নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বাজারে খরচ কমাতে পারেন

০৫ ই মে, ২০২৫ রাত ১:৪৬

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৫ রাত ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



যথার্থ বলেছেন।
পৃথিবীতে সবচেয়ে মানবিক ধর্মের নাম “কৃষি ধর্ম”। - সময় ও সুযোগ হলে আমি এই বিষয়ে লিখবো।

২| ০৫ ই মে, ২০২৫ রাত ২:২৭

জনারণ্যে একজন বলেছেন: জি, আচ্ছা - লাগামু (শব্দটিকে ভিন্নার্থে না নিলে খুশি হব)।

৩| ০৫ ই মে, ২০২৫ রাত ২:৩৫

জনারণ্যে একজন বলেছেন: বাই দ্যা ওয়ে, সাজ্জাদ - আমার বাড়ির টোটাল লট .৩৬ একরের।

আর কি কি লাগানো যায় আইডিয়া দিয়েন। শব্দটিকে আবারো ভিন্নার্থে না নেয়ার অনুরোধ রইলো। কিন্তু হায়! ব্লগের বিকৃতমস্তিষ্ক চাপাবাজ টাউটরা কি আর আমার এ অনুরোধ রাখবে।

শুয়োরের নজর যেমন কচুর দিকে, এদের নজরও বিশেষ এক দিকে।

৪| ০৫ ই মে, ২০২৫ রাত ৩:১৬

যামিনী সুধা বলেছেন:



এগুলোর জন্য জাতিকে উৎসাহ দেয়ার দরকার।

৫| ০৫ ই মে, ২০২৫ ভোর ৬:২২

কামাল১৮ বলেছেন: আমি দশতলায় থাকি।বেলকনিতে মরিচ ও টমেটো লাগিয়ে সারা গ্রীষ্ম কাল চলে যায়।

৬| ০৫ ই মে, ২০২৫ সকাল ৯:১৫

রানার ব্লগ বলেছেন: চাড়টা মুরগি পালতে পারেন ডিমের চাহিদা পুরনে। কাঠ জাতীয় গাছ না লাগিয়ে ফলজ গাছ লাগান।

৭| ০৬ ই মে, ২০২৫ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: আমি চাষবাস করিব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.