নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ফ্রি সেক্সের দেশে পড়তে যাইও না

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৪











মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: যাবো না।

২| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিদেশে যাইনি।

৩| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:৫২

অপলক বলেছেন: বাপেরে কন: "আজ হোক কাল হোক বিয়া তো দিবা, তখন তো সেক্সের রাস্তা খুলেই গেল। কিন্তু তুমি তো জানো, হাতি পালা আর বউ পালা একই কথা। ফ্রি সেক্সের দেশে গেলে তো আর হাতি পালা লাগতেছে না। টাকাগুলা সেভ হল, তোমাদের পাঠাতে পারলাম বেশি বেশি। আর নাতিপুতির মুখ দেখতে চাইলে শেষ বয়সে বালতির সাথে বদনা ফ্রি মেয়েকে বিয়ে করব। ব্যাস হয়ে গেল।"

আপনার বাবা ঠিকি রাজি হবে, দেখবেন।

এত সুন্দর পরমর্শের জন্যে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।

৪| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১:০৩

অগ্নিবাবা বলেছেন: ফ্রী সেক্সের দেশে আইসা ২৫ বছর সান্ধাইয়া রইছি, একবারো ফ্রীতে সেক্স করতে পারলাম না। পোড়া কপাল আমার। সেই গুনণধর বাপের দোয়া চাই।

৫| ২৭ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৭

নতুন নকিব বলেছেন:



@অগ্নিবাবা,

"সান্ধাইয়া রইছি" বলে কী বুঝাতে চেয়েছেন?

৬| ২৭ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ছেলের মত কী?

৭| ২৭ শে জুন, ২০২৫ রাত ৮:৩১

কামাল১৮ বলেছেন: মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজি।ফ্রি সেক্স মানে অনুমতি নিয়ে সেক্স।সেটা প্রথিবীর সকল দেশেই হয়।বাংলা দেশে কম হয় না।

৮| ২৭ শে জুন, ২০২৫ রাত ১০:০১

লুধুয়া বলেছেন: ফ্রী সেক্সএর দেশে যাবে কেনো। মোল্লাররা তো লুকিয়ে লুকিয়ে নাবালক /নাবলিকা ধর্ষণে পারদর্শী।

৯| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সেক্স জীবনের সব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.