নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত ব্লগার আসিফ মহিউদ্দিন মৃত্যুর সঙ্গে লড়ছেন

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০



ছবি-নিজস্ব মনসুর আলী হাসপাতালে রক্তাক্ত আসিফ মহি উদ্দিন







তার শরীরে চাপাটির আঘাত







আসিফ মহিউদ্দিন যন্ত্রণায় কাতরাচ্ছেন



প্রখ্যাত ব্লগার আসিফ মহিউদ্দিন মৃত্যুর সঙ্গে লড়ছেন।তাকে মনসুর আলী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে উন্নতর চিকিৎকসার জন্য পাঠানো হয়েছে।তার কাধে ২ জায়গার গভীর খত রয়েছে।কে বা কারা তাকে অঘাত করেছে এখন পর্যন্ত জানা যায় নাই।তবে হামলাকারীরা তার কাছ থেকে কোন কিছু ছিনতাই করেন নি।তাকে হত্যা করার জন্যই আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।সকল ব্লগার তার সুস্থতার জন্য দোয়া করবেন।তার উপর আঘাতকারীর বিচার চা্ই করতে হবে।আসিফ ভাইকে যারা হত্যা করতে চেয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি। ঢাকা মেডিকেল এ তার শুভানুধ্যায়ীরা তার পাশে দাড়াবেন এই কামনা রইলো ।ওনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। অনেক প্রচেষ্টা পর ঢুকতে পেরেছি। অনেকটা থ্রেট দিয়ে তাকে দ্রুত ঢাকামেডিকেলের উদ্দেশ্যে পাঠাতে সক্ষম হই।অন্যমন্ষ্ক শরৎ আমাকে না জানালে আর আমি যেয়ে ওই রকম দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য না করলে আরও আশঙ্কাজনক অবস্থা হত। গড ব্লেস ইউ শরৎ।



------------------------------------------------------------------

এই ছবি আমার মোবাইলে তোলা।এটা থেকে যে ছবি ডাউন লোড করা যায় আমি জানতামনা। এই প্রথম ডাউন লোড করলাম।আমি দেখেছি তার সারা শরীরে রক্ত।তার কাছে যেতে যেতে সব মোছা শেষ।তার যতটুকু সেলাই মনসুর আলী হসপিটাল দিতে পারে দিয়েছে।বাকী অংশ তাকে সেন্সলেস করে করতে হবে।এবং তা ঢাকা মেডিকেলেই সম্ভব ডক্টর বলেছেন।যারা আমাকে ব্যক্তিগত ভাবে চিনেন।তারা জানেন আমি অসত্য বলিনা।

-------------------------------------------------------------------

সবাই প্রার্থনা করবেন আমার বন্ধুটি যেন আমাদের বন্ধুটি যেন দ্রুত আরোগ্যলাভ করেন।

------------------------------------------------------------------

মৃত্যুঞ্জয়ী ব্লগার আসিফ নজরুলের অবস্থা আগের চেয়ে বেটার। তিনি আবার ও লিখবেন :)

--------------------------------------------------------------------



আপডেট :১৭/০১/১৩ সকাল ১০.২০ আসিফ মহিউদ্দিন ভাই এখনো ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ওয়ার্ডে



আগেরে ছেয়ে ভালো অবস্থায় আছেন। ডাক্তাররা তার সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী

মন্তব্য ১৬৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: উনার সুস্থতা কামনা করছি। আর কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: তিনি এখন ভালো আছেন।দোয়া করবেন যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: উনি সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি। হামলাকারীদের অবশ্যই বিচারের কাঠগোরায় নিয়ে আসতে হবে, আমাদের নিজেদের স্বার্থে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।

ওদের বিচার চাই।শাস্তি চাই।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

হিংস্র ঈগল বলেছেন: এখন উনি কোথায় আছেন? ঢামেক নাকি উত্তরায়। সবচেয়ে ভালো হতো ওনাকে সিএমেইচএ আনলে। উত্তরা থেকে কাছে হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ভালো থাকবেন ।উনি এখন তুলনামূলকভাবে ভাল আছেন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ঢাকাবাসী বলেছেন: আওয়ামী লিগের মখার আইন শৃঙ্খলা পরিস্হিতি! দোয়া করি তিনি ভাল হয়ে উঠুন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ভালো থাকবেন।আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

~*প্রভাষক*~ বলেছেন: ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত - বউকে এই কথা বলা-ই যাবে-না... তাইলে আমার ব্লগিং / ফেসবুকিং লাটে-ই না শুধু... এক্কেবারে ডাস্টবিনে বা ভাঙ্গাড়ি দোকানের পাল্লায় উঠবে...

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। এমনটি হতে পারে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

ডিএন বলেছেন: সুস্থতা কামনা করছি ।দোয়া করি তিনি ভাল হয়ে উঠুন। আমীন

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

পাগলমন২০১১ বলেছেন: :( :( :(

দোয়া করি যেন আসিফ ভাই ভালো হয়ে উঠেন তাড়াতাড়ি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিন। ধন্যবাদ।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

রি হোসাইন বলেছেন: আসিফ মহিউদ্দীন কে ছুড়িকাঘাত করে ওরা জানিয়ে দিলো ব্লগে আর ফেসবুকে লিখেও বিপ্লবের স্বপ্ন দেখা খুব একটা ভুল নয় ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কলম তনবারির চেয়ে শক্তিশালী।দারুণ মন্তব্য করেছেন। বাংলাদেশের উন্নয়নে এই বিপ্লব খুব দরকার।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

ক্রস ফায়ার০০৭ বলেছেন: ফেসবুকে ডাক্তার আইজূ বলেছেন, "বুঝলাম না কি পরিকল্পিত মাইর দিলো যে হাসপাতালে ভিকটিম নিজেই যাইতে পারে? ছিনতাইকারীরা মালশামান নিয়া যাওনের সময় বেশী কেচাল ভয় দেকানোর লাগি কোপ দিসে বলেন!! তারপর উনি বীর পুন্গবের মতো ক্লিনিকে গিয়া আগে নিজের চিকিতসা দেওনের বদলে কল দিসে শরতরে যাতে পাবলিক উনারে হিট দেয়!!"

