নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বউ চাই

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫



ছবি নিজস্ব বউ নিজস্ব নয় আন্য কারো তবে লাল টুকটুকে বউ



বউ চাই

লাল টুক টুকে

আলতারাঙা পায়

আসবে সে সোনার পালকি চড়ে

আমার আঙিনায়

লালটুকটুকে বউ চাই

কোন এক লালপরী

মেঘের ভেলায় দিয়েছে পাঠিয়ে

ছিন্নপত্র এক

অপার মহিমায়

আমার অন্তরায়

গতরাতেই সেজেছে সে

লাল শাড়ীতে

লাল টুকটুকে বউ

আমি এখন অনেক দূরে

ধরেছে তারে বাহুডোরে

অন্য কোন কেউ।



ছিন্নপত্রে এত মায়া

এত প্রেমের ঢেউ

আমি ছাড়া তার আসল আপন

তবু অন্য কোন কেউ?

তবু কেন সেই পত্রে

এত যে আহবান

আমার প্রেমে মলিন কি তার

নতুন আশিকান।



প্রিয়া নয় বউ চাই

লাল টুকটুকে

যে আলতা রাঙা পায়

সোনার পালকি চড়ে

আসবে আমার নীড়ে

আমারই আঙিনায়।

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো, অনেক মজা হইসে! :) :)

শুভকামনা, লাল টুকটুকে ভাবীর জন্য !

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সেলিম আনোয়ার বলেছেন: মজা দিতে পেরে আহলাদিত। ভালো থাকবেন সবসময়।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সেকি আপনি এখনো বিয়ে করেন নাই !!!!!!! আমি ভেবেছিলাম আপনি বিবাহিত

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভাই দুৎখের কথা কি বলবো?

অবিবাহিত মেয়ে রা এটা ভাবলেতো সমস্যা।

ব্লগার বান্ধবীরা আমি এখনো বিয়ে করি নাই।

কান্ডারী ভালো থাকবেন সবসময়।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

মাক্স বলেছেন: ভালোলাগা রইলো :) :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা রইলো।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ফরিদ আলম বলেছেন: বউ তো আমারও চাই ;)

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ভাই আমি আগে চেয়েছি।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

বিভ্রান্ত নাগরিক বলেছেন: তোমারে কেউ বউ দিবনা ভাই, বউ চাইলে বিয়া কর।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি জানি আমি তো অন্য কারো বউ চাইনি বিভ্রান্ত নাগরিক ভাই।

আপনি কি ব্লগারদের বিভ্রান্ত করতে চান।সেটি হবার নয়।আমি জাস্ট বান্ধবীদের কাছে একখান আব্দার করেছি তাদের মধ্যে কেউ আমার বউ হবে কি না?

এতো দেখি মহা মুসিবত অন্যরা এই ককবতায় এসে বউ চাইছে।

সামপ্রতিক দুঃখজনক ঘটনা কাজি অফিসে প্রেমিকাকে কুপিয়ে এসিডে পোড়ানোয় উদ্বিগন হয়ে এই আহবান করলাম...প্রেম হয়ে যাওয়ার বিয়ে করতে না চাওয়ার মানে আমি বুঝবার পারি নাই।তবে ভাবছি মেয়েটিকি ছেলেটির ভয়েই প্রেম করছিলো।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

তারছেড়া লিমন বলেছেন: বউ চাই!বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সর্বনাশ এতো ক্যান্ডিডেট কেন?

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

আশিক মাসুম বলেছেন: ছবি নিজস্ব বউ নিজস্ব নয় আন্য কারো


এই কথা দেইখা আমি ..... হাসতেই আছি :D :D :D

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: হাসেন প্রাণ খুলে হাসেন।হাসলে রোগবালাই শেষ।
কত দিন যে অন্য মানুষের বউকে মডেল বানিয়ে কবিতা লিখতে হবে আশংকায় আছি

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

আরজু পনি বলেছেন:

কবিতা ভালো হইছে।

তবে সেলিমের কাছ থেকে আরো অনেক ভালো কবিতা রচিত হওয়া সম্ভব।
শুভকামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সেলিম আনোয়ারে কাছ থেকে শুধু কবিতা চাওয়া তাই না?আমার বুঝি আর সাধ আহলাদ নাই।নিজেরাইতো আগেই বিয়ে করে নিশ্চিন্তে। এখন আমি লালটুকটুকে বউ কোথায় পাই?

শুভকামনা থাকলো। :)

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আভেগে চুকে পানি আসি গেলু :(( কভে যে বিয়া করুম :(+

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: চোখের পানি মোছেন চেয়ারম্যান সাব।২০১৩ তেই পেয়ে যাবেন।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সেলিম কি আনার কলির অপেক্ষায় আছে ?

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি বোঝেন না বুঝি?

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

প্রিয়তমেষূ বলেছেন: আনার কলি আপা কই আপনি???সেলিম ভাই আপনাকে খুঁজছে????

