নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মুসলমানি বিয়ে এবং সত্যি ভৌতিক কিচ্ছা:-*

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

মুসলমানি বিয়ে



খোরাসান এলাকায় এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন।তার ফলের বাগান ছিল।সেই বাগানে মোবারক নামে এক মালিক নিয়োগ করলেন।তিন বৎসর পর মালিক বাগান পরিদর্শনে গেলেন।গিয়ে মালিকে আনারের শরবত করে দিতে বললেন।মোবারক একটা গাছ থেকে আনার পেরে শরবত করে দিলেন।কিন্তু শরবত টক। মালিকের আদেশে আরেকটি গাছ থেকে আনার পেরে শরবত করে দিলেন ।এবারও শরবত টক । মালিক বিরক্ত হয়ে ৩য় আরেকটি গাছ থেকে আনার শরবত করে দিতে বললেন। এবারও টক হওয়ার পর অতিশয় রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন ধরে এই বাগানে কাজ কর? মোবারক বলল জনাব ৩ বৎসর। মালিক বললেন ৩ বৎসর কাজ করার পর ও তুমি জান না কোন গাছের ফল মিষ্টি আর কোনটা টক। মোবারক উত্তর দিলেন আপনি আমাকে বাগানের দেখাশুণা ও পরিচর্যার কাজ দিয়েছেন ফল খাওয়ার জন্য নয়। তাই ৩ বছরে একাট ফলও আমি খাইনি।মালিক আশ্বর্য হলেন এবং তার সততায় মুগ্ধ হয়ে তাকে বাড়ীর কাজের দায়িত্বে নিযুক্ত করলেন।



মালিক তার মেয়ের বিয়ে দিবেন। অনেক পাত্র তার মেয়ের পাণিপ্রার্থী হলেন। মালিক খুব চিন্তিত হলেন ।কার কাছে মেয়ে দিবেন। তাকে খুব চিন্তাগ্রস্ত দেখে মোবারক কারণ জিজ্ঞাসা করলেন।হেতু শুনার পর তিনি মালিককে জানালেন বিয়ের ৩ তরিকা আছে।যে কোন এক তরিকায় বিয়ে দিতে পারেন।



১)ইয়াহুদী তরিকা: এই তরিকায় যে পাত্র সবচেয়ে বেশি মালদার তার কাছে মেয়ে বিবাহ দিতে পারেন।

২)নাসারা /খৃষ্টান তরিকা:এই তরিকায় যে পাত্র সবচেয়ে সুদর্শন তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারেন।

৩)মুসলমানি তরিকা:এই তরিকায় যে পাত্র সবচেয়ে সৎ এবং ধার্মিক তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারেন।



মালিক সকল পাত্র যাচাই করলেন মুসলমানি তরিকায়। কিন্তু কাউকে মোবারকের মত যোগ্য পেলেন না।তাই তার বিবির সঙ্গে পরামর্শ করে সুন্দরী জ্ঞানী মেয়ের বিয়ে দিলেন মোবারকের সঙ্গে।তাদেরই সন্তান আব্দুল্লা ইবনে মোবারক।যাকে হাদীসের আমীরুল মোমেনিন বলা হয়।

আব্দুল্লা ইবনে মোবারক আবু হানিফা (রহঃ) এর শিষ্য এবং বিখ্যাত ইমাম আবু বোখারী (রহঃ) এর ওস্তাদ ছিলেন।তিনি এক সঙ্গে ১ লক্ষ ছাত্রকে শিক্ষা দিতেন।



(উৎস:বয়ান মাওলানা জোবয়েরের বিবাহ বয়ান-১৯/০১/২০১৩ বিকাল)

--------------------------------------------------------------------------

সত্যি ভৌতিক কিচ্ছা:-*



দিল্লীর মাওলানা জোবায়ের দাওয়াতে তাবলীগের আমীর।তার সম্বণ্ধে এই কথা প্রচলিত আছে যে তিনি ছোট বেলায় কতিপয় লোকের কুফরী কালামের প্রয়োগের মাধ্যমে অসুস্থ হয়ে পরেন । তিনি এখনো দাঁড়িয়ে নামায পরতে পারেন না।তার বাবা হযরত এনামুল হাসান (রহ) ৩০ বছর তাবলীগের আমির ও বিশিষ্ট কামেল লোক ছিলেন । তিনি জেনে ফেলেন কারা এই দূষ্কর্ম করেছেন। জোবায়ের সাহেবকে দাওয়া দিলে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী।তাই তাদের জীবনের কথা ভেবে তা থেকে বিরত থাকেন।:-*



