নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মায়াবতি

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭



ছবি-নিজস্ব সৃষ্টি

মনটা ভীষন খারাপ।মায়াবতিকে ভাল লাগা বা ভালবাসার কথাটি মুখ ফুটে বলা হয়নি।বলতে পারছি না।ওর সামনে গেলে পা কাঁপে আমার।শরীর কাঁপে।হৃদস্পন্দন বেড়ে যায়।অথচ অনেক সাহসী আমি।ওকে দেখলে আমি পানি হয়ে যাই।আমার হয় না আসে না।ওর চেয়ে মায়াবী মুখ আমি আর দেখি নাই কারও।ওর কথা বলা্ ,ওর হাসি আমাকে বিমোহিত করে ।মুগ্ধ করে।মনে হয় গালটা টিপে দিই।কাছে বসে একটু আদর করে দিই।বুকের মধ্যে জড়িয়ে ধরি।অনেকক্ষণ ধরে থাকি।বুকটা আমার খা খা করে উঠে।ওকে ছাড়া বাঁচি কিভাবে?





আমি ভয় পাই।দারুন ভয় পাই।ওকে হয়তোবা অনেকেই ভালবাসে।কিংবা ও যদি কাউকে ভালবাসে।এ কথাটি জিজ্ঞাসা করার সাহস পর্যন্ত পাই না।যদি বলে হা ভালবাসি অনেক ।খুব ভালবাসি।এই ভয়ে জিজ্ঞাসা করিনা।মনকে প্রবোধ দেই।





খোলা আকাশের দিকে তাকাই।আকাশটা কত বড়।যদি আকাশ হতাম।আকাশের বিশালতা নিয়েই ওকে চাইতাম ও আমাকে না বলতে পারতো না।কেন যে আকাশ হলাম না।আমার হৃদয়টা কিন্তু আকাশের মতই।অন্তত ওর জন্য।

ওকি ঠিকমতো খাওয়াদাওয়া করে।ওর যাতায়াতে,চলাফেরায় কোন সমস্যা?ওর হরিণির মত চোখ বিপদ ডেকে আনতে পারে।টেনশনে জান শেষ।তাইতো দিনে এতবার কল দেই।ও যখন জানতে চায় কেন ফোন করেছি?আসল কথাটি বলা হয়না।বলতে পারিনা ভালোবসি তোমায় তাই এত ফোন করি । ওর মায়াবী চেহারা।মনে দাগ কেটে রাখে।সেই মনের দাগ নিয়ে নির্জনতায় আকিবুকি খেলি।তার মায়ার টানে মায়াবী এক রাজ্যে কল্পনায় স্বপ্ন বাসর গড়ি।

ওকি বুঝে না?সবার সামনে আমি স্বাভাবিক?ও এলেই আমি অস্বাভাবিক। কত কাজই তো করলাম জীবনে।আমি আকাশ।আমাকে সমীহ করে সবাই।আমার মেধা আমার বিচক্ষণতা আমার প্রভাব অনস্বীকার্য।আমার ডাকে শত লোক জড় হয়ে যায়।আমি মানে মিঃ সাকসেস।যেখানে হাত দেই সোনা ফলে।শুধু ওকে দেখলে আমি নিঃশেষ হয়ে যাই।মায়াবতি তুমি আমার হবে না?





এটা আমি ভাবতে পারি না।একবার মনে হয় বলি তুমি কি চাও মায়াবতি ?আকাশের তারা? সেটিও এনে দিব।তোমাকে আমি সুখি করবো মায়াবতি ।সুখ দেব,সমৃদ্ধি দিব তোমার যত্নের কোন ত্রুটি হবে না।আদতে কিছুই বলা হয় না।এভাবেই চলছে আমার দিন। ভালবাসা নিয়ে বা্ইছি মন পবনের নাও।আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে।শরৎ কালের বিদায় আসন্ন প্রায়।নবাণ্নের উৎসব নিয়ে যে কোন সময় আসবে হেমন্ত।তারপরই ঋতুরাজ বসন্ত।অনেক গুলি বসন্ত এসেছে আবার চলেও গেছে।অনেক ফুলের ভিড়ে মায়াবতি আমার দেখা সবচেয়ে সুন্দর আর পবিত্রটি । ওকে ছুয়ে দিলে আমি পবিত্র হয়ে যাব।চলবে

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

আশিক মাসুম বলেছেন: চলুক :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: thanks আশিক মাসুম

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আবেগী লেখা।

++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: আবেগী লেখা।


thanks

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই এত কাঁপাকাঁপি করলে চলবে কেমনে !! মায়াবতী লিমার সামনে দাড়িয়ে যা বলার বলে ফেলুন , তারপর পরের পর্বে বলে ফেলার পরের গল্প লিখএ আমাদের জানান :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: kinto pa to kapey

chor khawar chance achhey

mansomman jai jodi

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: ++++ :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

দেখি একটা প্রেমের গল্প লিখা যায় কিনা


ভালো থাকবেন সবসময়।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: বলেই দেখেন কি হয় । শুভ কামনা ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: sahosh deyar jonno dhonnobad

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

প্রিয়তমেষূ বলেছেন: B:-) B:-) B:-) B:-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: mayaboti?? key priotomesho?

