নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রশস্ত ফুটপাতে শুয়ে থাকা নগ্ন লোকটি। ****************************

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

আজ সকাল সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে রওনা হয়ে শাহজাহানপুরে অবস্থিত নন্দীগ্রাম ভূমি অফিসের দিকে যাচ্ছিলাম ।

নয়াপল্টনে অবস্থিত বিএনপি অফিসের একটু সামনে গেলেই কেন্দ্রীয় পুলিশ হসপিটাল বা সিপিডি অবস্থিত । সি পি ডি এর মেইন গেটের সাথে ফুটপাতে একটি বিব্রতকর দৃশ্য দেখলাম- একটি মধ্য বয়সী ব্যক্তি পুরোপুরি নগ্ন হয়ে সম্ভবত ঘুমিয়ে আছে।

আশেপাশে অনেক স্কুল কলেজ ও আছে - এইসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও এখান দিয়ে যাওয়ার সময় সম্ভবত খুবই বিব্রত হবে।

এখানে দায়িত্বশীল কেউ কি নেই আশেপাশে যারা অন্তত এই বিষয়টার একটা সুরাহা করতে পারে।

প্রচন্ড শীতের মধ্যে একজন মানুষ এভাবে শুয়ে থাকবে কেন?
হতে পারে সে মানসিকভাবে অসুস্থ।

বিষয়টি দেখার মত কেউ কি আসলেই নেই এই শহরে!?

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কে রাখে কার খবর।

বড়ই আচানক।
আফসোস!

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষের মানুষের জন্য।
খবর তো রাখতেই হবে।
বাড়ির কাছে আরশী নগর।
সেথায় এক ঘর পরশী বসত করে।
তার খবরও রাখতে হবে।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

নয়ন বড়ুয়া বলেছেন: সবাই সবার কাজে ব্যস্ত। আপনিও চাইলে ব্যবস্থা নিতে পারতেন। কিংবা ৯৯৯ এ কল দিয়ে ছোট্ট একটা অভিযোগ জানাতে পারতেন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি এক জন রোগী মানুষ।
কয়েক দিনে আগে কথা বলতেও কষ্ট হতো।
এখন সাহস করে বাইরে হাটাহাটি করি।
ঘটনার স্থানটি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেইন ফটকের ফৃটপাতে।
তাদের কি কোন দায় নেই?
নাকি সব দায় আমার??

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬

সোনাগাজী বলেছেন:


এজন্য দরকার ১টি সোস্যাল ওয়েলফেয়ার গঠন করা; আপনি তো এখন চাকুরী করছেব না, ইহা করা যায় কিনা দেখেন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনে বাঁচলে বাপের নাম প্রবাদটি নিয়ে আমি আপাতত কাজ করছি।
নতুন এক জন ডাক্তারের খোঁজ করছি। অনকোলজিস্ট দেখাবো ঠিক করেছি।
কিন্তু ভরসা করার মতো কাউকে পাচ্ছি না।

আমার সার্বিক অবস্থা ভালো থাকলে আমি কিছু একটা করার চেষ্টা করতাম। কিন্তু সমস্যা হচ্ছে- বাংলাদেশে কিছু একটা করা এতো সহজ নয় । দেশের বাইরে কিছু একটা করতে চাইলে অন্তত চেষ্টা করা যায় । বাংলাদেশে চেষ্টা করাও অকল্পনীয়।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৫

জনারণ্যে একজন বলেছেন: সোনা - এই ব্লগে আমার দেখা “ভার্চুয়ালি” সবচেয়ে সমাজ সচেতন ব্যক্তি।

আপনার জায়গায় উনি থাকলে “ভার্চুয়ালি” নগ্ন মানুষটাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যেতেন।

ভার্চুয়ালি মিনস - মনে মনে নিয়ে যাওয়ার কথা ভাবতেন, কিন্তু কখনোই নিতেন না। এক কাপ চা খাইয়া, একটা বিড়ি ধরায়া সবকিছুর জন্য অন্য মানুষকে দায়ী করে, কি করা উচিত এবং কি করা উচিত নয় - এই গভীর চিন্তায় নিমগ্ন হয়ে, পশ্চাৎদেশ চুলকাইতে চুলকাইতে নির্বিকারচিত্তে চলে যেতেন।

অনলাইনে রাজা-উজির যারা মারেন, এইটা ওনাদের কমন অভ্যাস।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি তো দেশেই আছেন।
আপনি কি কি করতে পারেন তার একটা তালিকা তো প্রণয়ন করতে পারেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩৫

আলামিন১০৪ বলেছেন: আশেপাশের লোকজন বিব্রত হবে এই জন্য বুঝি তাকে কাপড় পরাতে হবে? তার প্রতি একবিন্দু মমতা জাগ্রত হলোনা? আফসুস

