নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মিসির আলী , হিমু না আক্কেল আলী?;)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩



ছবি-কবি সায়েম মুন

মিসির আলীকে আক্কেল আলী কিছুটা ঈর্ষা করে আবার পছন্দও করে আফটার অল তারা আলী গোত্রের লোক তয় প্রজাতি আলাদা। একজন আক্কেল আরেক জন মিসির প্রজাতি।আর আক্কেল মানে হলো জ্ঞান।



আক্কেল আলীকে অনেকেই ব্যক্কেল বলে।কিন্তু কেন যে তাকে ব্যাক্কেল বলে।তার একজন শিষ্য আছে যে তারে মহাজ্ঞানী ভাবে।তার চাচাত ভাই রনি একজন বুয়েট থেকে পাশ করা বিসিএস কর্মকর্তা।রনির একটা প্রশ্নের জবাব কেউ দিবার পারে নাই।তেজগাওয়ের মধ্যে ফার্মগেট আসলো কেমনে?:-*কত মানুষকে জিজ্ঞাসা করলো সবাই ব্যর্থ।শেষমেষ আক্কেল আলী ভাইকে প্রশ্ন করার সাথে সাথেই উত্তর মিলল।গুলিস্তান থেকে কাওরান বাজার পার হয়ে খামার বাড়ি আছে ওটার ইংলিশ হলো ফার্ম হাউস।ফার্ম হাউসে ঢুকতে হলে অবশ্যই একটা দরজা লাগবে গেট লাগবে।তো ফার্ম হাউজের দরজা বা গেটের নাম তো ফার্মগেইটই হবে তাইনা?এইজন্য এর নাম হয়ে গেল ফার্মগেট।ফার্ম হাউজ নাম যেমন বেখাপ্যা শুনায় তেমনি খামার ফটকও।তাই শ্রুতি মধুর করার জণ্য ওইটার ইংলিশ আর এটার বাংলা।খামার বাড়ি আর ফার্মগেইট।ফার্ম হাউজে ঢোকার জন্য যে গেট= ফার্মগেইট।এটা মধ্যপদলোপি বহুব্রীহি সমাস।কারণ এইটা ফার্ম বা গেইট কোনটাই না বুঝিয়ে তৃতীয় কিছু বুঝাচ্ছে ।এইটা খুব সুস্বাদু সমাস্।এই জবাব পাওয়ার পর থেকে আক্কেল আলীকে রনি সবজান্তা হিসেবেই বিশেষ মান্য করে।B-)



তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডাকলো বিরুধী দল...এ্ই কথা কয়জনে জানে।

জনস্বার্থে হরতাল।ওয়েলডান বিরুধীদল ।কিন্তু হরতাল কেন?আর কোন কর্মসূচী নাই।

তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে কর্মসূচি দেয় বিরূধীদল মাননীয় বুবুজান বলেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিরুধীদল আন্দোলনে ।প্রথম আলোতে ঐ অংশই হেডিং আসে।যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে সচেতন মহল যখন ফেটে পড়েছে তখন বিচারকদের স্কাইপ কেলেংকারী ।এরা প্রধান মন্ত্রীর লোক।বুবুজান আর আওয়ামীলীগের শত্রু যারা তারাই যুদ্ধ অপরাধী??? বুবুজান নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন দিবেন এর বিরুদ্ধে আন্দোলন করলে সেটা যুদ্ধ অপরাধীদের বাঁচানো হয়।বাংলাদেশের মানুষ সুখ চায়,যুদ্ধাপরাধীদের বিচার চায় আর সুষ্ঠু নির্বাচন ও চায়।:) বুবুজানের চামচারা সুষ্ঠু নির্বচনও হতে দেবে না আর সুষ্ঠু বিচার করবে না।যুদ্ধপরাধীর বিচার শেষ হলে তো আর তাহাদের রাজনীতি থাকে না।অর্ক সাব ভাবে এই টার্মে বিচার না হইলে ক্ষমতায় ভাবী সাহেবান আসলে।বুবুজানেরা এই ইস্যুতে আন্দোলন করে পরের টার্মে ক্ষমতায় আসলে তখন রাজাকারদের কেউ কি জীবিত থাকবে? আর ভাবী সাহেবান বিচার করলে বুবুজানের বেয়াই যদি যুদ্ধঅপরাধীর বিচারে ফাঁসিতে ঝুলে তাহলে কেমন হবে?বুবুজানের যুদ্ধাপরাধী আর ভাবী সাহেবানের যুদ্ধাপরাধী তো আলাদা।:)



আক্কেল আলী যখন নীলক্ষেতের দিকে যাচ্ছে হঠাৎ করে দেখলো একটা গাড়ীতে দাও দাও করে আগুন জ্বলছে।এইটা আগামীকাল হরতালের পূর্বাভাস? কিন্তুতে গাড়ীতে জালানীতেল ঢেলে আগুন কেন?জ্বালানীতেলের দাম বাড়াতে জ্বালানীতেলের গায়ে আগুন জ্বালীয়ে জ্বালানী তেলের প্রতিশোধ নেয়া।এই ব্যাটা তোর দাম বড়লো কেন?তোরে জ্বালীয়ে মারব্ ।গাড়ীতে আগুন এই জন্য যে জ্বালানীতেলের দাম বাড়লে গাড়ী ভাড়া বাড়বে তা্ই আগেই গাড়ীর গায়ে আগুন ধরিয়ে সতর্ক করে দেয়া ভাড়া বাড়লে খবর আছে।এখন একটা জ্বালাইলাম।ভাড়া বাড়লে সব পোইড়া শেষ।মন্ত্রী এমপিদের গাড়ী পোড়ার ঘটনা অর্ক সাহেব দেখে নাই বললেই চলে ।ইহা একটা রহস্য পাবলিক বাসই পোড়ত ।পর্দার আড়ালে রাজনীতিবিদেরা হলো শাল-দুলভা্ই।বজ্জাতের হাড্ডি। তোমার দেশ আর শেষ আলো সবারে ব্যাক্কেল বানাইলো। হাছা কতার বালাই নাই নির্ভেজাল অর্ধসত্য খবর পত্রিকা।;)



