নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সরকারী অফিসের ঘুষ!!

২৪ শে মে, ২০২৫ দুপুর ২:৫২





কোন দেশের মানুষ যখন চরম দুর্নীতিবাজ হয়ে যায় তখন সেই দেশের নষ্ট মানুষগুলো ধর্মকর্ম বেশী বেশীই করে।
বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে।
অফিসের টপ টু বটম - বিগ বস থেকে স্মল পিয়ন পর্যন্ত মুখে দাড়ি মাথায় টুপি আর কপালে কালো দাগ।
কিন্তু চরম ঘুষখোর।
সব চেয়ে বড় কথা এরা বেশরম।
কোন লজ্জা শরম নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:১১

আহলান বলেছেন: একদম ঠিক বলেছেন। দেশটা এমনিতেই দূর্ণীতিপরায়নদের নেক নজরে ছিলো, বিগত ১৭ বছর ধরে এই বিষবৃক্ষ মহিরুহে পরিণত হয়ে গোটা পরিবেশটাকেই দূষিত তরে ফেলেছে ...

২| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৩

ফেনিক্স বলেছেন:



ওটা আমাদের জাতির অসততার ১ টি দিক; আমাদের জাতির ৯০ ভাগ মানুষ মিথ্যা বলে; ৮০ ভাগ মানুষ সুযোগ পেলে চুরি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.