![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ০৫ ই মে, ২০২৫ রাত ২:২৭
জনারণ্যে একজন বলেছেন: জি, আচ্ছা - লাগামু (শব্দটিকে ভিন্নার্থে না নিলে খুশি হব)।
৩| ০৫ ই মে, ২০২৫ রাত ২:৩৫
জনারণ্যে একজন বলেছেন: বাই দ্যা ওয়ে, সাজ্জাদ - আমার বাড়ির টোটাল লট .৩৬ একরের।
আর কি কি লাগানো যায় আইডিয়া দিয়েন। শব্দটিকে আবারো ভিন্নার্থে না নেয়ার অনুরোধ রইলো। কিন্তু হায়! ব্লগের বিকৃতমস্তিষ্ক চাপাবাজ টাউটরা কি আর আমার এ অনুরোধ রাখবে।
শুয়োরের নজর যেমন কচুর দিকে, এদের নজরও বিশেষ এক দিকে।
৪| ০৫ ই মে, ২০২৫ রাত ৩:১৬
যামিনী সুধা বলেছেন:
এগুলোর জন্য জাতিকে উৎসাহ দেয়ার দরকার।
৫| ০৫ ই মে, ২০২৫ ভোর ৬:২২
কামাল১৮ বলেছেন: আমি দশতলায় থাকি।বেলকনিতে মরিচ ও টমেটো লাগিয়ে সারা গ্রীষ্ম কাল চলে যায়।
৬| ০৫ ই মে, ২০২৫ সকাল ৯:১৫
রানার ব্লগ বলেছেন: চাড়টা মুরগি পালতে পারেন ডিমের চাহিদা পুরনে। কাঠ জাতীয় গাছ না লাগিয়ে ফলজ গাছ লাগান।
৭| ০৬ ই মে, ২০২৫ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: আমি চাষবাস করিব না।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ রাত ২:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
যথার্থ বলেছেন।
পৃথিবীতে সবচেয়ে মানবিক ধর্মের নাম “কৃষি ধর্ম”। - সময় ও সুযোগ হলে আমি এই বিষয়ে লিখবো।