![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়া তার লক ডাউনের মেয়াদ আরেক দফায় দুই সপ্তাহ বৃদ্ধি করেছে। এখন এটা চলবে 12 ই মে পর্যন্ত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন লকডাউন তথা এমসি্ও এর মেয়াদ আরো দুই সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
লকডাউন এর মেয়াদ 28 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।
গত 18 মার্চ সর্বপ্রথম লকডাউন ঘোষণা করা হয়।
দুই সপ্তাহ হিসাবে দুই দফায় এটা বৃদ্ধির ঘোষণা করা হয়।
মালয়েশিয়াতে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসলেও তা ৩০ এর নিচে নামেনি । সর্বশেষ কম আক্রান্তের সংখ্যা ছিল ৩৬। কয়েক দফায় মেয়াদ বৃদ্ধি করাতে মানুষজন কিছুটা হলেও অস্থির হয়ে উঠেছে ।
রাস্তায় এখন প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করতে দেখা যায়।
আজ 23 এপ্রিল এখানে নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে মোট। ৯০ জন। আজ মারা গেছে মোট ২ জন। পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৫,৬০৩জন। সর্বমোট মারা গেছে ৯৫ জন।
জন
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি নিজেই এক হতভাগা শ্রমিক। তাই ধারনা দিতে ইচ্ছা করে না।
শুধু একটা জিনিসই জানি। সেটা হচ্ছে, শ্রমিকরা হচ্ছে আধুনিক দাস। পৃথিবীতে মানুষের একটাই জীবন । অথচ তাদের পুরো জীবনটাই কাটলো পরিবার-পরিজন বিহীনভাবে অন্য দেশে । শ্রমদাস হিসেবে শ্রম বিক্রি করে।
২| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি নিজেই এক হতভাগা শ্রমিক। তাই ধারনা দিতে ইচ্ছা করে না।
শুধু একটা জিনিসই জানি। সেটা হচ্ছে, শ্রমিকরা হচ্ছে আধুনিক দাস। পৃথিবীতে মানুষের একটাই জীবন । অথচ তাদের পুরো জীবনটাই কাটলো পরিবার-পরিজন বিহীনভাবে অন্য দেশে । শ্রমদাস হিসেবে শ্রম বিক্রি করে।
৩| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
শেখ পরিবার, জিয়া পরিবার ও এরশাদ পরিবারের অবদান।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এইসব শ্রমিকরা জানেও না যে তারাও মানুষ। তারাও মানুষ , তাদেরও সাধ আহ্লাদ আছে।
৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩
ডার্ক ম্যান বলেছেন: এখনো ট্রাম্পের বাতাস গাঁয়ে লাগেনি
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই করোনা সংকটের মধ্যে গায়ে বাতাস লাগিয়ে বেড়ালে তো চলবে না।
৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: মাকান হাতিমায়া পানা ছু।
বলেন তো মালোশিয়ান ভাষায় কি বললাম?
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয় ভাষা ল্যাটিন হরফে লিখতে হয় । বাংলা হরফে লিখলে অনেক কিছু বুঝা যায় না।
সম্ভবত কলিজা খাওয়ার কথা বলা হয়েছে।
৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশী কতজন মারা গেল ।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কোন বাংলাদেশী এখনো করোনায় মারা যায় নাই।
৭| ২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০২
Chill Guy Clicker বলেছেন: The objective of Chill Guy Clicker, a clicker game, https://chillguyclickers.com is to tap in order to gain points and unlock different improvements. The game's protagonist is Chill Guy the Dog.
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মালয়েশিয়ার বাংগালী শ্রমিকদের সম্পর্কে কোন ধারণা দিচ্ছেন না কেন?