নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
ধর্ম আছে কয়েক হাজার
************************
পৃথিবীতে মানব জাতির আবির্ভাবের অনেক পরে ধর্ম সৃষ্টি হয়েছে।
অতি প্রাচীন কালে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে। মানুষ বসবাস করত ছোট ছোট গোত্র নিয়ে । হোলির খুবই ক্ষুদ্র একটা এলাকাই ছিল এক জন মানুষের জন্য জগত । সেহেতু ধর্ম তৈরি হয়েছে অসংখ্য।
সব ধর্মের মধ্যে কমন একটি বৈশিষ্ট্য রয়েছে । প্রতিটি ধর্মের অনুসারী মনে করে যে তার ধর্মই সত্য। বাকি ধর্মগুলো সত্য নয় । এবং তার ধর্মই সেরা।
বর্তমানে বিশ্বে প্রায় ৪,৩০০ ধর্ম রয়েছে।
বিশ্বের জনসংখ্যার প্রায় 75 শতাংশ পৃথিবীর পাঁচটি প্রভাবশালী ধর্মগুলির মধ্যে একটি অনুশীলন করে: বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম এবং ইহুদী ধর্ম।
খ্রিস্টান ও ইসলাম বিশ্বজুড়ে বিস্তৃত দুটি ধর্ম। এই দুটি ধর্ম মিলিয়ে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ধর্মীয় অনুষঙ্গকে অন্তর্ভুক্ত করে। সমস্ত অ-ধর্মীয় লোকেরা যদি একক ধর্ম গঠন করে, তবে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে।
বিশ্বের ২০ টি বৃহত্তম ধর্ম এবং তাদের বিশ্বাসীর সংখ্যা হ'ল:
খ্রিস্টধর্ম (২.১ বিলিয়ন)
ইসলাম (১.৩ বিলিয়ন)
ননরিলিগিয়াস (ধর্মনিরপেক্ষ / অজ্ঞেয়বাদী / নাস্তিক) (১.১ বিলিয়ন)
হিন্দু ধর্ম (৯০০ মিলিয়ন)
চীনা সনাতন ধর্ম (394 মিলিয়ন)
বৌদ্ধধর্ম 376 মিলিয়ন
আদিম আদিবাসী (300 মিলিয়ন)
আফ্রিকান traditionalতিহ্যবাহী এবং ডায়াস্পোরিক (100 মিলিয়ন)
শিখ ধর্ম (২৩ মিলিয়ন)
জুচ (19 মিলিয়ন)
প্রেতচর্চা (15 মিলিয়ন)
ইহুদী ধর্ম (14 মিলিয়ন)
বাহাই (৭ মিলিয়ন)
জৈনধর্ম (৪.২ মিলিয়ন)
শিন্টো (৪ মিলিয়ন)
Cao Dai (4 মিলিয়ন)
জোরোস্ট্রিয়ানিজম (২.6 মিলিয়ন)
টেনরিকো (২ মিলিয়ন)
নব্য-পৌত্তলিকতা (1 মিলিয়ন)।
জ্ঞান-বিজ্ঞানের ক্রমাগত উন্নতি এবং মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পৃথিবীতে ধর্মের প্রভাব কমে আসবে।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানব জাতির বয়স প্রায় ৩ লক্ষ বছর।
আর ইসা নবীর বযস মাত্র ২০২৪ বছর বা এর চেয়ে সামান্য কম বেশী হতে পারে।
সেই বিবেচনায় হজরত আদম আঃ এর বয়স ৩০০০ বছর বা এর চেয়ে সামান্য কম বা বেশী।
হজরত আদম আঃ সাহেব অনেক বছর আগে শ্রীলঙ্কার এ্যাডাম পিকে অবতরণ করেন। আর তার স্ত্রী বিবি হাওয়া বেগম অবতরণ করে জেদ্দা নামক স্থানে। তার পর তাদের দেখা হয়। তারা ঘর সংসার শুরু করে দেন।
কিন্তু মাত্র ৩০০০ বছরে আদম আঃ সাহেবের বংশধরেরা কি করে ৮০০ কোটি ছাড়িয়ে গেল ! এটা একটা বিরাট ভাবনার বিষয়।
২| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: ধর্ম ও রাষ্ট্র শোষণের হাতিয়ার।সমস্ত শোষকরা ধর্মের পক্ষে।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম তৈরী করেছে রাজা শ্রেণীর মানুষ ও তাদের পোষা পুরোহিতরা।
সাধারণ মানুষকে বশে রাখার জন্য ধর্মের মতো সুন্দর হাতিয়ার আর হতে পারে না।
৩| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫১
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু আপনার ধর্মই একমাত্র সত্য ধর্ম, বাকিগুলো ভুঁয়া।
০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সুবাহানা তায়ালার মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম।
ইহা একটি পরিপূর্ণ জীবন বিধান। বাংলাদেশের রাষ্ট্র ধর্মের নাম হচ্ছে ইসলাম।
৪| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বড়ই আচানক।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম সত্যি এক আচানক ও বিচিত্র জিনিস। এই জিনিসকে কেউ কেউ আবার মডারেট আকারে প্যাকেটজাত করে বাজারে ছাড়তে চায়। ধর্মের মধ্যে মডারেট ফডারেট বলে কিছু নেই ।
ধর্ম পুরোপুরি মৌলিক একটা জিনিস। মানলে তালগাছ আর না মানলে বালগাছ।
৫| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৬
