নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আপনি কোনটা চান? ঘৃণা , নাকি ভালোবাসা?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: এরকম অনেক ঘৃণা আওয়ামী লীগ ছড়িয়ে B-) ছিল মানুষের মনে। দেশের এখন বড়ো ধরণের সংস্কার দরকার।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‌এগ্লা আগে কইতে পারলেন না...। সময় তো কম ছিল না । ষোল বছর

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

এ পথের পথিক বলেছেন: জ্বালা জ্বালা অন্তরে জ্বালা
আফসোস লীগের আজ বড় জ্বালা ।
ভাঙছে ৩২, কাদছে লীগ ।
ফ্যাসিবাদের মূলোৎপাটন
করবে বাংলার জনগন ।

আপনারাই সংজ্ঞা তৈরি করেন, আবার আপনারাই সম্পাদনা করে নিজের দিকেই নেন, সেলুকাস ভাই । তালগাছ আপনাদেরই । আম্লিক ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরকম অনেক ঘৃণা আওয়ামী লীগ ছড়িয়ে

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: গোলামের পুতেরা করলো কি!!!!
ছিঃ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঘৃণার জন্মই হয়েছে আম্লিগ থেকে।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: দেশকে ভালবে বত্রিশ দিলাম বলি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.