দিন শেষে আক্কেল আলীর বাড়ী ফেরা পাবলিক বাসে যেহেতু আইজ হরতাল।পাশের যাত্রী অর্ক সাহেবকে জিজ্ঞাসা করে আজ কিসের জন্য হরতাল।অর্ক সাহেব উত্তর দেয় তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে। এ্ই বার প্রশ্ন তাহলে এরা গাড়ী চালায় কেন?এই হরতালে ।অর্ক সাহেবের বুদ্ধিদীপ্ত উত্তর তেলের দাম বাড়লে গাড়ীওয়ালার কি?এরা গাড়ী ভাড়া বাড়িযে দিবে?তেলের দাম পাঁচ টাকা বাড়লে ভাড়া বাড়বে ১০ টাকা।তাদের লাভ।টাকা যাবে পাবলিকের।খরচ বাড়বে পাবলিকের।এতে সরকারের কি? আর পরিবহন মলিকেরই বা কি?দেশের মানুষ শাখের কড়াত দিয়ে পেষা ছাড়া সরকার আর কিই বা করতে পারে?X((

উত্তর দিয়ে আক্কেল সাহেব ভয় পান। এই যাত্রী কেঠা?:-/সরকারীদল,বিরুধীদল,নাকি জামাত নাকি র এর এজেন্ট ? যেই হোক ক্ষতি হওয়ার ব্যাপক চান্স।অর্ক সাহেব বোবাডি খেলতে জানে না বা পারেনা। এইটা খুব গুরুত্বপূর্ণ খেলা যে জানে সেই হইলো ইন আর ইয়ান জীবনে তার হারন নাই খালি জীতন্।:)





এই খেলা দম বন্ধ করে খেলা লাগে।কথা বন্ধ।কথা বলল তো হারলো।প্রতিপক্ষ যতই কথা বের করার চেষ্টা করবে কোন কথা কউন যাইতো ন ।পাশের যাত্রী বারবার জিজ্ঞাসা করছে ভাই আপনে কই যাইবেন?এই গাড়ীটাই পোড়ানো উচিৎ।এরা গাড়ী বাইর করছে কেন?এইটা একটা জালেম সরকার।আক্কেল আলী হপ।মুখ বন্ধ। মুখ খোললেই হা গলে বিবদ ঢুকে যাবে।বোবাডি খেলা জমেছে বেশ।এখন আক্কেল আলী ইন আর ইয়ান।অপরাজেয়।হা হা হা।;)



কে বেশি বুদ্ধিমান মিসির আলী ন হিমু ন আক্কেল আলী?;)

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সমান

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: হিমু আর মিসির আলির সম্পর্ক কি এই লেখার সাথে ? :(
মাথার উপ্রে দিয়া গেল গা ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আছে আছে আক্কেল আলী বিখ্যাত লোক একদিন তাদের সাতে তুলনায় আসতে পারে ।আক্কেল আলী কাহিনি মাত্র জমেছে মনে আছে সে কিন্তু ভুল জায়গায় চলে গেছে আতঙ্ক জাগানিয়া পরিস্থিতিতে পড়েছে আক্কেল আলী সিকুয়াল আসছে।আক্কেল আলীর মোবাইল বিড়ম্বনা।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++++++ দিয়ে গেলাম দারুন একটা চিন্তা করেছেন ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আক্কেল আলীর মোবাইল বিড়ম্বণা কামিং সুন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: মিশির আলী ব্লগ ডেতে যায় নাই আক্কেল আলী গেছিলো :-B

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আক্কেল আলী ক্যারেক্ট সমাপ্ত হয় নাই ওগুলো শেষ হয়ে গেছে..আক্কেল আলী মনুষদের দর্শন দিবে।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
সুন্দর উপস্থাপনা -- :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

ভালো থাকবেন সবসময়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সায়েম মুন বলেছেন: আক্কেল আলী অর্ক সব এক সাথে গুলাই গেছে ক্যাঞ্জানী। #:-S

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি ওটা ইচ্ছাকৃত।পাঠকরা যাতে ধরতে পারে আক্কেল আলীর নামই অর্ক।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

অনীনদিতা বলেছেন:
কে বেশি বুদ্ধিমান মিসির আলী ন হিমু ন আক্কেল আলী;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই আক্কেল আলী

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

লাবনী আক্তার বলেছেন: বুজতেছিনা ! B:-) B:-)

তয় মনে অয় আক্কেল আলিই ;) ;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক কইছেন।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রোকেয়া ইসলাম বলেছেন: আসলেই কে?
আমার মনে হয়..................................................................

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কি মনে হয়? অবশ্যই আক্কেল আলী

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

আমিভূত বলেছেন: ভালই তো লাগলো , বিশেষ করে ফার্মগেট এর বিশ্লেষণ :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.