নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিমিতক চুম্বন

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭





ছবি-নেট

শতশত পেয়ালার মধু পান করি না আমি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



আমার তৃষ্ণা মেটায় এক পেয়ালার মধু।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



শতশত ফুলে উড়ে বেড়াই না আমি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



আমার জন্য একটি প্রস্ফুটিত ফুল শুধু।।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,







,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সকল দরিয়ায় ভাসি না আমি



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার স্বপ্ন শুধু একটি দরিয়ায় ভেসে থাকার।



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,লক্ষ ময়ূরীর পেখম তোলা উপভোগ করি না আমি



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার জন্য একটি ময়ুরীই দারুণ ভাললাগার।।











,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সবার প্রতীক্ষায় থাকি না আমি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,একজনের প্রতীক্ষায় আমার বেঁচে থাকা।,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সব রমনীকে ভালবাসি না আমি ,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার ভালবাসা একজনের জন্য তুলে রাখা।,,,,,,,,









,,,,,,,,,,,,,,,,,,,,,,,বহুরমনীর ওষ্ঠ আমি করি না চুম্বন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,তোমার ঐ রাঙা দুটি ঠোটই আমার একমাত্র অবলম্বন।,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার স্বপনে তুমি বাহুলগ্না একমাত্র কামিনি,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তুমি আমার স্বর্গ সুখের একমাত্র রমনী।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,







,,,,,,,,,,,,,,আমার দুচোখ ভরে হৃদয়ের সবটুকু জুড়ে আছ তুমি,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,তুমি বীনা আমার কাটে না দিন রজনী;,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,সবকিছু মিছে যেন রিক্ত নিঃস্ব ধুধু মরুভূমি;,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,তোমার শীতল স্পর্শ তা করে তোলে সিক্ত রসালো উর্বর জমি।,,,









,,,,তুমিহীনা এই আমি অচল অসার -তোমায় পেলে তাই ধন্য,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,সবকিছু করতে পারি ,পারি মরতে শত বার তোমার জন্য,,,,,,,,,,,,,,,,,,,



,,,,শুধু তোমার জন্য---তুমি অনন্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,তোমার দেহের ভাজে লুকিয়ে থাকা রূপ-লাবন্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,তোমার দেহের ঢেউ ,নিখুত গড়ন অমূল্য অপরূপ আমার জন্য,,,,,,,,,,,,



,,,,তোমার মানসপটে লুকিয়ে থাকা ঐশ্বর্য করে আমায় ধন্য,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,জানিনা কেন?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,তোমায় কছে পাবার জন্য আমি বন্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



,,,,আমার এই ঠোটে তোমার রাঙা দুটি ঠোট অমৃতসম যেন,,,,,,,,,,,,,,,,,,,



,শত রমনী, ধিক তারে ধিক শুধু তোমার জন্য, তুমি অসাধারণ অনন্য ।
,







,,,,,,,,,,,,,,,,,,তাই শতশত পেয়ালার মধু পান করি না আমি,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার তৃষ্ণা মেটায় এক পেয়ালার মধু।,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শতশত ফুলে উড়ে বেড়াই না আমি,,,,,,,,,,,,,,,,,,,



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার জন্য একটি প্রস্ফুটিত ফুল শুধু।।
,,

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

মুহাম্মাদ আলী বলেছেন: :-&
:-&
:-&

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: :-B

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
আহ হা হা !!! মধু মধু !!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কৃষ্ণ ভ্রমর।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

সরোজ রিক্ত বলেছেন: এরোটিক। চটির পরবর্তী কপি মার্কেটে আসবে কবে?


আপনারা পারেনও। রবীন্দ্রনাথ নজরুল বা অন্য কবিদেরকে এইসব সুরসুরি মার্কা কবিতা লিখতে দেখেছেন কখনও!!

