নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
--------------------------ছবি-নিজস্ব এলবাম
আমি পালিয়ে বেড়াই তোমার থেকে,চলে যেতে চাই অনেক দূরে;
অন্য কোন ঠিকানায় সকল গ্লানি ব্যর্থতা অবজ্ঞার প্রেমহীন এই ভূবন ছেড়ে।
তাই সব ছাড়ছি ছেড়েছি
নিজে থেকেই নিজের স্মৃতিগুলো কেড়ে নিয়েছি;
তোমার সহপাঠীরা আমার অনেক কাছের মানুষ ছিল;
তাদের থেকে সরে এসেছি অনেক দূরে
কারন তাদের সঙ্গে জীবন্ত হয়ে ওঠে তোমার স্মৃতিগুলো।
সেই সব জায়গাগুলোতেও আর পথ চলি না আমি,
মনের ভুলে আমার হিয়ার মাঝে যদি স্মৃতি হয়ে আস তুমি।
তোমার স্মৃতি বিজড়িত সেই চাকরিটাও আমি ছেড়ে দিয়ে নতুন কিছু করছি;
তোমার সকল তোমাকে আমার থেকে মুছে ফেলে ভিন্ন পথে চলছি;
ভাসছি হাওয়ায় ভাসছি-মুক্তির স্বাদ জিভে নিয়ে যেখান খুশি যাচ্ছি;
তোমার কাব্য ছূড়ে ফেলে নতুন কাব্য লিখছি।
থাকতে চাইলাম একা,সঙ্গিহীন নিমগ্ন নির্জনতায়;
সেই একাকিত্বের সুযোগ নিয়ে তুমি চলে আসো
আমার হিয়ার মাঝে তোমায় খুজে পাই কল্পনায়।
ধন ছাড়লাম জন ছাড়লাম, ছাড়লাম সারাবিশ্ব;
আমার প্রাণে তোমারই বাস!তুমিহীনা তা নিস্ব!!
মহা সমস্যায় আমি! কি করে তোমার থেকে অসীম দূরত্বে সরি?
এ কাজটা অতি সহজ মিছেই ভেবে মরি!
আমার দেহ থেকে আত্না শ্বাস -প্রশ্বাস হৃদস্পন্দন ত্যাগেই আমি মুক্ত বিহঙ্গ
তোমার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি।।
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখলাম।সুপার রুমান্টিক কবিতা ।এর ব্যর্থ প্রেমিক পালিয়ে থাকার কবিতা।
ধন্যবাদ শুভকামনা থাকলো।
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
প্রিন্স হেক্টর বলেছেন: *লেখা হবে।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: কিন্তু সরল এবং আবেগীরা এই মুক্তিটা পায় না কখনই না ক খ ন ই না
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: একদম খাটি কথা ।
শুভকামনা থাকলো
ভালো থাকবেন সবসময়।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন: অসাধারন হইছে এটাও।
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার হিসেবে এটা আগরেটার চেয়ে বেটার। কবতিার থিমটা অসাধারণ।বাচাকলিন অবস্থায় প্রে ম থেকে পরিত্রাণ নাই।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
একজন নিশাচর বলেছেন: +++
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: suvikamona thaklo valo thakben sobsomoy
৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮
রাইসুল নয়ন বলেছেন: ++++++
অনেক অনেক ভালো থাকুন কবি ।।
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad suvokamona thaklo
৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
সায়েম মুন বলেছেন: হিয়া শব্দটা রাবিন্দ্রিক হয়ে যাচ্ছে। এর আগেও অনেক কবিতাতে ব্যবহার করেছেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: রবীন্দ্রনাথ গড।তার গানআমার খুব প্রিয় তা্ই তিনি বারবার চলে আসেন। হিয়া তো হিয়া ।
শুভকামনা থাকলো
৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন ব্রো ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কেমন আছেন?
পাঠ করার জন্য ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা সুন্দর লিখেছেন ++++++
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: thanks
kobi valo thakben sobsomoy
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
প্রিন্স হেক্টর বলেছেন: বাস্তব ঘটনার আলোকে লেকা নাকি?
ভালো হয়েছে। প্রথম + দিলাম