নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ শব্দ

১১ ই মে, ২০২৫ সকাল ৮:২২

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৫ সকাল ৮:৩৭

যামিনী সুধা বলেছেন:



আপনি ইউরোপে মা দিবসে যা দেখলেন, তা লিখলে তো হতো!

২| ১১ ই মে, ২০২৫ সকাল ৯:০৬

ইয়া আমিন বলেছেন: একদম ঠিক বলেছেন — "মা" বাংলা ভাষার শুধু একটি শব্দ নয়, এটি অনুভব, ভালোবাসা, ত্যাগ আর আশ্রয়ের প্রতীক। এই শব্দটি উচ্চারণেই এক ধরনের মমতা জেগে ওঠে হৃদয়ে। পৃথিবীর সব ভাষায় মাকে বোঝাতে ব্যবহৃত শব্দগুলো যতই ভিন্ন হোক না কেন, বাংলা ভাষায় "মা" শব্দটি সবচেয়ে সহজ, সংক্ষিপ্ত, অথচ সবচেয়ে গভীর অনুভূতির বাহক।

এই শব্দের মধ্যে যেন লুকিয়ে থাকে শত শত রাতের নির্ঘুম চোখ, অসীম ধৈর্য, বুকভরা দোয়া, আর নিঃস্বার্থ ভালোবাসার ছায়া। মা-ই একমাত্র মানুষ যিনি সন্তানের কষ্ট নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেন। তাই বলা হয়:

"জগতে যেসব শব্দ আছে, তার মাঝে শ্রেষ্ঠ – মা।
মায়ের মতো আপনজন আর কেউ হয় না।"



৩| ১১ ই মে, ২০২৫ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আপনার কাছে এক দুই লাইনের পোষ্ট পাওয়া দুঃখজনক।

৪| ১১ ই মে, ২০২৫ সকাল ৯:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.