এদের কমেন্ট দেখেই বুঝা যায় এটা কাদের কাজ!! ছিঃ ছিঃ ছিঃ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: খুব বাজে মন্তব্য শরৎ উদ্যোগ নেয়াতে হয়ত তিনি বেচে আছেন।

ওনার জন্য দোয়া করবেন।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

তন্ময় ফেরদৌস বলেছেন: তীব্র নিন্দা জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। আমিন।আমরা সবাই চাই উনি সুস্থ্য হয়ে ওঠুন।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

বাংলার হাসান বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
সুস্থতা কামনা করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আপনার কামনা যেন পূরণ হয়।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুস্থতা কামনা করছি

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কামনার বাস্তবায়ন ঘটুক।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

স্তব্ধতা' বলেছেন: দিস ইজ দ্যা ফেস অফ এ সিক বাংলাদেশ।ছি: ...

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

একটি উদাসী মেয়ে বলেছেন: তাঁর সুস্থতা কামনা করছি :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন শুভকামনা থাকলো।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

পারভীন রহমান বলেছেন: সবার উপরে আসিফ মহিউদি্দন একজন মানুষ। তাই তার বাচার আধিকার আছে !!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই আছে।সহমত।


শুভকামনা থাকলো।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

শিপন মোল্লা বলেছেন: তার সুস্থতা কামনা করছি। সেই সাথে আশা করছি এই ঘটনা অন্য খাতে প্রভাবিত না হয়। উল্লেখ্য ব্যাক্তিগত বিষয় নিয়ে কিছুদিন পুর্বে আসিফকে আরেক নাস্তিক গ্রুপের ব্লগাররা শাহবাগে মারপিট করেছিল।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

নোমান নমি বলেছেন: অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতার করা হোক। আসিফের সুস্থতা কামনা করছি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।শুভকামনা ।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

তুহিন মাজহার বলেছেন: খুবি খারাপ লাগছে, মানুষ হয়ে মানুষকে কিভাবে ছুরিকাঘাত করে? এই দেশে কি শুরু হল? ব্লগারের উপরেও হামলা। হে আল্লাহ সবাইকে শান্তিতে থাকার সুমতি দাও!

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

সাঈ০৭৬৭ বলেছেন: ফেসবুকে ডাক্তার আইজূ বলেছেন, "বুঝলাম না কি পরিকল্পিত মাইর দিলো যে হাসপাতালে ভিকটিম নিজেই যাইতে পারে? ছিনতাইকারীরা মালশামান নিয়া যাওনের সময় বেশী কেচাল ভয় দেকানোর লাগি কোপ দিসে বলেন!! তারপর উনি বীর পুন্গবের মতো ক্লিনিকে গিয়া আগে নিজের চিকিতসা দেওনের বদলে কল দিসে শরতরে যাতে পাবলিক উনারে হিট দেয়!!"

এদের কমেন্ট দেখেই বুঝা যায় এটা কাদের কাজ!! ছিঃ ছিঃ ছিঃ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: পর গড সেক প্রে ফর হিম।এর আগে আমি তাকে দেখি না্ই। শরৎ নাম করা ব্লগার আমি কিন্তু তা নই।শুধু একজন ব্লগার একজন মানুষ তার জীবন বাচতেই আমার হসপিটালে যাওয়া।আপনি ও টার্গেটে পড়তে পারেন। এই ভাবে বললে খুব কষ্ট পাব।
মানুষ আপনার সম্বন্ধে খুব বাজে ধারনা পোষণ করবে।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ধূসরধ্রুব বলেছেন: হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানাচ্ছি । আসিফের সুস্থতা কামনা করছি

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

প্রিন্সেস ফিওনা বলেছেন: তাঁর সুস্থতা কামনা করছি।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

পাগলাগারদের পাগল বলেছেন: অনেক খারাপ লাগতেছে।। দোয়া করি ভাইয়ের সুস্থতার।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার ভুমিকা দেখে ভালো লাগলো। :)

