নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই

আমি হিটলার বলছি

আমি হিটলার বলছি › বিস্তারিত পোস্টঃ

আমার General হবার পর প্রথম লেখাটি সরিয়ে ফেলেছে সামহোয়্যার ইন ব্লগ । সামহোয়্যার ইন ব্লগ মত প্রকাশের স্বাধীনতার কোন অর্থটা গ্রহন করে ? :|:|/:)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

দীর্ঘ নয় মাস পর গতকাল আমাকে General করা হয়েছে । তবুও খুশি হয়েছিলাম , General তো করা হয়েছে । মনে লেখাটা প্রকাশের খুশি এবং বর্তমান ঘটে যাওয়া একটা বিষয়ে ক্ষোভ নিয়ে General হওয়ার পর প্রথম লেখাটা লিখি । লেখাটা প্রকাশ ও হল । দারুন Response ও পাচ্ছিলাম ।



কিন্তু সকালে যখন কিছু মন্তব্যের জন্য তাদের ধন্যবাদ দিতে গেলাম তখন একটা Massege এলো .........



" এই লেখাটিতে একটি ভুল পাওয়া গিয়েছে সুতরাং আপনি এখানে মন্তব্য করতে পারবেন না "



আমার লেখাটি হারিয়ে গেল । আমি হতবাক এবং সাথে সাথে হতাশ ও । কারন আমি বুঝতেই পারলাম না , আমার ভুলটা কোথায় ? সাথে সাথে " ব্লগে লেখা প্রকাশের নীতিমালা " পড়লাম কিন্তু সেখানে ও এমন কোন কথা পেলাম না যেটি আমার লেখার বিরুদ্ধে যায় ।



হ্যা একটি নীতি জোর করে ব্যাবহার করা যেতে পারে । সেটি হল ......

" চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে "



কিন্তু আমি তো রাষ্ট্র বা আদালতের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নাই অথবা কাওকে তো বলি নাই রাজপথে নেমে এসে এই রায়ের বিরুদ্ধে ঝাপিয়ে পড় ।



কিন্তু আমি না বললেও একটি বড় দল ঠিক ই রাজপথে নেমে আসবে এবং সরকার তাদের নিয়ন্ত্রণের জন্য দমন অভিযান চালালে শুরু হবে এক অপ্রত্যাশিত সহিংসতা । আর এতে করে সব থেকে বেশি ক্ষতির স্বীকার হবে সাধারণ জনগন ।



আমি আমার লেখায় এই উদ্বেগটাই প্রকাশ করেছিলাম । আর আমার উদ্বেগটা যে কতটা বাস্তব সম্মত ছিল তার প্রমান গতকাল ও আজকে টেলিভিশনের পর্দায় চোখ রাখলে যে কেউ বুঝতে পারবেন ।



আমি এই উদ্বেগটাই প্রকাশ করেছিলাম আর সরকারকে বলেছিলাম অপরিণামদর্শী । এটাই কি আমার অপরাধ ? আমার একটা বিষয় ভালো লাগেনি , সেইটা আমি বলতে পারব না ? আর তা যদি না পারি তাহলে সামহোয়্যার ইন ব্লগ মত প্রকাশের স্বাধীনতার কোন অর্থটা গ্রহন করে ?



সামহোয়্যার ইন ব্লগের নীতিমালার শেষ কথা গুলো তারা যদি মন থেকে লিখে থাকে তাহলে তারা কিভাবে আমার পোস্টটি ডিলিট করে ?



সামহোয়্যার ইন ব্লগের নীতিমালার শেষ কথা গুলো নিম্নরূপ -------



শেষ কথা:



সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । শুভ ব্লগীং!




এই লেখাটা প্রকাশের পর তারা হয়ত আমাকে General থেকে Watch এ নিয়ে আসবে । ব্যান করে দিলেও অবাক হব না ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

জনাব মাহাবুব বলেছেন: দুঃখজনক।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

আমি হিটলার বলছি বলেছেন: :| /:)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

পথহারা মানব বলেছেন: অতন্ত্য দুঃখজনাক।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আছিফুর রহমান বলেছেন: কি করবেন ভাই, দুঃখজনক

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আমি হিটলার বলছি বলেছেন: /:)/:)/:)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বাঁশ আর বাঁশ বলেছেন: ধৈর্য ধরেন।।।।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

আমি হিটলার বলছি বলেছেন: হ ভাই ,এ ছাড়া কি আর করব ?

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: বাঁশ আর বাঁশ বলেছেন: ধৈর্য ধরেন।।।।।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

তামিম ইবনে আমান বলেছেন: আপনি ভাই রহস্য জনক কারেক্টার। নাম দিসেন হিটলার। আইডি দিসেন জিরোজিরোসেভেন ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

আমি হিটলার বলছি বলেছেন: ব্যাখ্যা আছে কিন্তু একটু বড় তাই দিলাম না । এক কথায় বলতে গেলে ঐ দুইটা চরিত্র নিয়ে আমার আগ্রহ অনেক বেশি । হিটলার সম্পর্কে বলি , ইতিহাসের একটা বাজে বৈশিষ্ট্য হল বিজেতার সমর্থনে বিকৃত হওয়া আর হিটলার এর শিকার । কখনো সময় পেলে " আমি হিটলার বলছি " বইটি পড়বেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.