মাওলানা জোবায়ের সাবের নামে নাকি জ্বিন ভুত কাঁপে। দিল্লীতে এক মেয়েকে জ্বীন খুব ডিস্টার্ব করা শুরু করলো। রাতের বেলা প্রায়ই তাকে জঙ্গলে ফেলে আসতে লাগলো। তার অনেক চিকিৎসা তদবীর হলো কিন্তু কোন কাজ হয় না।এক পর্যায়ে তার অভিভাবক তার ব্যাপারে তদবীরে জোবায়ের সাবের কাছে এলেন। জোবায়ের সাব কোন পড়া পানি বা তাবিজ কিছুই দিলেন না। শুধু এই টুকু বললেন আপনার মেয়ের কাছে গিয়ে বলবেন তুমি যা করছো তা ঠিক না । #:-S তারা আশাহত হয়ে বাড়ি গেলেন।মেয়ের কাছে গিয়ে বললেন মাওলানা জোবায়ের বলেছেন তুমি যা করছো সেটা ঠিক না। এই কথা শুনামাত্র মেয়েটি জ্বিন আছর মুক্ত দিব্যি সুস্থ হয়ে গেল।:-*

-----------------------------------------------------------------------------

২য় টির উৎসঃসুদর্শন শহিদুল হাসান ভাই যিনি কলেজ লাইফেই গিটার নিয়ে ঘুরতেন।ঢাকা মেডিকেল এ এমবিবি এস শেষ করে অষ্ট্রেলিয়া যান উচ্চতব ডিগ্রী নিতে।সেখানে তবলীগের দাওয়াতে পড়া শেষে দেশে এসে পুরোদস্তুর ধার্মিক।আমাকে অনেক স্নেহ করেন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

বিডি আইডল বলেছেন: উপমহাদেশের অধিকাংশ ধর্মীয় রেফারেন্স বইই মনের মাধুরি মিশিয়ে লেখা। অথেনটিক আরবী উৎসে এইসবের অনেকগুলোরই কোন অস্তিস্ত নেই

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।তাই সব বই পড়া অনুচিৎ।ধর্মীয় ব্যাপারে মিসগাইড হওয়া রিস্কি।নিজের কানে শুনে ইহা লিখলাম।

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-< :-<
জীন ? :-< :-<
পর্যাপ্ত ভয় খাইছি :-< :-<

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: গল্প নয় সত্যি ঘটনা।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন: জী এটাই হয় সেলিম ভাই । বড় বড় পীর বা হুজুর রাই জীন দেখেন । আম্রা এই সুবিধা থেকে বাতিল :(

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: জ্বীন আর ইনসান সম্পর্কে কোর আনের আয়াত আছে।কাজেই জ্বীন আছে।
নিসন্দেহে নিজামুদ্দিনের মাওলানা জোবায়ের এই জমানার অলিদের একজন।তিনি পীরদের মত টাকার বিনিময়ে জান্নাত দেন না।নিজের খরচে দাওয়াতের মেহনতের কাজ পরিচালনা করেন।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:



দুইটি লিখা পড়ে খুবই ভালো লাগলো.... এই টাইপের গল্প তা যদি সত্য হয় তো সেটা আরও ভালো লাগার হয়.....


শুভকামনা....

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা মানুষের জন্য অনুসরনীয় একটি পোস্ট।আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি তো বিশ্ববিখ্যাত ব্যক্তি।


শুভকামনা থাকলো

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

লাবনী আক্তার বলেছেন: জ্বীনের গল্প ভালো লাগে। আমার নানা , আমার খালু , আমার খালা, এমন কি আমার মা'র সাথেও জ্বীন ছিল।

ভাবছি সত্যি ঘটনা একদিন সামুতে বর্ণনা করব।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: সত্য থেকে শিক্ষা নেয়া যায়।যার আগ্রহ আর প্রচেষ্টা আছে সেই লাভবান হয়।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

নিজে কোন কিছু প্রত্যক্ষ না দেখলে আমার বিশ্বাস হয় না সচরাচর !! আর একটা বিষয় ঘটকা লাগে অলৌকিক সব কিছু অনেক আগের ঘটনা হয় কিন্তু বর্তমানে এমন কাহিনি খুব কমই শোনা যায় :|

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: amio .koto din jin vot khujechhi .pini.akdin jiney dhorar ghotona ghotlo 1997 saley tongi moidaney ijtema chola kalin somoye.mamun namer ak chheley khub jush niay sardin khedmot korey sey sedin roja o rekhechhilo nofol roza..amir sab na korechhilen nofol roja rakhar dorkar ni..ratrey aka toilet e gelo tobleeg er lok aka toiloet jawa nishedh..becharar upor bod jiner attack holo...onek ratey tar chillapallai ghoom vanglo......tarporer ghotona aro interesting..ke jey vugiayechhey chheleta