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

blogbug বলেছেন: Cruel result fron fanatism

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

অনিক আহসান বলেছেন: ব্লিডিং বন্ধ হইছে।

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

Ashish বলেছেন: তারাতারি সুস্থ হয়ে উঠেন এই প্রাথনা করি।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: উনি কিছু বিষয়ে অত্যন্ত বেশি উগ্র ছিলেন। তার উগ্রতা একটা সম​য় হয়ে যায় লাগামছাড়া। ধর্ম নিয়ে কটুকথা দিয়ে শুরু হলেও উনি শুধু ধার্মিক/ধর্মান্ধ ব্যক্তিদের কর্তৃক আক্রান্ত হয়েছেন​, তা নিশ্চিতভাবে বলা যাবে না। শিবিরদের উনি বলতেন ছাগু, আর লীগদের বলতেন ভাদা। আবার আস্তিক দেখলেই শিবির ক্যাটাগরিতে ফেলে দিতেন​। কারও মধ্যে দেশপ্রেম থাকলে সেখানে আওয়ামী গন্ধ খোঁজার চেষ্টা করতেন। আওয়ামী লীগ ছাড়া কি কোন দেশপ্রেমিক নেই? সৃষ্টিকর্তায় বিশ্বাসী মানেই কি শিবির কর্মী? এই সমস্ত ট্যাগিং-এর জন্য কেউই তাকে দেখতে পারতো না। আবার মানবতার নাম করে মালালা প্রেম দেখিয়ে প্রোফাইলে টাঙিয়ে দিয়েছিলেন পাকি পতাকা, সেজন্য হন আরও বিতর্কিত। আবার নিজের সীমানাতেও তার আচরণে অনেকেই অসন্তুষ্ট ছিলেন। এতে করে তার নাস্তিক বন্ধু-বান্ধবও তার সাথে দূরত্ব তৈরি করেন। ফলাফল- ছবির হাট ট্রাজেডি। ব্লগ ও ফেসবুকে তার একসময়ের ঘনিষ্ঠ বন্ধুরাই তাকে ভ​ৎসনা করা শুরু করে। কে জানতো? ব্লগ আর ফেসবুকের সেই কী-বোর্ড যুদ্ধ আজ এক সত্যিকার রক্তক্ষ​য়ী যুদ্ধে রূপ নিবে!!!

এখন এই অবস্থায় তার প্রতি সমবেদনা ছাড়া আর কিছুই জানানোর নেই। নিন্দা জানাই এই কী-বোর্ডের যুদ্ধকে রক্তক্ষ​য়ী যুদ্ধ বানানোর জন্য। আর প্রার্থণা করি, সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাই আমি একজন চরম আস্তিক মানুষ।আমি একজন মানুষকে বাচাতে গিয়েছি একজন ব্লগারকে একজন বন্ধুকে বাচাতে গিয়েছি সে আস্তিক নস্তিক ভাবার সময় নাই।মনুষকে আল্লাহতায়ালা অনেক ভালো বাসেন।আমার বন্ধুটা যেন সুস্থ হয়ে যায়।সে কাউকে লেখার মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তার আরোগ্যকামনায় প্রার্থনা করার অনুরোধ করা হলো।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

একজন আরমান বলেছেন:
সুস্থতা কামনা করছি।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

অদ্বিতীয়া আমি বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

আশিক মাসুম বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার ভুমিকা দেখে ভালো লাগলো। :)

আমারো।

৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

বেবিফেস বলেছেন: এ ধরণের সকল হিংস্রতার তীব্র নিন্দা জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করি।

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

জীবন্মৃত০১ বলেছেন: আসিফ ভাইয়ের সুস্থতার জন্য র্সষ্টিকর্তার কাছে দোয়া চাই- জানতে পারলে আসিফ ভাই মাইন্ড খাইতে পারেন। তাই তার সুস্থতার জন্য ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করছি। আর এই কাপুরোষোচিত কাজের জন্য দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

এস এম নাদিম মাহমুদ বলেছেন: সবার আগে সে মানুষ এই বিষয়টা মাথা থাকা জরুরী। সে খারাপ কিনা ভাল সেটা দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।.....................

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

মাগুর বলেছেন: এখন এই অবস্থায় তার প্রতি সমবেদনা ছাড়া আর কিছুই জানানোর নেই। নিন্দা জানাই এই কী-বোর্ডের যুদ্ধকে রক্তক্ষ​য়ী যুদ্ধ বানানোর জন্য। আর প্রার্থণা করি, সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সহমত শুভকামনা।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

রাইসুল সাগর বলেছেন: সুস্থতা কামনা করছি।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: উনার সুস্থতা কামনা করছি। :( :( :( :(

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

জেমস বন্ড বলেছেন: গুড জব ভাই . ঊনার সুস্ততা কামনা করছি .

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

DJ টোকাই বলেছেন: দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

চানাচুর বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করে হেদায়েত দান করুক।

৪১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রি হোসাইন বলেছেন: আসিফ মহিউদ্দীন কে ছুড়িকাঘাত করে ওরা জানিয়ে দিলো ব্লগে আর ফেসবুকে লিখেও বিপ্লবের স্বপ্ন দেখা খুব একটা ভুল নয় ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমাদেরকে অশুভ শক্তিরা থ্রেট মনে করবে।কারণ আমরা একতাব্ধভাবে কাজ করলে দেশে বিপ্লব সাধন করতে পারি।।

৪২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

ব্লুম্যাজিক বলেছেন: দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

জোবায়েন সন্ধি বলেছেন:

ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর আঘাতের অর্থ, সকল মুক্তচিন্তার লোকজনের উপরই আঘাত। আসিফ মহিউদ্দীনের সাথে অনেকের মিল-অমিল থাকতে পারে। কিন্তু একজন মানুষ হিসেবে এই পৈশাচিকতা মেনে নেয়া যায় না। একজন মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, আর তাকে নিয়ে বিকৃত উল্লাস মানবতা ও সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আসিফের দ্রুত সুস্থতা কামনা করি। কামনা করি সে আবারও ওর পরিমণ্ডলে ফিরে আসুক।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের খুজে বের করে শাস্তি দিতে হবে

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

যান্ত্রিক দৃক বলেছেন: Kissu bolar nai, valo hoye uthun.

