নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ অপরাধী বিচার প্রহসন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

যারা দেশবাসীকে কষ্ট দিয়েছে

হত্যা করেছে ধর্ষণ করেছে

তাদের কি বিচার হয়েছে?

তারাতো ক্ষমা পেয়েছে

যুগের পর যুগ এই দেশমাতার

আলো বাতাস মাটি পানি

সব ভোগ করেছে।

যে মনটি ভোগ করেছিলো

কুমারি কমলার প্রথম যৌবন

এই দেশে সেই সব হায়েনার কি

বিচার হযেছে?

যারা চোখ উৎপাটন করেছে আমার ভাইয়ের?

একাত্তুরে কিংবা এখনো

কারো বাবার হত্যার বিচার হয়

কারো স্বামীর হত্যার

তারা নক্ষত্রের মতন বিশাল তাই

আর আমার গ্রাম বাংলার কৃষক বধু

রাখাল বালক দূরন্ত কিশোরি

তাদের জন্মই হয়েছে ধর্ষিত হওযার জন্য

বুকের তাজা রক্ত ঢেলে মরার জন্য

পঙ্গুত্ব বরণের জন্য

এটাই স্বাভাবিক

এতেই তাদের জীবন ধন্য

তারা তো কষ্ট ক্লেশেরই জন্য

যুদ্ধ অপরাধীদের তাই বিচার হয়না

বিচারের নামে প্রহসন হয়

ক্ষমতায় যাওয়ার সিড়ি হয়

আমরা সাধারণ মানুষ

তাই আমাদের এত ভয়

অবাক সময় যাচ্ছে এখন

তাই যুদ্ধাপরাধী আর মুক্তিযুদ্ধের ফেরিওয়ালারা এখন আত্নীয় হয়্ ।

----------------------------------------------------------

প্রহসন নয় যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই



মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

নুসরাতসুলতানা বলেছেন: তাই যুদ্ধাপরাধী আর মুক্তিযুদ্ধের ফেরীওয়ালারা এখন আত্মীয় হয়......সহমত।প্রহসন এর বিষয়টি বুঝতে এত দেরী করলেন কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সব বুঝি নিরবে সব সহ্য করি।ভেবে ছিলাম চুপ থাকবো।প্রহসন মার্কা একট পোস্ট দিয়েছি।সুক্ষভাবে অসংগতি তুলে ধরার জন্য।আর পারলাম না তা কবিতা লিখে ফেললাম।এক সময় আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেছে ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ফাসি ছাড়া অন্য বিচার মানি না

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: oi gularey prottekrey 1000 bar fashi deya dorkar..seta somvob na bidhai akbar matro akbar fashi chai

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি হোক ফাঁসি।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।
ভাবুনতো কত অসংখ্য রেপ,হত্যা লুট তারা করেছে।দেশদ্রোহিতা তো আছেই্
তাদের মৃত্যু চাই ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: ফাসি ছাড়া অন্য বিচার মানি না

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: sohomot

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

শ্বর্ণকিট বলেছেন: চল চল চল
সব শাহাবাগ চল

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: gonobisforon chai

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

স্বপনবাজ বলেছেন: ফাসি ছাড়া অন্য বিচার মানি না

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বপনবাজ বলেছেন: ফাসি ছাড়া অন্য বিচার মানি না
sohomot

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

ইখতামিন বলেছেন:
বিচারের রায় প্রশ্নবিদ্ধ।

ফাসি ছাড়া অন্য বিচার মানি না

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: sohomot

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

ইখতামিন বলেছেন: ২য় ভালো লাগা.



আপনার ভ্রমণ কেমন হয়েছে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: vromon sobey matro shuru.....ami akhonow prttonto alakai

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

রাফা বলেছেন: আমরা কোন সিদেল চোর কিংবা ছিচকে পকেটমরের বিচার চাইনি!মহামান্য আদালত ও মহাজোট সরকার।

সহমত ,তিব্র প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: fashir pokkhey tibro gonojoar sristy kortey hobey

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো পোস্ট টা।
ভাল বলেছেন যুদ্ধাপরাধী আর মুক্তিযুদ্ধের ফেরিওয়ালারা এখন আত্নীয় হয়্ ।
আসলে আমাদের বিচার ব্যাবস্থার পরিবর্তন দরকার।
যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি হওয়া উচিৎ ফাঁসি।। এই রায় পুরো দেশ বাশি প্রত্যাক্ষান করেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: sohomot


bar bar ai desher manosh protarito hoi

jey jai lonkai shei hoi rabon

rajakar bodh somoyer dabi

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মেহেরুন বলেছেন: "চেয়ারম্যান০০৭ বলেছেন: ফাসি ছাড়া অন্য বিচার মানি না" সহমত

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: এটাকে নিয়ে প্রয়োজনে আন্দোলন করতে হবে।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ওদের যদি যাবজ্জীবন হয়..তাহলে অন্য অপরাধীরা তো দুধভাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.