সোনাগাজী বলেছেন:
ধর্ম হচ্ছে, আদি মানুষের লিখিত সোস্যাল সায়েন্স।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিন্তু নির্মম বাস্তবতা হচেছ- আধুনিক এই বিশ্বে ধর্মের শক্তি অনেক বেড়ে গেছে। মানুষ ধর্মের জন্য এখন আগের চেয়ে বেশী আত্নত্যাগ করছে।
সাধ আহলাদ সব বিসর্জন দিচ্ছে।
ধর্মের সব চেয়ে বড় প্রাপ্তি মৃ্ত্যুর পর। সেখানে পাওয়া যাবে স্বর্গ- যেখানে নির্ঝরনী সমূহ প্রবাহিত। আর থাকবে খাদ্য ও হুর-গেলমান।।
৬| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৫
জ্যাক স্মিথ বলেছেন: একজন নাস্তিক আর একজন ধার্মীকের মধ্যে পর্থক্য মাত্র ১%, যেমন একজন ধার্মীক ১০০ টা ধর্মের মধ্যে নিজেরটা ছাড়া বাকি ৯৯ টা ধর্মকেই ভুঁয়া মনে করে, আর একজন নাস্তিক ১০০ টাকে ভুঁয়া মনে করে।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন আস্তিকের কোন বই পড়ার দরকারে নই। আর পড়লেও আল কোরআন ও হাদিস পড়লেই হয়।
এক জন নাস্তিককে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। তাকে হতে হয় বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী। তাকে প্রচুর পরিমাণে হাদিস ও কোরআন উত্তমরুপে বুঝে পড়তে হয়।
আস্তিক খুব সহজেই হওয়া যায়। নাস্তিক হওয়া এতো সহজ ব্যাপার নয়।
জগতের সকল আস্তিক জান্নাত নসিব হোক। হুর-গেলমান নিয়ে মওজ মাসি্ত করতে থাকুন।
সকল নাস্তিক নিপাত যাক।
নাস্তিকের খ্যাতা পুড়ি!
৭| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:২২
জ্যাক স্মিথ বলেছেন: সে অর্থে প্রতিটি ধার্মিকই ধর্ম অবমাননার দায়ে দোষী, একজন নাস্তিক তাদের চেয়ে মাত্র ১% ধর্ম অবমাননা বেশি করে।
বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে অন্যন্য ধর্ম নিয়ে ব্যপক হাসি তামাশা করা হয়, কুৎসা রটানো হয়।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওয়াজ আমার খুবই প্রিয়।
যখন আমার খুব মন খারাপ থাকে তখন ওয়াজ শুনি।
আমার মন ভালো হয়ে যায়।
অসাধারণ ওয়াজ! শুনুন । মজা পাবেন।
৮| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৫
শেরজা তপন বলেছেন: কামাল১৮ বলেছেন: ধর্ম ও রাষ্ট্র শোষণের হাতিয়ার।সমস্ত শোষকরা ধর্মের পক্ষে।
নন রিলিজিয়াস মন্ত্রে বিশ্বাসী সমাজতন্ত্রের মুলনীতি যদিও শোষন সমর্থন করে না তবুও পৃথিবীর সব সমাজতান্ত্রিকরাই শেষ পর্যন্ত শোষক হয়েছে।
রাষ্ট্র ও রাজনীতিই শোষনের হাতিয়ার। ধর্ম এর বর্ম মাত্র।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম খুবই ভালো জিনিস।
ধর্ম আছে বলেই না আমরা ভাত-কাপড় না পেলেও একটা শান্তনা পাই যে , মরলে তো জান্নাত যাইয়াম।
এটাই বা কম কিসে।
৯| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৯
রানার ব্লগ বলেছেন: ধর্ম একটি উপাদান মাত্র, মানুষ কে শোষন করার।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম একটি বিশ্বাস মাত্র।
এই বিশ্বাস দরিদ্র মানুষকে দেয় শান্তি।
মরার পরে অপার শান্তি আর মওজ মাস্তির নিশ্চয়তা।
এ কারণেই ধর্ম মানুষের কাছে এতো প্রিয়।
১০| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
কয়েক হাজার ধর্ম থাকতে পারে,তবে কয়েক হাজার পদের বিজ্ঞান নেই।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিজ্ঞানেও অনেক শাখা প্রশাখা।
এখন প্রচুর পরিমাণে হাসপাতালে যেতে হয় আমাকে।
কত ধরনের লজি যে আছে সেটা দেখলে অজ্ঞান হবার যোগাড়। জ্ঞান বিজ্ঞানের কোন সীমাবদ্ধতা নেই। ধর্মের সীমা আছে।
১১| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৮
ধুলো মেঘ বলেছেন: জ্যাক স্মিথ, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলে অন্য ধর্ম নিয়ে কুৎসা রটনা করা হয়না বা হাসি তামাশা করা হয়না। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনি যেহেতু একটা ভয়ংকর মিথ্যা অভিযোগ করেছেন, আপনার দায়িত্ব আমার চ্যালেঞ্জ গ্রহণ করা। প্রমাণ দিন কোন ওয়াজে অন্য ধর্মের কুৎসা বা হাসি তামাসা করা হয়েছে?