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ভালো থাকবেন।

৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: ভাইয়া মনে হয় কিঞ্চিত ভুল বুঝলেন আমাকে। আমি কিন্তু সেটা বলি নি। আমি সন্দেহের তালিকায় কাউকে বাদ রাখতে রাজি নই। তাই অনেক কিছু বললাম যেখানে প্রাধান্য পেয়েছে যে শুধু আস্তিকদের সন্দেহের চোখে দেখা ভুল হবে। কারণ, লীগ-শিবির-আস্তিক-নাস্তিক সব ক্যাটাগরিতেই উনি শত্রু তৈরি করে রেখেছেন। আর আপনার মত আমারও খারাপ লাগছে এই ব্যাপারে। কারণ, সেদিন টেলিভিশনে দেখলাম বিশ্বজিতের উপর চাপাতির আঘাত। সেদিন মনে হচ্ছিল এটা তো আমার বা আমার কোন ভাইয়ের উপরও হতে পারতো। আর বলতে বলতেই আজ দেখি ব্লগেরই এক ভাইয়ের উপর সে আঘাত।

কি আর বলব!!! কিচ্ছু বলার নেই ভাই... কেউ ধর্মের জন্য হত্যা করে, আবার কেউ ধর্মকেই হত্যা করে। কেউ মানুষ হত্যা করে, আবার কেউ মানবতাকেই হত্যা করে। এরা সবাই হত্যাকারী, সবাই অমানুষ...

৪৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

এমদাদুল কদির বলেছেন: : সুস্থতা কামনা করছি ।দোয়া করি তিনি ভাল হয়ে উঠুন। আমীন 

৪৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ সেলিম ভাই।

আসিফ মহিউদ্দিন এর দ্রুত আরোগ্য কামনা করছি।

৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: এখন পর্যন্ত আপনার দেয়া নিউজটাই প্রথম পেলাম একটু ডিটেইল ।
ধন্যবাদ ।

৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

রাসেল১৩ বলেছেন: সত্যি খুব খারাপ লাগছে :(

আসলে এই মুহুর্তে বলার কিছুই খুজে পাচ্ছিনা :( উনার দ্রুতো আরোগ্য কামনা করছি !

৫০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: নাস্তিক হোক আর যাই হোক, সবার আগে মানুষ। আমি নিজে 2009 সালে ছুরিকাহত হয়েছিলাম, তখন টের পাইছি মৃত্যুর কতটা কাছে চলে গেছিলাম। সে মানুষের ধর্মানুভূতিতে যতই আঘাত দিক, আপনার আমার ধর্ম নিশ্চয়ই বলা নেই তার মৃত্যু কামনা করতে।
মহানবী (স) এর চলার পথে যে বুড়ি কাঁটা বিছিয়ে রাখত, সেই বুড়ি অসুস্থ হলে মহানবী (স) কি তার সেবা করেন নি?
সে ঘটনা থেকে শিক্ষা নন অন্তত।

যারা জানেন না, তাদের জন্য বলছি, আসিফ মহিউদ্দিন ছুরিকাহত হয়েছেন একটু আগে। এই পোস্ট দেখুন , এখন সম্ভবত ডিএমসিতে আছেন।

বি+ ব্লাড লাগবে, যারা আশে পাশে আছেন ডিএমসির, রক্ত দেবার জন্য রেডি থাকুন, অনেক রক্ত লাগার কথা। আর যারা পারছেন না, শুভ কামনা না করেন, দয়া করে অশুভ কামনা করবেন না। বিচারের মালিক মহান আল্লাহ, আপনি আমি না।

৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

অ্যামাটার বলেছেন: কাঁদো বাংলাদেশ কঁদো :((

৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

টুম্পা মনি বলেছেন: আল্লাহ সাফি আল্লাহ মাফি। তিনি সুস্থ হয়ে উঠুন। আল্লাহ পাককে অনুভব করতে শিখুন। তারপর স্বাভাবিক জীবন অতিবাহিত করে প্রকৃতির যে নিয়ম আল্লাহ পাক বেঁধে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী পৃথিবী ত্যাগ করুন সেটাই প্রার্থনা। এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে যেন চলে না যান। ফিরে আসুন সুস্থ হয়ে হাসি মুখে। আমিন।

৫৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

এস্কিমো বলেছেন: খুবই দুঃখজনক। এই ধরনের হামলা আর তা নিয়ে পক্ষ বিপক্ষের খেলা কোন সুস্থ সমাজের লক্ষন নয়। কিন্তু বাংলাদেশের জন্যে এইটা বাস্তবতা। এই বাস্তবতা জেনেশুনেই উনি এই হামলাকে নিজের জন্যে টেনে এনেছেন। ডান বাম মধ্য সব পথের অনুসারীদের শত্রুর কাতারে পাঠিয়েছিলেন - সুতরাং যারা এখনই দ্রুত মৌলবাদী যৌগবাদী ইত্যাদি সিদ্ধান্ত নিতে চেষ্টা করছেন - তারা একটু ধের্য্য ধরেন। সবাই মিলে একটা দাবীই করি - দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হউক।

আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হামলা যারাই করুন না কেন, তাদের আইনের আওতায় আনার দাবী করছি।

আর একটা কথা না বলেই নয় - যেভাবে ব্লগের শিরোনামটা করা হয়েছে - তাতে মনে হচ্ছে ব্লগার আসিফের নিরাপত্তার চেয়ে ঘটনার নাটকীয়তাকে বেশী গুরুত্ব দিচ্ছেন। মৃত্যুর সাথে লড়াই করার মতো আহত মনে হয় উনি হননি। তবে এই ছবি আর খবর ভবিষ্যতে ইমিগ্রেশনের জন্যে ব্যবহার করার ইচ্ছা থাকলে ঠিক আছে। নতুবা খবরের মাঝে নাটকীয়তা বর্জন করে বস্তুনিষ্টতা এবং সততা থাকা দরকার - তাতে মানুষ বিভ্রান্ত হয় না।

