| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপমহাদেশে ঘুষ নামক বিষয়টি কোন পেশাজীবীর লোকেরা প্রথম চালু করেছিল?
পুলিশ?
আমি ঠিক জানি না।
কেউ তথ্যটি জানলে দয়া করে জানাবেন।
হঠাৎ প্রসঙ্গটি কেন মাথায় আসলো?
যশোর শহরের মাড়ুয়ারি মন্দির সংলগ্ন পতিতাপল্লীর যৌনকর্মীরা আজ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলেন করেন। সেখানে তারা অভিযোগ করেন, পতিতাপল্লীতে নতুন কোন যৌনকর্মী এলে জনৈক পুলিশ কর্মকর্তাকে দিতে হয় ৫০ হাজার টাকা। আর প্রতিমাসে পতিতাপল্লীর প্রত্যেক গলি থেকে তাকে দিতে হয় আরো ৫০ হাজার টাকা।
না দিলে শত রকম হয়রানী।
ঘুষ খাওয়া বেআইনী, পাপ। তা সে যেখান থেকেই খাওয়া হোক না কেন।
তাই বলে ,,,,,, !!!
যৌনকর্মীদের গতর ব্যাচা টাকায় যারা ভাগ বসায়, সেই টাকায় সংসার চালায়, বাজার করে, সন্তানের খাওয়ায়, পড়ায়। সেই সন্তান ,,,,
এ সংক্রান্ত নিউজটি যেখানে পড়লাম http://subornobhumi.com/?p=20210
২|
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
প্রামানিক বলেছেন: কোনটা বৈধ আর কোনটা অবৈধ এখন বোঝা মুশকিল।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
সজিব হাওলাদার বলেছেন: পুলিশ=ঘুষ