নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আলোর মিছিল রাজ পথে
আমাদের দাবী
ধর্ষিতার ক্রন্দন নয়
ধর্ষকের বিচার চাই
মৃত্যু চা্ই
ধ্বংস কামনা করি
ধর্ষণ মুক্ত সমাজ গড়ি
রাজপথে তা্ই প্রদীপ জ্বালিয়েছি
আগুনের পরশমনি ছূইয়ে দিয়েছি
অসভ্য আত্না ভস্ম করে জ্বালিয়ে গিয়েছি
মানবতার প্রদীপ ;সেই আলোয় দূরীভূত হোক
অন্ধকার সব ,ঘুচে যাক ব্যর্থতা দুঃখ শোক।
তিমির রাতের আঁধারে তাই জ্বালিয়ে দিলাম আলো
এই আলোতে দূর হবে তাই অত্যচারের কালো
এ যে আশার আলো জ্বালিয়ে গেলো
হতাশারে সব নিভিয়ে দিল
ধর্ষকেরা হুশিয়ার আমরা আছি চারিধার
মারবো তোমাদের এমন মার
সেই মারেতেই পাগারপার
কান্ডারী সব রাজপথে
সুযোগ নাই আর পালাবার
ধরবো তোদের গলাটিপে
পোড়বো তোদের এই প্রদীপে
আলোর মিছিল করছি তাই
এই কথাটি বলে যাই
তোদের আর রক্ষা নাই।
আমরা সবাই কঠিন পণে
করবো তোদের সমাজ ছাড়া
আমরা সবাই ডিটারমাইন্ড
করবোই তোদের এদেশ ছাড়া ।।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো। এই বিষয়ে মেলোডি কবিতা অ্যাপ্লিকেবল নয়।
ভালো থাকবেন সবসময়।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধর্ষকেরা হুশিয়ার আমরা আছি চারিধার
মারবো তোমাদের এমন মার
সেই মারেতেই পগারপার
কান্ডারী সব রাজপথে
আমার নাম দেখে বড়ই প্রিত হইলাম +++++++++++++
একটাই দাবী ওদের ফাঁসি চাই
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।
পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
শিপন মোল্লা বলেছেন: ধর্ষিতার কান্না নয়
ধর্ষকের শাস্তি চাই
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।
কবিতা পাঠে ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
আশিক মাসুম বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় আশিক মাসুম।
ধন্যবাদ শুভকামনা থাকলো।
ভালো থাকবেন সবসময়।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
আমিনুর রহমান বলেছেন: ধর্ষকেরা হুশিয়ার আমরা ব্লগাররা আছি চারিধার ...
পোষ্টে +++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
ভালো থাকবেন সবসময়।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
এহসান সাবির বলেছেন: ধর্ষিতার কান্না
আর না আর না
একটাই দাবী ওদের ফাঁসি চাই
পোষ্টে +++++
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত শুভকামনা।
আমরা সবাই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। ভালো লাগা রইল+++
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের অংশগ্রহণ একান্তই কাম্য আলোর মিছিলে ।নাহলে দেশটা রসাতলে যাবে।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: হায় রে সমাজ
বেশ ভুষা ফিটফাট
মনে কুকাজ
মা বোন সবারই রয়
এরা জারজ
ধর্ষণ করে মারে
চেনা সহজ ।
যেখানেই মিলে ওদের দেখা
পায়ে ধল তারে
উৎখাত হোক এ মনোবৃত্তি
মানবতা ধিক্কার পশুদের তরে
তাই এস প্রতিবাদি সবাই মিলে
আলোর মিছিলে ।
শুভকামনা তাই
ভাল থাকা চাই
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নারীর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুভকামনা থাকলো।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
ভিয়েনাস বলেছেন: আবুশিথি বলেছেন: ধর্ষিতার কান্না নয়
ধর্ষকের শাস্তি চাই ...........
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আসুন সবাই মিলাই হাত
ধর্ষকের করি মুন্ডপাত।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: করব তাদের এ দেশ ছাড়া ।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত শুভকামনা।
১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
ঘুড্ডির পাইলট বলেছেন: ধর্ষকেরা হুশিয়ার আমরা আছি চারিধার
মারবো তোমাদের এমন মার
সেই মারেতেই পগারপার
ভালো লাগলো ।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ঘুড্ডির পাইলট।
কাবিতা পাঠে ধন্যবাদ।
এই ইস্যু ধরে নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
কোন নারী শিশু যেন নিরাপত্তাহীনতায় না ভূগে।
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
সিরাজ মিয়া বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: ধর্ষকেরা হুশিয়ার আমরা আছি চারিধার
মারবো তোমাদের এমন মার
সেই মারেতেই পগারপার
ভালো লাগলো ।
@ ঘুড্ডির পাইলট
শুশিল গিরি আর কতো দেখাইবেন মিয়া ? আগের নিকে ব্যান খাইছিলেন কেন ?
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সিরাজ মিয়া ভাই কথাগুলা আমার।
আমার ব্লগে সুস্বাগতম।
আপনি কি ধর্ষকদের পক্ষে?
আমার কবিতা হয়তো আপনার ভালো লাগে নাই।
ভুল মানুষ করে।এটা তার বৈশিষ্ট্য।
ভুল করে না ছেরেশতা আর শয়তান।
ঘুড্ডির পাইলট ব্যান খেয়ে প্রমাণ করেছে সে মানুষ। শয়তান তো নয়।
ব্যান খাইলে কত বছর জেল হয়?