১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: @ এস্কিমো সত্য অনেকসময় নাটকিয়তাকে হার মানায়।এমন মন্তব্র করা অনুচিৎ যা আপনাকে লজ্জায় ফেলতে পারে।একজন রক্তাক্ত মানুষ ইমার্জেন্সিতে কাতরাচ্ছে দেখলে আপনি কি বলবেন।


বাস্তবতাতো আরো কঠিন।

৫৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

মিনেসোটা বলেছেন: এস্কিমো বলেছেন: মৃত্যুর সাথে লড়াই করার মতো আহত মনে হয় উনি হননি। তবে এই ছবি আর খবর ভবিষ্যতে ইমিগ্রেশনের জন্যে ব্যবহার করার ইচ্ছা থাকলে ঠিক আছে।


ভাই এভাবে সত্য কথা বলতে হয় না, লোকজন ব্যাজার হবে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আসিফ সাহেব। মারাত্মক ইনজুরড হয়েছিলেন।

৫৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

আমিনুল ইসলাম (মিঠু) বলেছেন: উনার দ্রুত আরোগ্য কামনা করি।

৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

আবু মান্নাফ খান বলেছেন: সুস্থ হয়ে উঠুন এই কামনা ।

হায়রে নিরাপত্তা। হায়রে দেশ। কিছু মনে নিয়েন না কেউ। মনের অজান্তেই বাইর হইয়া গেল

৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

এ হেলাল খান বলেছেন: সবার আগে মানবতা। মানবতার জয় হোক।

৫৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

মুহাম্মদ মইনুল হুদা বলেছেন: দু:খজনক, তার দ্রুত আরোগ্য কামনা করি।

৫৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

স্বাধীকার বলেছেন:
ব্লগার আসিফ ভাই একজন নাস্তিক, তার সাথে আমাদের সম্পর্ক আস্তিকতা বা নাস্তিকতা দিয়ে নয়, একজন সহব্লগার হিসাবে তাকে মূল্যায়ন করি। তার মতের সাথে বহু বিষয়েই আমাদের দ্বিমত থাকতে পারে। বহু পোস্টে তার সাথে তর্কও হতে পারে। কিন্তু তাকে ছুরিকাহত করাকে কোনো সুস্থ্য মানুষ সমর্থন করতে পারেনা। যে সব ভন্ড ধার্মিক বা পশু এখানে শান্তি পাচ্ছেন বা পাওয়ার মতো মন্তব্য করছেন তাদের প্রতি অনুরোধ থাকলো নিজের ভিতরের হিংস্র পশুটাকে এভাবে আর দেখাবেন না-এখন সেটা দেখানোর সময় নয়। তাছাড়া ব্লগে পশুদের উপস্থিতি কাম্যও নয়।

সহব্লগার হিসাবে সত্যিই মর্মাহত, চরম আতংকিত। দেশের সর্বত্র আজ ভিন্নমতকে চাপা দেওয়ার একটি জঘন্য কায়দা দেখা যাচ্ছে-যা শারীরিক ভাবে করা হচ্ছে। সঙ্গত কারনে ভাবতে বাধ্য হচ্ছি, আসিফকে ছুরি মারলে কারা লাভবান হতে পারে বা কারা স্বস্তি পেতে পারে বা কারা নিজেদের হিরো ভাবতে পারে? এখানে দুটো পক্ষ আছে- মুর্খ কসাই তালেবানী জঙ্গীরা কিংবা সরকারের মদদপুষ্ট পশু মানিকরা। উভয় গ্রুপের সাথেই আসিফের বিরোধ বা মতান্তর ছিলো। এই দুদলই চরমভাবাপন্ন এবং ভিন্নমতকে সহ্য করার মতো মানসিক যোগ্যতা এরা অর্জন করতে পারেনি। আরেকটি হতে পারে ছিনতাইকারীরা। যারা বা যে গোষ্ঠিই এই জঘণ্য আক্রমন করেছে-তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করছি।
কোনো সভ্যসমাজ এই বর্বর আক্রমনকে সমর্থন করতে পারেনা, কোনো ‍সুস্থ্য বিবেক এই ঘটনায় শান্তি পেতে পারেনা। মত প্রকাশের অধিকার সকলেরই আছে, আসিফেরও আছে। বুদ্ধিতে যুক্তিতে মেধায় মানসিকতায় না পেরে পেছন থেকে হায়েনার দল নিয়ে আক্রমনকে খাটো করে দেখার সুযোগ নেই। কাল ভিন্নমত পোষণ করার কারণে আমার আপনার উপর আক্রমন হবেনা-এ গ্যারান্টি আজই নিশ্চিত করতে হবে, অন্যথায় কাল অন্যকেউ আক্রান্ত হবে। সর্বোচ্চ ঘৃণা ও ধিক্কার জানাই ঐ পশুদের প্রতি। রাষ্ট্র ব্যবস্থার প্রতি আবেদন করছি, অপরাধীদের আইনের আওতায় আনা হোক, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে, কারণ আমরা হিরক রাজার রাজ্যের অথর্ব নাগরিক নই, আমরা ব্লগার- আমাদের লেখা চলবেই।
প্রার্থণা করছি আসিফ ভাই সুস্থ্য হয়ে শীঘ্রই ব্লগে ফিরবেন, তার কথা তিনি বলবেন, লিখবেন।

