![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আপনারা রাজি না হলে আমরা এ বছর বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব না। এশিয়া কাপ থেকেও নাম তুলে নেব। দেখি আপনারা কী করেন । " --- এভাবেই বাংলাদেশী প্রতিনিধিদের হুমকি দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন ।
বাংলাদেশকে টেস্ট খেলা থেকে বঞ্চিত করার এমন প্রস্তাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীরা। আনন্দবাজার লিখেছে, ঢাকা থেকে এক ক্রিকেটকর্তা এ দিন বললেন, “ভারত যত হুমকিই দিক না কেন, আমাদের প্রেসিডেন্ট মাথা নত করবেন না। করলে আমাদের দেশের কাছে উনি মুখ দেখাতে পারবেন না।” শোনা যাচ্ছে ব্যাপারটা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে ।
এখন দেখা যাক আমাদের টাইগাররা কি করে । দাদাদের পায়ের ধুলা মাথায় নিয়ে ফিরে আসে নাকি দাদাদের প্রস্তাব পায়ে মাড়িয়ে মাথা উচু করে ফিরে আসে ।
বাংলাদেশকে শ্রীনিবাসনের হুমকি
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১
রাজীব বলেছেন: কেউ খেলতে না এলে ফাকা মাঠে গোল হবে।
ফাকা মাঠে কি করে গোল দিতে হয় সেটি আমরা ভালোই জানি।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
আমি হিটলার বলছি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
আমি হিটলার বলছি বলেছেন: বাংলাদেশকে শ্রীনিবাসনের হুমকি --- Click This Link