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি পাষান হৃদয়ের মানুষ।
আমার মায়ামমতার কোন বালাই নেই।
আমাকে সীমারের খালাতো কিংবা চাচাতো ভাই ও বলতে পারেন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন:
আপনি তো দেশেই আছেন।
আপনি কি কি করতে পারেন তার একটা তালিকা তো প্রণয়ন করতে পারেন

— ওহ আচ্ছা, আমি নিজেও অবশ্য জানতাম যে দেশে আছি| নিজের সম্পর্কে নতুন তথ্য জেনে হালকা পুলকিত|

— আপনারা ব্লগে লিখে লিখে দেশ ও জাতি উদ্ধারের দায়িত্ব নিয়েছেন, আপনারাই করুন| আমি নাদান মানুষ

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার যা খুশী করুন।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন:

আমি এক জন রোগী মানুষ।
কয়েক দিনে আগে কথা বলতেও কষ্ট হতো।
এখন সাহস করে বাইরে হাটাহাটি করি।
ঘটনার স্থানটি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেইন ফটকের ফৃটপাতে।
তাদের কি কোন দায় নেই?
নাকি সব দায় আমার??





আমি কারও দোষ বলিনি। অবশ্যই সবার দায় আছে। কিন্তু আমাদের দেশ সম্পর্কে তো আপনার অজানা থাকার কথা নয়। এই দেশে নিজের দ্বায়িত্ব পালন করা তো দূরে থাক, অন্যকেউ দ্বায়িত্ব পালনে স্থির হলে, তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করে দেয়। তাছাড়া বাংলাদেশে যে হারে টাউট, বাটপারে ভরা। ছদ্মবেশে ভিক্ষা করে। ছদ্মবেশে বিপদের বাহানায় সাধারণ জনগণ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই সাধারণ জনগণ একের পর এক ধরা খেয়ে, অপরিচিত জনরা বিপদের বাহানায় বিশ্বাস ভেঙ্গে, সেই করুণা, মায়া, মমতা হারিয়ে ফেলে। যার কারণে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাস্তায় কার কী হলো, এসবে পাত্তা দেয় না। আর প্রশাসনকে উপর থেকে যতক্ষণ কেউ ঠেলা দেবে না, ততক্ষণ প্রশাসনেরও টনক নড়ে না। এখন উপর থেকে ঠেলা যে দেবে, উপরে তো বলতে হবে। কিন্তু এই উপরে বলারও মানুষ নাই। কে শুধু শুধু প্রশাসনের কাছে গিয়ে হয়রানির স্বীকার হবে?

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনার হজম হচ্ছে ঠিক মতো? আমার মনে হয়, আপনার কোন ধরণের ক্যান্সার হয়নি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার ধারণা,
আমি ২০২৫ দেখতে পাবো না।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: পুরো ঢাকা শহর জুড়ে পুরোপুরি উলঙ্গ লোকের সংখ্যা অনেক।
আগাও গাও, গুলিস্তান, সদরঘাট, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি শ্যামপুর ইত্যাদি এলাকায় উলঙ্গ লোক আছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এমন দেশ তো আমরা চাই না।
আমাদের দেশ হবে সুন্দর। অনেক সুন্দর।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

বিজন রয় বলেছেন: আফসোস!! বড়ই আচানক!!

৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো থাকুন সব সময়।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫

যাযাবর১১১ বলেছেন: জনারণ্যে একজন বলেছেন: সোনা - এই ব্লগে আমার দেখা “ভার্চুয়ালি” সবচেয়ে সমাজ সচেতন ব্যক্তি।

আপনার জায়গায় উনি থাকলে “ভার্চুয়ালি” নগ্ন মানুষটাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যেতেন।

ভার্চুয়ালি মিনস - মনে মনে নিয়ে যাওয়ার কথা ভাবতেন, কিন্তু কখনোই নিতেন না। এক কাপ চা খাইয়া, একটা বিড়ি ধরায়া সবকিছুর জন্য অন্য মানুষকে দায়ী করে, কি করা উচিত এবং কি করা উচিত নয় - এই গভীর চিন্তায় নিমগ্ন হয়ে, পশ্চাৎদেশ চুলকাইতে চুলকাইতে নির্বিকারচিত্তে চলে যেতেন।

অনলাইনে রাজা-উজির যারা মারেন, এইটা ওনাদের কমন অভ্যাস।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ধন্যবাদ ।
আপনিও তো অনলাইনে বিশাল একটা বক্তৃতা দিয়ে ফেললেন।
আফসোস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.