৬০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

ঘুমকাতুর বলেছেন: খুবই দুঃখজনক।

৬১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

মেলবোর্ন বলেছেন: “হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!- কাজী নজরুল

আগে মানুষ পরে তার বাকী পরিচয় তার সুস্থতা কামনা করছি। আপডেট নেই অনেক্ষন। পারলে আপডেট দিন

৬২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ এস্কিমো, বুয়েট পাশ সিভিল ইঞ্জিনিয়ার আপনে কবে আবার ইমিগ্রেশন লয়ার হইলেন? :)

৬৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: তাঁর সুস্থতা কামনা করছি :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণ কেমন আছো? তার সুস্থতা কামনা করি।

৬৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

১১স্টার বলেছেন: আল্লাহ তাঁকে সুস্থ্য করে দিন... আমিন।

৬৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

মনে নাই বলেছেন: দ্রুত আরোগ্য কামনা করছি, সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনা হউক।

৬৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

রনীমামুন বলেছেন: দ্রুত আরোগ্য কামনা করছি।অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতার করা হোক।

৬৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

নেক্সাস বলেছেন: মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

৬৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: সুস্থতা কামনা করছি।

৬৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে স্যালুট। আপনার ত্বরিত ভুমিকার জন্য। আপনাদের মত কিছু ভাই, বন্ধু, ব্লগার আছে বলেই এখনও অনেক কিছুই অনেক সুন্দর, নষ্টদের অধিকারে চলে যায়নি সবকিছু।

আসিফ মহিউদ্দীন দ্রত সুস্থ হয়ে উঠুন। তার উপর এই নারকীয় হামলার তীব্র প্রতিবাদ জানাই, ঘাতকেরা মানুষ নয়, জনোয়ার। ওদের কে ধরে ধরে বিচার করতেই হবে। নাহলে এই আঘাত নেমে আসবে যে কারও উপর।

ভাই, আপ্ননাকে আবারো অভিনন্দন।



৭০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

লাবনী আক্তার বলেছেন: তাঁর সুস্থতা কামনা করছি ।

৭১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

প্রবাসী বলেছেন: কি বর্বরতা! আসিফ সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।আল্লাহ উনার সহায় হন।কে বা কারা এটা করলো? কি কারণ? কেও কি বলতে পারেন?

৭২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

কাউসার রুশো বলেছেন:
তীব্র নিন্দা জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।

৭৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

ঝটিকা বলেছেন: দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

মতবিরোধ থাকতেই পারে তাই বলে কখনোই চাইবনা উনি খুন হোক।

৭৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

সািকল খান বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: পরিকল্পিত হামলা,
হত্যা প্রচেষ্টা, কোপের ধরন দেখে বোঝা যায় যে মস্তক বিচ্ছিন্ন করার চেষ্টা।
হত্যা প্রচেষ্টার তিব্র নিন্দা।

৭৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

ভবঘুরে জীবন বলেছেন: মনটা খারাপ হয়ে গেল সকাল বেলা । দ্রুত আরোগ্য কামনা করছি ।

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যুক্তিবাদি ও নতুন প্রজন্মের তুখোড় ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানাই। এসব ঘটনায় জাতি হিসেবে আমরা দুর্নামের ভাগিদার হই। ভিন্ন মত থাকতে পারে, এবং তার উত্তর দিতে হবে মত দিয়েই,হাত দিয়ে নয়। দেশের সরকার প্রধানের কাছে একটিই আবেদন: দ্রুত গ্রেফতার করে অপরাধীদের বিচারের সামনে নিয়ে আসুন এবং আসিফের চিকিৎসার ব্যবস্থা করুন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ভালো থাকবেন।

৭৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

আহসান২০২০ বলেছেন: সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আমিও তাই মনে করি। একজন মানুষ হিসেবে মানুষের মানুষের প্রতি সহানুভুতি দেখানো, প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহায়তা করাটাই মানবিকতা। সেই মানবিক দিক থেকে বলছি আপনি সুস্থ্য হয়ে উঠুন দ্রুত। যারা তার কলমের বিরোধীতা করছেন তাদের বলছি, "মুক্ত হস্তে কলমের অধিকার সবারই আছে। আর যেন কেউ তসলিমা নাসরিনের ভাগ্য বরণ না করেন। আপনার পরিবারের সবাই কি কোন কাজে একই মতামত পোষন করেন? কেউ একটু ভিন্ন মত পোষন করেন না?"

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত পোষনণ করছি।আর শুভকামনা থাকলো।

৭৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

ইখতামিন বলেছেন:
তিনি দ্রুত সুস্থ হবেন. এটাই কামনা করি।
তাঁর উপর হামলাকারীদের তীব্র নিন্দা জানাই. দ্রুত তদন্ত পূর্বক এদের শাস্তির আওতায় আনা জরুরী.
নতুবা একদিন আমি কিংবা আপনিও এই ধরনের হামলার শিকার হতে পারি.
আল্লাহ তাকে সুস্থ করুন.

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমতা শুভকামনা থাকলো।

৮০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

শাহজাহান মুনির বলেছেন: দ্রুত আরোগ্য কামনা করছি আর এমন নগ্ন হামলার তীব্র নিন্দা জানাই।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ।সহমত ।

শুভকামনা থাকলো।

৮১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

এসএমফারুক৮৮ বলেছেন: সুস্থ্যতা কামনা করছি।

৮২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

অেসন বলেছেন: আমি উনার মতাদর্শের সাথে কখনোই একমত নই। কিন্তু উনার মত প্রকাশের অধিকারকে আমি সন্মান জানাই। এই আক্রমন সম্ভবত কোন অসহনশীল ব্যক্তি বা গোষ্ঠির কাজ।
উনার দ্রুত আরোগ্য কামনা করছি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সবারউপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

৮৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

বিভ্রান্ত মানুষ বলেছেন: সকল ব্লগার তার সুস্থতার জন্য দোয়া করবেন
সিস্ত্রিকরতা তো নাই
দোয়া করবো কিভাবে?

