![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: এবার ছয় লাখ ফেল করেছে। এটা ভালো। গনহাতে পাশ করা ভালো না। এবার স্যারেরা খাতা দেখেছে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩১
নিমো বলেছেন: আমাদেরতো পাসের দরকার নেই। আমাদের দরকার কোমলমতি ভোটার, তাই নানু উপদেষ্টা কোমলমতি ভোটারের চলাদা তালিকা চেয়েছেন। আমাদের দরকার মব সন্ত্রাসী, জুলাই যোদ্ধা। এগুলোর জন্য, পাসের চেয়ে ফেল বেশি জরুরি। যত বেশি ফেল্টুস, তত বেশি হিংস্র। টোকাই, কিশোর গ্যাং বেশি বেশি দরকার। দেশে শিক্ষার দরকারটা কী?