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমেষূ আপনার ডাকে শামীম আরা সনি আপু এসেছে।ওনি কি আনার কলি?আমি তো বুঝতে ছিনা কিছুই।


শুভকামনা থাকলো

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

লোনলিফাইটার বলেছেন: আপনি নয়া প্রিন্স হইতে পারবেন।আপনার মাঝে তার সকল গুনাবলি আছে।শুভকামনা ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: দোয়া করবেন লোনলি ফাইটার।

আর ভালো থাকবেন সবসময়।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

শামীম আরা সনি বলেছেন: :P :P :P ;) বউ পাবেন আশা করি :#)

১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: বলছিলাম কি? কিভাবে এত নিশ্চিত হলেন?
আমার তো আর দেরি শয়না। :D

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মামুন রশিদ বলেছেন: বউ আসলে টের পাবেন, তখন কবিতা হবে ছন্দ ছাড়া :P



ছন্দময় কবিতায় আমুদিত হইলাম । ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: তবু বউ আসুক।
বউ ছাড়া কিচছু হয় না।

বউকে দিয়েই সব হবে।

কবিতা ছন্ন ছাড়া হলে
আপনাদের লস আমার কি?

শুভকামনা রইলো

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কালোপরী বলেছেন: হাহাহা হাহা

আল্লাহ এ কি পড়লাম :P :P :-P :-P

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কালোপরী তুমি দেরিতে আসছে কেন?

এমন কন্টোইছে মনে হয় আমি লালটুকটুকে বউ চাইলে তোমার অনুমতি লাগবে। পাবলিক ভাববে টাকি শুনি?

কষ্ট পেয়োনা কারোপরী ..একটু আলুর/আলোর দূষ না থাকলে কবি হওয়া যায় না।আমার প্রিয় কবিগুরু,জীবনানন্দদাশ,নজরুল সাব এমন কি মহাকবি মাইকেল সবারএ দূষটা ছিলো।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

কালোপরী বলেছেন: এমন উত্তর দিসেন যেন আপনার পোস্ট দেয়া মাত্রই আমার হাজিরা দেয়া বাধ্যতামূলক :P :P

যান আপনাকে অনুমতি দেয়া হল ;) ;)

কি দোষ তাই তো বুঝলাম না। আপনি কবি নাকি??!! আয় হায় আমি তো বুঝলামই না :-B :-B :-P :-P

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: এমনই হয়
আমার মৃত্যুর অনেকদিন পর তুমিও বুঝবে
হয়ত আমি কবিই ছিলাম
কিংবা তোমাকে বশীভূত করার জন্য কবি হওযার ভান করতাম ;)

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

কালোপরী বলেছেন: যদি কভু বুঝতে পারি তোমার ভান
আমার এপিটাফে থাকবে লেখা

তোমাতে ভুলে আমি ভুল করিনি

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি প্রেমিক পুরুষ ধর্ষক নই
ধর্ষক কে তো ঘৃণা করে
আর আমাকে না পেলে ?
অবলিলালায় মৃত্যুবরণ করে
আমার স্পর্শ কামনায় প্রেমের দেবীরা
আকুন্ঠ নিমজ্জিত


এটা আমার পরবর্তী কবিতার কয়েকটি লাইন। ভেলান্টাইন দিবসে ওহা পোস্ট করবো।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

কালোপরী বলেছেন: তার মানে মাঝে আর কবিতা লেখা হচ্ছে না??

যাক বাবা বাঁচা গেল |-) |-) =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাকুন দীর্ঘজীবন লাভ করুন।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

কালোপরী বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইল :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কি খাওয়াবা কালোপরী?

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

কালোপরী বলেছেন: ফুচকা :P

আমি যাহা খাওয়াইব তাহাই খাইতে হইবে :D :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক অছে ।চটপটিও খায়ানো লাগবে।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আমিও ভাই বিয়ের পাত্র। কনে খুঁজছি। তবে আমার একটা মস্তবড় ঘাটতি আছে। আমি একেবারেই অভিজ্ঞতাশূন্য। একবারও বিয়ে করি নাইতো, তাই। আমাদের দেশেতো আবার অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু জোটানো মুশকিল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: আপনের কোন ভবিষ্যৎ নাই মিঞা।একে তো অভিজ্ঞতা না্ই।তাও আবার প্রকাশ করে ফেলছেন্।বইয়া বইয়া কান্দেন।অনভিজ্ঞদের কোন মেয়ে পছন্দ করবে না।
এরপর আর ভুলেও বলবেন না অভিজ্ঞতা নাই।

শুভকামনা থাকলো দ্রুত অভিজ্ঞতা লাভ করেন।

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

রাইসুল সাগর বলেছেন: ভাই আফনে এখনো বিয়া করেন নাই নাকি? কন কি, খাইছে আমারে তাইলেতো আমার সিরিয়াল আরো পরে।

ভাই আসেন গলা জড়াইয়া গাইতে থাকিঃ


বউ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক'জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে।

আপনার কাব্যে ভালা লাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বউ পাওয়া না গেলে চিরকুমার সভা ঘঠন করা হবে।অবিবাহিত নারীআর পুরুষদের নিয়ে।


শুভকামনা থাকলো

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: হাসেন প্রাণ খুলে হাসেন।হাসলে রোগবালাই শেষ।
কত দিন যে অন্য মানুষের বউকে মডেল বানিয়ে কবিতা লিখতে হবে আশংকায় আছি