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমরা তার সুস্থতা চাই।

৮৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

চলতি নিয়ম বলেছেন: তীব্র নিন্দা জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমরাও তীব্র নিন্দা জানাই।

সহমত ।শুবকামনা থাকলো।

৮৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

সঞ্জয় নিপু বলেছেন: উনার দ্রুত সুস্থতা কামনা করছি ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: নিপু ভাই কেমন আছেন। সহমত। শুভকামনা

৮৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

ঠোঁটকাটা বলেছেন: "সবাই দোয়া করবেন।" "সুস্থতা কামনা করছি"। কামনা কার কাছে করছেন? সৃষ্টিকর্তার প্রসঙ্গ চলে আসছে। আসিফ সুস্থ থাকলে এসব নিয়ে ব্যাঙ্গ করে একটা পোষ্ট দিতেন নিশ্চিত। তাই তার সুস্থতা চেয়ে ভিন্ন কিছু লেখার চেষ্টা করুন।

স্যরি এই সময়ে এরকম লেখার জন্য। কিন্তু আমি আসিফের দৃষ্টিভঙ্গি থেকেই বললাম। আমাদের সবার মতামতকে শ্রদ্ধা জানানো উচিৎ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: যাই হোক তার প্রতি শুভকামনা থাকলো।দেখা যাক উনি সুস্থ হয়ে কি কমেন্ট করে?

৮৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

অজানাবন্ধু বলেছেন: ওনার সুস্হতা কামনা করছি।

মহান আল্লাহ তায়ালা যেন ওনাকে দ্রুত সুস্হ করে দেন।

আশা করছি পোষ্টি ওনার সুস্হ হওয়া পর্যন্ত নিয়মিত আপডেট করা হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: i will try to give you the update

৮৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: শৃগাল শ্রেণীর হায়েনাদের কঠোর শাস্তি চাই।

উনার দ্রুত সুস্থতা কামনা করছি ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। শৃগাল শ্রেণীর হায়েনাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

৮৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

এ জাফর বলেছেন: গোপন সূত্রে প্রকাশ- সেএকটি মেয়েকে রেপ করেছিল। পরবর্তীতে উক্ত মেয়ের বড় ভাই স্থানীয় যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে দলবল নিয়ে আক্রমণ করে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এই কথাকি এই সময় বলা ঠিক?সে তা করেছিলো তার প্রমাণ কি?

৯০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা... অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেই দাবী জানাচ্ছি।

আপনি সকল ব্লগারকে তার সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন। কিন্তু ব্লগাররা কার কাছে দোয়া করবে?? আসিফ তো উচ্চ মাত্রার নাস্তিক !! এবং সে সৃষ্টিকর্তাকে বেইজ্জত করতে কোন বাকী রাখে নি ! আসিফের জন্য দোয়া করার কোন সুযোগই আসিফ রাখে নি।

আসিফ মহিউদ্দীন তার নিজ গুনেই সুস্থ হয়ে উঠবে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: নাস্তিকের স্রষ্টাও তিনি।

আসিফ ভালো হয়ে উঠুক।

৯১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: "ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর আঘাতের অর্থ, সকল মুক্তচিন্তার লোকজনের উপরই আঘাত।"

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।

এতে কোন সন্দেহ নাই।

৯২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

অপর্না হালদার বলেছেন: “হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!- কাজী নজরুল

আগে মানুষ পরে তার বাকী পরিচয় তার সুস্থতা কামনা করছি।বিচারের মালিক সৃষ্টিকর্তা আপনি আমি কোন জনই নয় ।


একজন একটা নাস্তিক লেখা বা মন্তব্য করলেই তার উপর বর্বরতা চালানোর পক্ষে যারা মন্তব্য বা কথা বলতে চান তাদের প্রতি রইল এক রাশ ঘৃনা । একটা মানুষ মৃত্যুর সাথে লড়ছেন আর কেউ কেউ নাস্তিক আস্তিক নিয়ে সমালোচনা করেন ।

শুভ কামনা রইল ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। যথার্থই বলেছেন। শুভকামনা থাকলো।

৯৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

এস্কিমো বলেছেন: লেখক বলেছেন: @ এস্কিমো সত্য অনেকসময় নাটকিয়তাকে হার মানায়।এমন মন্তব্র করা অনুচিৎ যা আপনাকে লজ্জায় ফেলতে পারে।একজন রক্তাক্ত মানুষ ইমার্জেন্সিতে কাতরাচ্ছে দেখলে আপনি কি বলবেন।


বাস্তবতাতো আরো কঠিন


>>>> সেই কথাইতো বললাম। ঢাকায় প্রতি বছর গড়ে ২ হাজার লাশ আন্জুমানে মফিদুল ইসলাম কবর দেয় - যাদের বেওয়ারিশ হিসাবে গন্য করা হয় - তারা কারো ভাই কারো বন্ধু। আমি সেই দেশের দৃষ্টি ভংগীতেই বলেছি। আসিফ ভাল করেই জানতো সীমা লংঘন করলে কি হবে - এর আগেওতো একবার শাররিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন উনি - তারপরও উনি সীমানাটা বুঝেই এগিয়েছেন - এইটা একটা খেলা। এই খেলায় নিয়মনীতি নিজেরাই ঠিক করে দুই পক্ষ। আসিফ এই পরিনতি নিজের উপর টেনে এনেছে - সেই জন্যে দায়টা উনারও।

