নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই

আমি হিটলার বলছি

আমি হিটলার বলছি › বিস্তারিত পোস্টঃ

মুসলমানরা দল দল করে আর কত মরবে ? তাদের প্রকৃত দল কোনটি ?

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

লগি-বৈঠার সেই আওয়ামী তাণ্ডবে , দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রদল ,ছাত্রশিবির ও ছাত্রলীগের সেই সংঘর্ষ গুলতে , যুদ্ধ অপরাধের বিচার ইস্যুতে জামাতের ডাকা সেই হরতাল গুলোতে , ত্বত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও দলীয় নেতাদের মুক্তির দাবিতে বি এন পির ডাকা সেই হরতাল ও অবরোধ গুলোতে আর যাই ঘটুক না কেন , একটা বিষয় সব গুলো ঘটনায় Common ছিল । আর তা হল " মৃত্যু "



উপরিউক্ত ঘটনা গুলো ছাড়াও প্রায় সব গুলো রাজনৈতিক কর্মসূচীতে মৃত্যুর মিছিল ছিল একটা নিয়মিত ব্যাপার । একটু খেয়াল করলে দেখবেন দুই একটা বাদে মৃতের মাঝে সব গুলোই মুসলমান



আমাদের এক নেত্রী সংবিধান থেকে আল্লাহ্‌র নাম তুলে দিয়ে , রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে নিজেকে ইসলামের বড় খেদমতকারী বলে থাকেন । অন্যদিকে আরেক নেত্রী ক্ষমতার জন্য ইসলামপন্থীদের ব্যাবহার করে নিজেকে ইসলাম দরদী প্রমানের চেষ্টা করেন । আর আমরা সাধারন মুসলমানরা এই দলগুলোর পক্ষ নিয়ে একে অন্যের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ি । X((



এর ফলে কি হয় - কিছু কর্মী মারা যায় , তারা কারা - মুসলমান । কিছু পুলিশ মারা যায় , তারা কারা - মুসলমান , কিছু সাধারণ জনগন মারা যায় , তারা কারা - মুসলমান ।



তাহলে সার্বিক পরিস্থিতি কি দাঁড়ালো ?



কারা মারা যায় ---- মুসলমান ;



আর এদের মারে কারা ------ মুসলমান !!!!!!!! /:)



আব্দুল্লাহ ইবনে ‘আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, “প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহতা’আলার নিষিদ্ধকৃত কাজ ত্যাগ করে।”( সাহীহ বুখারি, ১ম খণ্ড, ৪র্থ পরিচ্ছেদ, হাদিস নং-৯ )



মুহাম্মদ ইবন ‘আর ‘আরা (রহঃ) যুবায়দ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে মুরজিআ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, ‘আবদুল্লাহ্ (ইবন মাস’উদ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ মুসলিমকে গালি দেওয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী। ( সহীহ বুখারি অধ্যায়ঃ ঈমান হাদিস নাম্বারঃ ৪৭ )



পবিত্র আল-কোরআনে বলা আছে "আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর কর, তবে তা সবরকারীদের জন্যে উত্তম। (আল-কোরআন ১৬:১২৬)"



এখন বলেন প্রকৃত ইসলামের উপর কারা আছে ?



আমরা মুসলমান হয়ে আর কত মুসলমানের রক্ত দেখতে প্রস্তুত আছি ?



আর কত কাল এই দলগুলোর পুতুল হিসাবে আমদের নাচতে হবে ?



মুসলমানরা দল দল করে আর কত মরবে ? তাদের প্রকৃত দল কোনটি ?



আওয়ামীলীগ ? বি এন পি ? জামাত ?

X((X((X((X((X((X((X((X((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.