আমিও :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আমগোর দুঃখ দেইখ্যা মানুষজন হাসে।


আমরা ব্যাঙ,ব্যাঙের উপর ঢিল ছোড়ার খেলার মতন।
ব্যঙরে গায়ে ঢিল লাগাতে পারলে দুষ্ট ছেলেরা খুশি।
অথচ ব্যাঙের জান যায় যায়।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

সরকার আলী বলেছেন: বউয়ের কথা বললে সবার লাগে মনে ধাঁধাঁ,
কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: যাই লাগার লাগুক। আমি কিন্তু বউ চাই?আমার এখন বউ চাই?
বউ ছাড়া কিছুই হয়না।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

লাবনী আক্তার বলেছেন: বউ চাই বউ চাই বইলা তো গলা ভেঙ্গে ফেলছেন। :P :P

তা এই কথাটা কি বাবা মা কে বলা যায় না? তারাই ব্যবস্থা করে দিবেন। :D :D :P

আর একটা কথা বিয়ের বরযাত্রী যখন যাবেন তখন একখান পালকি বানায়া লইয়া যাইতে ভুইলেন না। এই যুগে তো আবার পালকি পাওয়া দুস্কর! ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ami oto kichhu bujhi na bou chai

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

অচিন.... বলেছেন: বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই বউ চাই

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: vi akto dhoirjo dhoren agey amarta peye nei..ata muloto obibahito cheley meyeder jonno lekha...bibahitora poramorshomulok suggest kortey paren

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জামাই চাই ;) :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি রাজি...ডাকবো কাজি? ;) ;) ;) ;) ;) ;) ;) ;) :P :P :P :P :P

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কাজি সাহেব ঘটক সাহেব। কন্যা রাজি আছে। আমাগোর বিবাহের ব্যবস্থা করেন।
স্বর্ণার ছেলেবন্ধুরা(বয় ফ্রেন্ড) আর আমার মেয়ে বন্ধুরা(গার্ল ফ্রেন্ড) আমাদের জন্য দোয়া করবেন।একটা ক্রিকেট টিম গঠন করবো আমি আর স্বর্ণা।তিনি ম্যানেজার হবেন আর আমি কোচ।আর আমাদের একডজন ছেলে সেইটিমের খেলোয়াড় হবে।

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: আমগোর দুঃখ দেইখ্যা মানুষজন হাসে।


আমরা ব্যাঙ,ব্যাঙের উপর ঢিল ছোড়ার খেলার মতন।
ব্যঙরে গায়ে ঢিল লাগাতে পারলে দুষ্ট ছেলেরা খুশি।
অথচ ব্যাঙের জান যায় যায়।


ভাই আমি নিজেইত বউ পাইনা, তাই হাসলাম । :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ai joonnoi dukkho share korlam .amar bondhu sorna amar dakey choley aschhey



valo thakben....doa kori akta bou pan

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

এহসান সাবির বলেছেন: প্রিয়া নয় বউ চাই
লাল টুকটুকে
যে আলতা রাঙা পায়
সোনার পালকি চড়ে
আসবে আমার নীড়ে
আমারই আঙিনায়।

ভাই আমারও একটা বউ দরকার.... :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: sohomot

agey amar ar shornarta final hok amra duijon miley apnader ta thik korbo

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

লাবনী আক্তার বলেছেন: এই বউ টা কার কাছে চাইছেন কবি সাহেব?? ;) ;) :D :D :P :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: অবিবাহিত মেয়ে ব্লগার আর অবিবাহিত মেয়ের মা এবং বাবা ব্লগারের কাছে। ;)

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

ইখতামিন বলেছেন: মজা পেলাম

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ;) ;)

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

আশিক মাসুম বলেছেন: লাবনী আক্তার বলেছেন: এই বউ টা কার কাছে চাইছেন কবি সাহেব?? ;) ;) :D :D :P :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
লেখক বলেছেন: অবিবাহিত মেয়ে ব্লগার আর অবিবাহিত মেয়ের মা এবং বাবা ব্লগারের কাছে। ;)


ওরে আমারে কেও ধর

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ধরবার পারমু না। দলে আসেন।নাইলে পস্তাইবেন।
শেষ চিরকুমার সভার সভাপিত হয়ে জীবন অতিবাহিত করা লাগবে। ;) ;) ;)

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

লাবনী আক্তার বলেছেন: আপনার এক কপি ছবি আর একটা bio-data post করেন। কাজ হয়ে যাবে আশা করি! ;) ;)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ami akjon manush

আমি একজন ডিজিটাল কবি।

আমি একজন অবিবাহিত পুরুষ

আর কি ?
এইবার আপনারটা বলুন।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

টুরিস্ট আশরাফুল বলেছেন: সে কি এই মহৎ কাজটা আপনি এখনো করে নাই :P

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: না করি নাই।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর। +

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামন।

৩৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

রাজিব বলেছেন: ঠাট্টার সুর থাকলেও কবিতা বেশ সুন্দর হয়েছে। পড়ে মজা পেলাম।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.