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল হয়েছে .....

চলতে দিন......

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: thanks.chalanur chestai achhi

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

মুহাম্মাদ আলী বলেছেন: বাঃ খুবই রোমান্টিক লেখা :)

পোস্ট এ +++++++++
লেখা চলুক

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: akta romantic golpo bolar chesta korchhi

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওকি বুঝে না?সবার সামনে আমি স্বাভাবিক?ও এলেই আমি অস্বাভাবিক। কত কাজই তো করলাম জীবনে।আমি আকাশ।আমাকে সমীহ করে সবাই।আমার মেধা আমার বিচক্ষণতা আমার প্রভাব অনস্বীকার্য।আমার ডাকে শত লোক জড় হয়ে যায়।আমি মানে মিঃ সাকসেস।যেখানে হাত দেই সোনা ফলে।শুধু ওকে দেখলে আমি নিঃশেষ হয়ে যাই।মায়াবতি তুমি আমার হবে না?

এই লাইনগুলো চরম লাগল সেলিম ভাই। চালিয়ে যান+++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চরম লাগলে কি হবে সামু তো নির্বাচিত করে নাই।সুতরাং লেখা বন্ধ।এরা আমার প্রতিভার বিকাশ হতে দিল কই?


ভালো থাকবেন সবসময়।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: মায়াবতী কি একটা ফুল?

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: mayaboti akta fuler moto meye


dhonnobad suvokamona

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

চলুক তবে

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: tobey ke? khuilla bolen

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নেক্সাস বলেছেন: +++++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad mohan blogger নেক্সাস

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

কালোপরী বলেছেন: মায়াবতী লিমা :P :P :) :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: na na mayaboti holo shorna

amar prio janeman..ar tumi o

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: চমৎকার

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: dhonobad suvokamona


valothakben sobshomoy

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

কালোপরী বলেছেন: আর আমি কি?? B:-) B:-) :!> :!>

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: তুমিও মায়াবতি

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
আর আমার মায়াবতীর কথা মনে পড়ে গেলো।

+++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: apnar mayabotir khobor ke?

kemon achhen tini?

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

কালোপরী বলেছেন: ছায়াবতী হওয়ার কোন সুযোগ নাই?? আমার আবার ছায়া হওয়ার অনেক শখ

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: achhey tumi chhayaboti hoyey amekey chhaya dibey. ar shorna mayaboti hoyey maya dibey


ke daroon

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

কালোপরী বলেছেন: হাহাহা ওরে বাবাগো তুমি কই হাহা

না গো সোনামণি, বড়জোর তোমার আন্টি হতে পারি :P :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: bolo ke? aunt kevabey..bondhura abar aunty hoi naki?

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

কালোপরী বলেছেন: বন্ধুকে মামা ডাকেন না ;) ;) :-P :-P

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: tumi amar bondhu..tao abar meyebondho english korley girlfriend. ;)

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

কালোপরী বলেছেন: তাইলে খালাই ডাকেন :P :P

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?খালা ডাকপো কেনে?সুইট হার্ট

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

দেখঅ যাক চলতে চলতে কোথায় যেয়ে থামে? :-B

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি কোথায় গিয়ে থামবে?কান্নাকাটি ছাড়া প্রেমের আর কি পরিণতি আছে?

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: ভাইয়া দোয়া করি তাড়াতাড়ি তুমি মায়াবতীর দেখা পাও।:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: apnar doa kobul hok.....bastobey mayaboti dekha chai...key jey amar mayaboti hobey god knows

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

বনলতা মুনিয়া বলেছেন: মায়াবতকে জলদি পাবেন আশা করি :)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: তুমি চেন? মায়াবতী কেডা?সেটা আমারমনে থাকে কাউকে বলিনা।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

ফারিয়া বলেছেন: ভালবেসে ভয় পেতে নেই! ভালবাসা মহত, লুকাতে নেই!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার হাটু কাপে?তুমি কইলেই হলো।কেউ জানলে ....দোর রা মার বো গতকালকে প্রথম আলো দেখ।

আরে মজা করলাম।

গল্পপাঠে ধন্যবাদ আর শুভকামনা।

২৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

শিপু ভাই বলেছেন:
পরের পর্বে গেলাম!!! :)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: শিপু আপনার ইচ্ছামত বিচরণ করেন?আমার ব্লগে আপনি অলওয়েজ ওয়েলকাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.