![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সারা বিশ্বে মুসলমানদের সম্মান পদদলিত হচ্ছে , ইসলামকে হেয় করা হচ্ছে নানা ভাবে । পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে যে , ইসলাম অবমাননা যেন ফ্যাশানে পরিণত হয়েছে ।
অনেকে এই অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছেন , কিন্তু আমরা কোন আশার আলোই দেখতে পারছি না । বরং দিন যতই যাচ্ছে মুসলমানদের উপর আগ্রাসনের হার ততই বেড়ে চলছে ।
এমতবস্থায় আমাদের মুক্তির উপায় কি ????????
আল্লাহ মুসলমানেদর উদ্দেশ্যে বলেন, " তোমরা হীনবল হইয়না এবং দুঃখিত হইয়না, তোমরাই সমুন্নত থাকবে যদি তোমরা মু'মিন হও " ---- ( আল-ইমরান-১৩৯) ।
আল্লাহ সুবহানাল্লাতায়ালা বলেছেন " আমরাই সমুন্নত থাকব " তাহলে আমাদের এভাবে অপমানিত হতে হচ্ছে কেন ? কারন একটাই আমাদের সমুন্নত থাকার জন্য যে পূর্বশর্ত দেওয়া হয়েছিল তা আমরা এড়িয়ে গেছি । আর তা হল " মুমিন " হওয়া ।
এখন আমি যদি প্রশ্ন করি , আমরা কি মুমিন হতে পেরেছি ?
অথবা মুমিন হবার জন্য কোন চেষ্টাও কি করেছি ?
সমষ্টিগত ভাবে এর উত্তর একটাই ----- না !!!!
আর তাই যদি হয় , তবে কি ভাবে আমারা সম্মান আশা করি ?
অতএব সমাধান একটাই , " আমাদের মুমিন হতে হবে "।
তাহলে কি ভাবে হওয়া যায় মুমিন ?
আমার মতে এর জন্য আমাদের সারা দিনের প্রতিটি কাজ করার সময় লক্ষ্য রাখতে হবে যে , একজন মুমিন হিসাবে এই কাজটি আমার কি ভাবে করা উচিৎ ? এছাড়াও একজন দক্ষ আলেমের সহিত ভাল সম্পর্ক রাখা যেতে পারে , এতে করে সব ধরনের বিষয়ে তার কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে ।
বন্ধুরা এছাড়াও তোমাদের কাছে যদি ভাল কোন পরামর্শ থাকে তাহলে নিজেদের ঈমান এর উন্নতির জন্য তা শেয়ার কর ।
©somewhere in net ltd.