![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ০৪ ঠা মে, ২০২৫ ভোর ৫:৫৫
যামিনী সুধা বলেছেন:
কৃষিতে কিছু করতে চান? ইহা জাতির অর্ধেক মানুষের বেঁছে থাকার সেক্টর
৩| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি কোনোদিন কৃষি কাজ করেছেন? নাকি করবেন বড় ভাই? আপনি দেশে আসুন। দুই ভাই মিলে চাষবাস করি।
৪| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ৯:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কয়টা মোরগ-মুরগী পালনের মাধ্যমে আমি কৃষির সাথে যুক্ত আছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ৩:১৪
জনারণ্যে একজন বলেছেন: ও আইচ্ছা।
জেনে ধন্য হলুম। আর দুই লাইনের পোস্টের যে গভীরতা, ঐটা মাপার সক্ষমতা আমার নাই। তাই আপাতত ক্ষমা চাইয়া বিদায় নিলাম।