| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবুতর, ঘুঘু, শালিক, চড়ুই। শত শত পাখি। মরে পড়ে আছে মাঠজুড়ে। প্রতিবছরই আমরা পত্রিকার পাতায় এ দৃশ্য দেখি। আর আহা, ইশ করি। কৃষকেরা তাদের ফসল বাঁচাতে ক্ষেতে বিষ দেয়। তা খেয়েই মারা যায় এরা। পরিবেশ নিয়ে কথা হয়। শিক্ষা দেওয়া হয়। কর্মশালা হয়। আবারো পরের বছর একই নিউজ একই ছবি দেখি মিডিয়ায়। এবারো দেখলাম। ভবিষ্যতেও দেখবো, তা নিশ্চিত করেই বলা যায়।
বিষ প্রয়োগে কয়েকশ’ পাখি নিধন
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭
নেয়ামুল নাহিদ বলেছেন: হুম, পদক্ষেপ নেওয়া দরকার।