যে দেশে ৩০ লক্ষ মানুষের হত্যাকারী মন্ত্রী হয় - প্রেসিডেন্টকে স্বপরিবারে হত্যা করে তারা দম্ভ করে বেড়ায় এবং একদল তাদের সমর্থন করে। যে দেশে জেলে দেশের স্বাধীনতার সেনানীদের হত্যার মামলার ৩৫ বছর পর তা রিভিও করতে হয় - যে দেশে প্রকাশ্য মানুষকে পিটিয়ে মারার দৃশ্য আরেককদল মানুষ উপভোগ করে - যেখানে একটা রাষ্ট্রীয়বাহিনী আছে বিচার না করেই খুন করার জন্যে - যেদেশের বিচার ব্যবস্থা দেউলিয়া হয়ে গেছে - পুলিশ প্রশাসন সর্বোচ্চ দূর্নীতিতে আক্রান্ত - সেই দেশের মানুষের বিশ্বাসকে সবচেয়ে বড় সমস্যা মনে করে আসিফ একদল মানুষের বিশ্বাস নিয়ে কটাক্ষ করে নিরাপদ থাকবে - এই ভাবনা কি বোকামী নয়? বোকাদের পরিনতির জন্যে শুধু বোকারাই দায়ী থাকে।

খুবই দুঃখের সাথে মন্তব্যটা করতে হলো - আবেগ দিয়ে চিন্তা করার চেয়ে বাস্তবতা মেনে নেওয়াই ভাল নয় কি?

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ভালো থাকবেন।

৯৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

মেহেরুন বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করে তুলুক। আর অপরাধীদের ধরে উপযুক্ত শাস্তি দেয়া হোক।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ধন্যবাদ শুভকামনা থাকলো।

৯৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

চারশবিশ বলেছেন: তীব্র নিন্দা জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ধন্যবাদ।

৯৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

শিপু ভাই বলেছেন:
আপনার প্রতি শ্রদ্ধা সেলিম ভাই!!!


১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্য ভালো সময়মতো পৌছতে পেরেছি

ধন্যবাদ।

৯৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

জানতেএলাম বলেছেন: ফরিদ আলম বলেছেন: লিউনেল মেসি বলেছেন: এবং আম্রিকা তাকে স্বাগত জানাবে।

এই আশায় হয়ত নিজেই ছুরিকাহত হয়েছেন

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এই আশায় হয়ত নিজেই ছুরিকাহত হয়েছেন?


no its wrong. he is a victim .we can also be a victim

৯৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

আখাউরা পূলা বলেছেন: তার সাথে আমার মতামতের মিল নাই থাকতে পারে, কিন্তু এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি...

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: thanks. i do agree with you.

goodluck

৯৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাধীন শোয়েব বলেছেন: আসিফের সাথে কয়েক গ্রুপের দন্দ ছলছে। হামলা কে করেছে সেটা বের করা সহজ নয়। এখুনি কোন উপসংহারে না আসাই ভালো।
বাংলা লিকস এর সাথে তিনি জড়িত বলে শোনা যায়। সেটার ইমপ্যাক্ট হতে পারে। আবার তার মত ব্লগার কে আক্রমন করে সরকার ও সুবিধা নিতে পারে। আওয়ামী দের সাথে তার সম্পর্ক ভালো না। আওয়ামী ব্লগে রীতিমত উৎসব চলছে তার আহত হবার ঘটনা নিয়ে।



আমি উনার মতাদর্শের সাথে কখনোই একমত নই। কিন্তু উনার মত প্রকাশের অধিকারকে আমি সন্মান জানাই।
তার সুস্থতা কামনা করছি!

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: injustice. he is a man> no one should be happy in such way>


liton vi thanks a lot

১০০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

এম, এ, হায়দার বলেছেন: যারা এই ভাবে আঘাত করেছে তাদের দৃষ্টান্তমূলোক শাস্তি হওয়া উচিত..........।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: i agreed. they should be punished.

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। শুভকামনা থাকলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। শুভকামনা ।

১০১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

মাথা ঠান্ডা বলেছেন: উনার সুস্থ্যতা কামনা করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: please pray for him.
we all hope he will recover soon

১০২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

মিজানুল আজম বলেছেন: :( :(

১০৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

শামীম আরা সনি বলেছেন: আপনাকে শ্রদ্ধা জানাই

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: why me i have done almost nothing. i just wanted to assure his treatment in proper time onnomonosko sharat should be thanked.
if i was late any worse thing can be happened but sharat inform me about him. so credit goes to him

১০৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যারা এই ভাবে আঘাত করেছে তাদের দৃষ্টান্তমূলোক শাস্তি দাবী করছি


তার সুস্থতা কামনা করছি

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: i agree with you.

they all should be punished

১০৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

ইখতামিন বলেছেন: আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: thanks for good news we should love every one of samu

১০৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

জমিদার হুজুর বলেছেন: চাকু টা মারল কে ?

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: he should be punished .not single one

but a lot of strike on his body

১০৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অনিক আহসান বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি সেলিম ভাই। শরৎ ভাই ,আপনি, বাকি বিল্লাহ,পারভেজ আলম, মাহামুদুল মুন্সি সহ অনেকের সময় মত অসাধারন প্রচেস্টার ফলে আজকে আসিফ বেচে আছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: baki billah,sharat,parvez alam,mahmudul munshi they have done a great job

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.