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মেঘ সাহেব, আপনি ওয়াজ শুনেন না।
প্রচুর ওয়াজ শুনুন।
১২| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৪
ধুলো মেঘ বলেছেন: আমি প্রচুর ওয়াজ শুনি। ওয়াজীরা একজন আরেকজনের নামে কুৎসা রটনা করে, হাসাহাসি করে, কিন্তু অন্য কোন ধর্মের অবমাননা করেনা। আচ্ছা আপনি যদি পারেন, তাহলে একটা ভিডিও লিঙ্ক দেন দেখি পারেন কিনা!
১০ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ধারণা, আপনি মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন না ।
আমি মনোযোগ দিয়ে শুনি এবং তাদের কথাগুলো অনুধাবন করার চেষ্টা করি।
১৩| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৩
নতুন বলেছেন: নেটফ্লিক্সে রেয়াল নামের নতুন ধর্ম এবং ধর্মগুরু রেয়াল সম্পর্কে চমতকার একটা সিরিজ দেখলাম।
একজন সাধারন মানুষ থেকে কিভাবে তিনি রেয়াল হোলেন সেটা নিয়ে এই সিরিজ।
https://www.imdb.com/title/tt30811429/
দেখুন ভালো লাগবে...
অবাক হবেন যে এই জামানায়ও কত মানুষ এই ধর্মে বিশ্বাসী।
১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম অনেক বৈচিত্রপূর্ণ জিনিস।
মানুষের ছাগলামী জানতে চাইলে ধর্মের প্রয়োজন আছে।
তবে শিক্ষিত জাতির জন্য ধর্ম খুবই একটা গুরুত্বপূর্ণ কোন বিষয় না।
১৪| ১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০১
রানার ব্লগ বলেছেন: ধুলো মেঘ বলেছেন: জ্যাক স্মিথ, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলে অন্য ধর্ম নিয়ে কুৎসা রটনা করা হয়না বা হাসি তামাশা করা হয়না। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনি যেহেতু একটা ভয়ংকর মিথ্যা অভিযোগ করেছেন, আপনার দায়িত্ব আমার চ্যালেঞ্জ গ্রহণ করা। প্রমাণ দিন কোন ওয়াজে অন্য ধর্মের কুৎসা বা হাসি তামাসা করা হয়েছে?
কয়টা লাগবে ?
https://www.youtube.com/watch?v=mHcFdcTkKlI
https://www.youtube.com/watch?v=Fu1hif2KMIg
১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি ধর্ম প্রাণ মানুষ ।
উনার সাথে আপনার মিলবে না।
১৫| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: ধর্ম এবং ধার্মিক দুটাই আমি খুব অপছন্দ করি।
১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম খুবই ভালো জিনিস।
ধর্ম আছে বলেই অনেক উপাসনালয় তৈরী হয়েছে।
পৃথক পেশা তৈরী হয়েছে।
হুজুর তৈরী হয়েছে।
মাদ্রাসা তৈরী হয়েছে।
দেশের জন্যও ধর্মের দরকার আছে।
বাংলাদেমের রাষ্ট্রধর্ম ইসলাম।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানব জাতির মধ্যে যারা আদমের বংশধর পৃথিবীতে ধর্মসাথে করেই তাদের যাত্রা শুরু হয়েছে। পূর্বে মানব আকৃতির যে জাতিকে মানব জাতি মনে করা হয় আদম বংশের পূর্বে তাদের বিনাশ ঘটেছে।