এটা কোন ধরনের অপরাধ?
মানুষের সম্মান হানি করা সব চেয়ে বড় অপরাধ। ইহা স্রষ্টা খুব অপছন্দ করে।
ব্লগে ও কাদা ছুড়াছুড়ি চলে।রাজনীতিবিদরা তাহলে ব্লগারদের চেয়ে কম খারাপ!!তারপরও আমার মত নবীশের ব্লগে।
অনেক কবিতাই আমি পড়ি নাই।আবার এত কবিতা পড়েছি যে এটা বলতে পারি কবিতা পড়া পাঠ চুকিয়ে এখন লিখি।
আল্লাহতায়ালা ক্যাচাল মুক্ত ব্লগ করুক।
আমার কবিতা হয়তো পছন্দ হয়নাই।দাবী দাওয়া মার্ক কবিতা একটু শোগান টাইপ হবে এটাই স্বাভাবিক?
আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক।নিজের দোষ বাছতে জান শেষ আরেকজনের দোষ খোঁজার সময় কোথায়?ক্ষমা মহৎ গুণ।আর মানুষকে সম্মান করা সবচেয়ে বড় মানবিক গুণ আমরা মানুষ হই
ভালো থাকবেন সবসময় ।
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: আমাকে দেখলেই জলুনি উঠে কেন ? চিনতে ভুল করছো । এর আগেও অনেকবার দেখছি আমাকে খুচাও ! ব্লগে কমেন্ট করলেই এরপর থিকা তোমাকে সব ব্লগাররা থাপ্রাইবো দেখতে চাও ?
খালি একটা পোষ্ট দিমু ।
ব্লগ লিখেছেন: ২ সপ্তাহ ১ দিন
আগে মানুষ চিনে খুচাইতে আসবা, নয়া আসছো তাই পাইলটরে চিনো নাই । তোমার মতো ফাযিলদের থাপ্রাইয়া ব্যান খাইছি , কে পাঠাইছে বুঝি সবই , মোবাইল ভার্ষনে এখনও আগের নিকের পোষ্ট আছে । দেইখা তারপর সাহস থাকলে খোচাইতে আইসো।
@ সিরাজ মিয়া
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: খোচাখুচি খুবখারাপ।আমরা ব্লগাররা খোচা দেই অনিয়ম আর দূর্নীতিকে।
মানুষ খোচানোর সময় কই।
কবি ভালো থাকবেন সবসময়।
মানুষের অধিকার আদায়ের কর্মসূচী কে কেউু্ রুখতে পারবে না ।
ভালো থাকবেন সবসময়।
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: এইখানে সমস্যা কি ?
খোলাশা করেন @ সিরাজ মিয়া
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সিরাজ ভাই উত্তর দেন।আমার ব্রগ এখন থার্ড আম্পায়ার।
নিয়েল হিমু শুভকামনা।
আমার আশঙ্কা দেশ রসাতলে যাবে ।এহেন ক্যাচাল চলতে থাকলে।
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
গাজুরিয়া মাইর বলেছেন: @ সিরাজ মিয়া/ প্রবলেম কি ডুড? নাকি হানি বলবো?
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাই শুবকামনা থাকলো
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
নেক্সাস বলেছেন: ধর্ষিতার কান্না নয়
ধর্ষকের শাস্তি চাই
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: গতরাতে বাসায় পৌছেছি রাত ১১.৩০ এ।একটা জিনিস কেনার কথা ছিলো দেখি গ্রান্ড সেন্টার বন্ধ ঘড়িতে তাকিযে দেখি এত রা্ত তাই।
মহান ব্লগার নেক্সাস ভালো থাকবেন সবসময়।
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
মোহনা১ বলেছেন: আলোর মিছিল ভালো লাগলো।
"....কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।.."
শুভকামনা।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। ভালো থাকবেন সবসময়।
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
মুনতা বলেছেন: দারুণ লাগলো।
+++
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো ।
২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
টুম্পা মনি বলেছেন: ভাল হয়েছে। পিলাচ। লাকি ৬
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
শিপু ভাই বলেছেন:
ধর্ষিতার কান্না নয়
ধর্ষকের শাস্তি চাই!!!
দারুন সেলিম ভাই!!!
+++++++++++++
আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়েছি!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই ব্যস্ততার কারনে পরিচিতি পর্ব দীর্ঘায়িত করতে পারিনাই। সময় বের করে লম্বা একখান আড্ডা দেয়ার ইচ্ছা থাকলো ।
ভালো থাকবেন সবসময়।
২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধর্ষকেরা হুশিয়ার আমরা আছি চারিধার
মারবো তোমাদের এমন মার
সেই মারেতেই পগারপার
শুধু মাইরে হবে না , দরকার শিশ্ন কর্তন ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ভালোথাকবেন ।শুভকামনা থাকলো ।
২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ সিরাজ মিয়া অহেতুক ক্যাচাল সৃষ্টি থেকে বিরত থাকুন ।
বাঘে ছুঁইলে ১৮ ঘা , পুলিশে ---- ৩৬ ঘা , পাইলটে ছুঁইলে ৩৬০ ঘা ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।আমার ভাই তোমার ভাই পাইলট ভাই পাইলট ভাই।
সিরাজ ভা্ই থামলে ভালো লাগে।
২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
অপূর্ণ রায়হান বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
রাইসুল নয়ন বলেছেন: ভালোলাগা রইলো কবি ।।
চমৎকার সৃষ্টি ।।
নরপশুদের দেশ ছাড়া করবই করবো ।।