![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
কামাল১৮ বলেছেন: মন কখনো বুড়ো হয় না।সঠিক চিন্তা ভাবনা থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত ভালো ভাবে বাঁচা যায়।
৩| ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
আঁধারের যুবরাজ বলেছেন: @যামিনী সুধা এবং কামাল১৮ উভয় ভালো বলেছেন।
৪| ১০ ই মে, ২০২৫ রাত ১১:০২
এইচ এন নার্গিস বলেছেন: সত্যি মন বুড়ো হোয় না কিন্তু অনেক Mature হয় ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
যামিনী সুধা বলেছেন:
বয়সের মুল্য আছে, অনেক কিছু দেখছি, অনেক প্রশ্নের জবাব জানি।