![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখ লাখ লাইকসমৃদ্ধ ফেসবুক পেজগুলো পোস্টের কমেন্টে এবং তাদের নিজস্ব পেজগুলোতে ধর্ম প্রচারকারীদের জ্বালাময়ী পোস্টস,নাস্তিক কতল করার ঘোষণা,পাশ্চাৎ সংস্কৃতি ঠেকানো, ধর্ম গেল গেল বলে আকাশ বাতাস তোলপাড় করা ছাড়াও ইত্যাদিতে অতিষ্ঠ হয়ে সামু আসলাম। এখানে এসে চোদনা সেঁজে গেলাম! সবর্ত্রই মৌলবীদের দোয়াত কালির মাখামাখি!
মডারেটর কি বসন্তের মাতাল হাওয়াতে সুখ নিদ্রায় গিয়েছেন নাকি সামু মাদ্রাসার ব্লাকবোর্ড?
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
আরজু নাসরিন পনি বলেছেন:
নির্বাচিত পাতা বা প্রথম পাতার কোথায় মৌলবাদী পোস্ট আপনার চোখে পড়লো আমাদের সাথে শেয়ার করলে ভালো হতো । আমি হয়তো দেখতে মিস করেছি।
কেননা কুসংস্কারাচ্ছন্ন কোন কিছুতে আগ্রহ নেই ।
তবে যদি ধর্মীয় কোন কিছু নিয়ে প্রচার করা কোন পোস্ট দেখে আপনার এই পোস্টের অবতাড়না হয় তবে আসলেই এই প্ল্যাটফর্মে আপনি আরাম পাবেননা ।
কেননা এখানে সবধর্মেরই আলোচনা চলে...চলতে পারে...
আমি মুসলমান হয়েও "কথাচ্ছলে মহাভারত"- সিরিজ পোস্ট- এর নিয়মিত পাঠক ।
তাতে আমার ধর্মীয় কোন ক্ষতি হয়না বলেই মনে করি ।
আপনার জন্যে শুভকামনা রইল ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
সুরূজ বাঙালি বলেছেন: ধর্মীয় মিথগুলো আমারও ভাল লাগে। সবসময় শান্তির বাণী কানে অসহ্য
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
জে.এস. সাব্বির বলেছেন: গোধুলী রঙ বলেছেন:
সামুতে আপনি ধর্ম কে
গালি দিয়া পোস্ট দিতে
পারলে, নামাজের নিয়ম
নিয়া যদি ধার্মিকরা
পোস্ট দেয় তবে ক্ষতি কি। আপনার
যদি এই মিথস্ক্রিয়া ভালো না লাগে
তবে যান না, মুক্তমনা, ধর্মকারী তে
গিয়া পইড়া থাকেন। সামু কমন
প্লাটফর্ম, গ্রহনযোগ্য সব কিছুই
এইখানে থাকতে পারে, কোনটা আপনার
ভালো না লাগলে ইগনোর করেন।
সহমত ।।
আর লেখক ,আপনি সামুতে এসে কি যেন হয়ে গেলেন ?? আপনি আসলে ঐটাই ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
ডেল p4 বলেছেন: ভাই সামুর এডমিন ও মানুষ ।তার ও জীবনের মায়া আছে । চারদিকে চাপাতি ও্য়ালারা ফেলিতেছে নিশ্বাস । আছে মাননীয় আই জি র হুশিয়ারী ।আছে সংবিধানের চোখ রাঙ্গানি ।কোথায় যবেন মডারেটর ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
সুরূজ বাঙালি বলেছেন: সবার উপর জীবন সত্য তাহার উপর নাই। সহমত প্রোষণ করছি। বাংলা একাডেমির মুখপাত্র না হওয়ার জন্য সামহোয়ার কে অনুরোধ করবো।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
আমি মিন্টু বলেছেন: ভাই সামুতে চটি গল্প ছাড়া আপনি সকল ধরনের মতামত দিতে পারেন ।
তবে বেশি বাড়াবাড়ি ভালো না ।
আপনার জন্য শুভ কামনা থাকলো ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
সুরূজ বাঙালি বলেছেন: বেশী বাড়াবাড়ি ভালো না। আপনাকে থ্যাঙ্কু
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সম্পূর্ণ নিঃস্বন্দেহ এবং প্রশ্নাতীত ভাবে একটা বাল পোস্ট এ বিষয়ে কোন সন্দেহ নেই!
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার তোহ বিশাল সমস্যা আছে,
যান না..যান....
এখানে না বক বক না কইরা, ওদের ওইখানে চলে যান....
কার ও ধর্মের বিরুদ্ধে কিছু লিখার অধিকার আপনাকে কে দিয়েছে??
আপনার আমার ধর্ম ভালো না লাগলে, অন্য ধর্ম গ্রহন করলেই পারেন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
স্বাধীনতাকামী বলেছেন: আপনার যদি স্বাধীনতা থাকতে পারে,
অন্যদের কেন তকাওবেনা?
আর
এখানে সবাই সবার মত করার ক্ষমতা রাখে
তা হোক ধর্মীয় বা অন্য কিছু,
ভালো না লাগলে মাথা মোটা আহাম্মক
অজ্ঞানদের সাথে যুক্ত হতে পারেন,
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন:
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: হয়তো।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
গোধুলী রঙ বলেছেন: সামুতে আপনি ধর্ম কে গালি দিয়া পোস্ট দিতে পারলে, নামাজের নিয়ম নিয়া যদি ধার্মিকরা পোস্ট দেয় তবে ক্ষতি কি। আপনার যদি এই মিথস্ক্রিয়া ভালো না লাগে তবে যান না, মুক্তমনা, ধর্মকারী তে গিয়া পইড়া থাকেন। সামু কমন প্লাটফর্ম, গ্রহনযোগ্য সব কিছুই এইখানে থাকতে পারে, কোনটা আপনার ভালো না লাগলে ইগনোর করেন।