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আমিও বিশ্বাসিদের দলে :)
কোন হাদিসে দেখিনি আল্লার নবি(স) এর সময় কাউকে জীন ধরছিল ।
জীন সম্পর্কে বলা আছে যে তারা নাকি আমাদের মাঝেই থাকে আরো কি কি সব ।
যুক্তি দিয়ে ভাবুন যেটাকে জীন ধরা বলা হয় সেটা ভুয়া ছাড়া কিছু না । ঐ রোগীদের দরকার কাউন্সিলিং । এই রোগটার নামটা এখন মনে নাই মনে পরলে বলব নে আপনাকে । রোগি তখন নিজের মাঝে অন্য কারো উপস্থিতি অনুভব করে এবং ইত্যাদি ইত্যাদি.... ডিটেল ভুলে গেছি ।
যাই হোক ভাল লাগছে আপনার লেখা :)



অঃটঃ গত রাতে O.M.G দেখেছি ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: jin valo ar kharap dui dhoroner achhey ar tader ghotona quraney achhey..sura rahman telawat shuney jin behosh howa o intekaler ghotonao achhey

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
এইডা আবার কেমন গল্প দিলেন ভাইজান আমিত পুরাই ভয় খাইছি ।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাইজান এইটা গল্প নয়।সত্য কাহিনি

শুভকামনা থাকলো।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

সর্বহারা:৭১ বলেছেন: আমহারে একখান মাইয়্যা জ্বীনে ধইরাছে!!!! কুবুরাজের ঠিহানা কি কারো জানা আছে?????????????? :P :P :P :P :P :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এই জ্বিন তাড়াবার কোন কবরেজ আমার জানা নাই


শুভকামনা থাকলো

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

গ্রামের মানুষ বলেছেন:
সারা পৃথিবীর মানুষ না মানলেও আমাকে মানতে হবে যে জ্বীন আছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: জ্বীন অবশ্যই আছে।যার আধুনিক বিশ্বের তারা এলিয়েন খুব বিশ্বাস করে কিন্তু জ্বিন মানতে নারাজ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

দি সুফি বলেছেন: প্রথম ঘটনাটা আগে পড়েছিলাম। ২য় টাও বিশ্বাস করলাম। এমন ঘটনা অসম্ভব নয়।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম ঘটনাটা একজন বিখ্যাত ব্যক্তির। আমি হুবহু সত্য লিখার চেষ্টা করেছি আর অনেক জায়গায় কিছু কাব্যিকভাবে অনুলিখন করেছে।


ভালো থাকবেন মাওলানা জোবায়েরুল হাসান এই জমানার অলি এতে কোন সন্দেহ নাই

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

দি সুফি বলেছেন: মাওলানা জোবায়েরুল হাসান এই জমানার অলি এতে কোন সন্দেহ নাই

একমত। উনার সাথে একবার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বালাদেশেও একজন জোবায়ের আছেন যিনি কাকারাইল মসজিদের ইমাম।তিনিও অনেক কামেল লোক।দারুণ প্রতিভা।একজন মানুষ হিন্দিতে বয়ান করছেন আর তিনি হুবহু অনুবাদ করছেন।একবার দেখা গেলো টানা ৫০ মিনিট হিন্দি বয়ানের পুরোটাই তরজমা করলেন হুবহু।কি পরিমান মেধাবী হলে এটা সম্ভব? মজার ব্যাপার হলো জোবায়েরোল হাসান সাব বয়ান করলে মাওলানা জোবায়ের অনুবাদ করতেন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

কালোপরী বলেছেন: পড়লাম কিন্তু কি বলব খুজে পেলাম না

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: kalo pori akta kichhu bolo


ota amar kotha noi
ja shunechhi tai likhechhi
sotto bolei ta likhechhi

akto bolar chesta koro

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

লোনলিফাইটার বলেছেন: পড়লাম :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ শুভকামনা।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: জীনে বিশ্বাস করি না :|

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দ্বিতীয় ঘটনাটি কোথায় জানি শুনেছি । লেখা ভালো লাগলো। মাঝে মাঝে এমন লেখা আসলে অনেক কিছু যানা যায়।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দ্বিতীয় ঘটনাটি একজনের মহত্ত্বগাথা

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন।

তন্ময় ভাইকে বলছি। আপনি যদি ইসলামে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে জ্বীনে বিশ্বাস করতেই হবে। আর যদি না করেন, তাহলে তো কোন কথাই নেই !! 8-|

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।শুভকামনা।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

ইন্তাজ ভাই বলেছেন: প্রথম ঘটনাটি খুবই ইন্সপায়ারিং। সততা কাকে বলে এখান থেকে শিক্ষা নেয়া যেতে পারে

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।শুভকামনা থাকলো

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

অনীনদিতা বলেছেন: সুন্দর লিখেছেন:)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.