনেম দেখে বোঝার উপায় নেই কে ভাইয়া আর কে আপু।

২৫| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: যে লিখেছে, উনাকে গুলি করা যায় না.... X((

২৯ শে জুন, ২০১৯ সকাল ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গুলি করার দরকার কি ? আর গুলি করবেইবা কে? উনারা সংশোধিত হয়ে গেলেও তো ল্যাঠা চুকে যায় । তাহলে তো আর কোন সমস্যা থাকে না।

২৬| ২৮ শে জুন, ২০১৯ রাত ১:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ডাক্তারদেরকে ঔষধের পুর্ণ নাম সহ টাইপ করা
প্রেসক্রিপসন দেয়ার জন্য আইনী বাধ্যবাধকতা করা হোক ।
ধন্যবাদ গুরুত্বপুর্ণ বিষয়ে পোষ্ট দানের জন্য ।
শুভেচ্ছা রইল

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আমার ব্যক্তিগত ধারণা, ডাক্তারদের কম্পিউটার ব্যবহার করা উচিত। সম্ভব হলে তাদের ব্যক্তিগত সফটওয়্যার ব্যবহার করা উচিত । এর মাধ্যমে তারা রোগীর সব ধরনের তথ্য জমা রাখবেন। তুই থেকে খুব সহজেই প্রেস্ক্রিপশন করতে পারবেন অথবা ইমেইলও করে দিতে পারবেন।

২৭| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ণণ

২৮| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে এগিয়ে দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.