যত্তসব প্রচুদিশীলদের দল!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা

নিমুলেন্দু গুণের স্ত্রী কবিতা পড়ার অনুরোধ করা হলো।শিশুরা এই কবিতা বুঝার কথা নয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ইহা এই বছরের অন্যতম সেরা রোমান্টিক কবিতা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

মাক্স বলেছেন: সুন্দর......

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: অসাধারুন লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কবিতা অসাধারণ লাগায় ধন্যবাদ প্লাস। গ্রেট ঘুড্ডির পাইলট

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

স্বপনবাজ বলেছেন: বেশ হয়েছে !

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বপনবাজ মহতী ব্লগার ধন্যবাদ রুশানের অবস্থা কি?

ভালো থাকবেন সবসময়।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

সিয়ন খান বলেছেন: জটিল, জব্বর হইছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম।

ভালো থাকবেন সবসময়।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

ইমুব্লগ বলেছেন: পুরাই মজনু কবিতা! :) ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: ইমুব্লগ ধন্যবাদ শুভকামনা।
বিয়ের সময় চলে আসছে প্রায় এইবছর্ই টার্গেট বিয়ের পর আর রোমান্টিক কবিতা লিখবোনা,,,,,তখন লেখব ১০ মাস ১০ দিন করে গর্ভধারণ

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

সরোজ রিক্ত বলেছেন: নির্মলেন্দ গু এর কবিতা পড়ার শখ নাই। অনেক ভাল কবিতাই জীবনে পড়া হয় নাই। আর আপনি আসছেন গু এর কবিতা নিয়ে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: গুণ সাহেব এই সময়কার সেরা সেরা কবিদের একজন।একজন সৎ মেধাবী মানুষ।ডাক্তারি পড়া বাদ দিয়েছেন কবিতা লিখবেন তাই,পরে ঢাকাবিশ্ববিদ্যালয়ে বাংলায় ভর্তি হয়ে আবার পড়া বন্ধ কারণ তিনি কবিতা লিখবেন ..একজন দেশপ্রেমিক ঋষি টাইপ মানুষ তাকে তুচ্ছ করা ঠিক না।আপনি খারাপ কবিতা পড়বেন কেন?মানুষকে শ্রদ্ধা করা উচিৎ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

কালোপরী বলেছেন: চমৎকার হয়েছে :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কালোপরি কালোপরি কেমন আছো তুমি
আমার ব্লগে সুস্বাগতম্।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

লক্ষ্যভেদী বলেছেন: কবি ব্যাডার এট্টুও শরম নাই! :) :) :)

ভাল লাগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: লক্ষ্যভেদী কবিদের শরম একটু কমই থাকে।


,তোমার দেহের ভাজে লুকিয়ে থাকা রূপ-লাবন্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,তোমার দেহের ঢেউ ,নিখুত গড়ন অমূল্য অপরূপ আমার জন্য,


এই দুই লাইন কেমন যেন হয়েছে...তারপরও এডিট করি নাই

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বেশ !

তবে আপনার সরোজ কে করা কমেন্টগুলো বেশ চমৎকার লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনি আমার প্রিয় কবিদের একজন..কবিতার রস আস্বাদন করতে না পারলে
সেই ব্যর্থতা কে নিবে? একক গভীর বিশুদ্ধ প্রেম নিয়ে কবিতা ..এর অবস্থা দেখেন..চটপটি ফুসকা ফ্রেঞ্চ ফ্রাই অস্পষ্ট প্রেম...একটা পাখী চারটা পাখী তিনটা পাখি বাস প্রেম্।আমার প্রিয় মধু কবি শধু সূদন সংকেষপে মধু প্রচুর লেখাপড়া না থাকলে তারা কি কবি?আরজ আলী মতব্বর হতে হলে সাধনা লাগে মেধা লাগে।।ঐ দেখা যায় তাল গাছ পড়লেই কি সব বুঝা হয়ে গেল।
সততা আর সাহস একসাথে বাস করে...তা্ই বিশুদ্ধ প্রেমের কবিতায় ..যারা বিশুদ্ধ তারাই কমেন্ট করবে..দেখবেন এই কবিতা মহলিা ব্লগাররাই বেশি পছন্দ করবে। ভালো থাকবেন শুভকামনা থাকলো। আমাদের আধুনিকতার খুব অভাব।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কালোপরী বলেছেন: আমি ভাল আছি :) মনটা একটু খারাপ যদিও

আপনি কেমন আছেন? ভাল তো??

