নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি অবাস্তব অলীক
সত্যের লেশমাত্র নেই তোমার গায়
তুমি ভ্রম মরীচিকা
আমার মানসপটে লিখা
অসম্ভব আলোকবর্তিকা
যার পানে ছুটে বিব্রত আমি
সময়ের অপচয়ে
চরম বিব্রত তাই
ছিলাম নিরুপায়
হয়তো তোমার কামনায়
তীব্র চাওয়ায় লোভলালসায়
সম্বিত ফিরে দেখি কোন সময় নাই
আর আমি ধ্বংসের সীমানায়
নাচের এই জলসাঘরে
পরে ছিলেম নেশার ঘোরে
আলোকরাঙা ভরদুপুরে
নকশী কাথা গায় জড়িয়ে
কি পেলাম
কি হারালাম
প্রাপ্তি ছিল শূণ্যের কোঠায়
হারিয়েছিলাম জগতজোড়াই
তুমি অলীক অবাস্তব প্রতিবিম্ব
তোমার পিছু ছুটতে গিয়ে পেয়েছিলাম অশ্বডিম্ব।
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
লোনলিফাইটার বলেছেন: +++
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল +++
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
রাইসুল নয়ন বলেছেন: তুমি অলীক অবাস্তব প্রতিবিম্ব
তোমার পিছু ছুটতে গিয়ে পেয়েছিলাম অশ্বডিম্ব।
কবি !!
দারুণ বলেছেন,,
মনে হচ্ছে বিষাদী তবে কৌতুক বোধে বিষাদ ম্লানের অদম্য ইচ্ছা !!
পারেননি কিন্তু,
উত্তরের অপেক্ষায় রইলাম ।।
ভালো থাকুন কবি ।।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম করে কিছু লাভ হয় না।প্রেম নিরুৎসাহিত করনআর বিয়ে উৎসাহিত করণ।এটাই কবিতার শানে নজুল।ব্লগার বান্ধবীরা যদি প্রেমমুখো না হয়ে বিয়েমুখী হন তারই ক্ষদ্র প্রয়াস।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর একটা কবিতায় প্রথম প্লাস দিতে পেরে ভাল লাগাটা আরো বেড়ে গেল
সুস্থ থাকুন সুন্দর থাকুন যেখানেই থাকুন যেভাবেই থাকুন ভাল থাকুন দেশকে ভাল বাসুন । আপনার সাফল্য কামনা করছি ।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: Dhonnobad suvo kamona
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
মাক্স বলেছেন: হে মহান ব্লগার সেলিম, দাওয়াত পাওয়ামাত্র চলে এলাম
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: উফ্রে ৫ জন নাকি + দিছে তাইলে আমি প্লাস দেওয়ার পর সেটা ২ দেখায় কেন ?
সব ফাকিঁবাজের দল
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: chairman sab kemon achhen?kobita valo hoini tai like dei nai tader kono dush nai
apni valo achen shuvokamona thaklo
৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ছিলাম নিরুপায়
হয়তো তোমার কামনায়
ভালো লাগলো।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
সানড্যান্স বলেছেন: স্যুরিয়েলিস্টিক!!!
১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মামুন রশিদ বলেছেন: তবু আমরা ছুটি অলীকের পিছনে ।
কবিতা ভালো হইছে । ++++্
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad suvokamona
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
মাক্স বলেছেন: চতুর্থ ভালোলাগা++++
কেমন আছেন মহান ব্লগার সেলিম আনোয়ার?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: valo achhi kobi kemon achhen apni
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
কালোপরী বলেছেন: আমার জন্য মন্দ কামনা কেন??
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: তোমর জন্য শুভকামনা কালোপরী।
আমারব্লগে শুভকামনা।
মে হু না।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯
অবাস্তব প্রতিবিম্ব বলেছেন: khub valo laglo
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: সূন্দর কবিতা
ভাললাগা +
শুভকামনা