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: mon kharap keno?kalo poporir mon valo hoyey jaw fuuuuuuuuu....


ami valo achhi.........

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

কালোপরী বলেছেন: :) :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: B-) B-)

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন:


শতশত পেয়ালার মধু পান করি না আমি

আমার তৃষ্ণা মেটায় এক পেয়ালার মধু।

শতশত ফুলে উড়ে বেড়াই না আমি

আমার জন্য একটি প্রস্ফুটিত ফুল শুধু।।


এতটুকু বেশী ভালো লেগেছে। চরিত্রবান কবি। :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: banla likhtey parchhina......

grammo balika dhonnobad pathey
suvo kamona thaklo

valo thakben sobsomoy

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

এন এফ এস বলেছেন: শুইতান কবি
স্বপ্নে না জানি কিরূপ দ্যাখে প্রিয়ার দেহের ছবি...
অচাম কাব্য।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনা?

এন এফ এস..ভাই বাংলাদেশে এত মানুষ জন্মায়..ওগুলো এমনিতেই ;)


শুবকামনা থাকলো।ব্লগ রেখা থেকে বিরতি কেনে ব্লগার।ভালো থাকবেন সবসময়।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

আমিভূত বলেছেন: প্রথম চার প্যারা চমৎকার হয়েছে ! পুরো কবিতায় ভালো লাগা রইল এবং প্রিয়তে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি আমার ব্লগে সুস্বাগতম।
পাঠে ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
ভালো থাকবেন সবসময়।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিদের আবার কিসের শরম !
মহাকবি সমুদ্র গুপ্তের কবিতা পড়েন নি ?
ওই যে ,
তোমার নাভির ওপর শুকনো ধান রেখে
পা দিয়ে ডলে ডলে চাল করবো--------- =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: liton vi oi dekha jai talgachh marka akta kobtey likhbo..........
manob sristy key torannito korai kobi somajer akta vumika thaka uchhit..ti premikar thut khujchhilam


valo thakben sobsomoy

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন। এটা বেশ ভালো লাগল। সুড়সুড়ি মূলক মন্তব্যের উত্তর আপনি দারুন ভাবে দিয়েছেন।আপনাকে অভিনন্দন। :)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

সায়েম মুন বলেছেন: এ যেন ভ্রমরের গান :P

রিপ্লাই ভালা দিছেন। দুনিয়ায় বেঁচে থাকার জন্য জৈবিকতার বাইরে হরেক পদের খাদ্য আছে। যার যেটা পছন্দ হবে খাবে। না হলে খাদ্যের কাছে যাওয়ারই বা দরকার কি! অন্যের খাদ্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কেউ কাউরে দেই নাই।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

রাইসুল নয়ন বলেছেন: দারুন ! দারুন ! দারুন ! এবং দারুন ।।

কবি মিষ্টির আমন্ত্রণ !!

একজনের রাগ ভাঙল আপনার কবিতায় !
আমার প্রিয়তে ।।

দেড়ি করে আসার জন্য লজ্জিত,!

ভালো থাকুন কবি ।।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

শব্দহীন জোছনা বলেছেন: ভালোই তো... মনোগামি...কবির এই মনোগামি সত্ত্বাকে সাধুবাদ ;)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

শব্দহীন জোছনা বলেছেন: ভালোই তো... মনোগামি...কবির এই মনোগামি সত্ত্বাকে সাধুবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.