নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়ো .....একদফা একদাবি যুদ্ধাপরাধীর ফাঁসি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯



আওয়ামীলীগের অনুগত বিচারপতিরা বিচার করছেন।তাদের নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্ন।তারা প্রহসনের রায় দিলেন ।এর আগ মুহুর্তে

জামাতের মিছিল করার সুযোগ দেয়া হয়েছে।এই সরকার দিয়েছে।যদিও বিরুধী দল এই সুযোগ এই সরকারের সময় পায় নাই।জামাত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মিছিল করছে আর সরকার সুযোগ দিচ্ছে।আবার শেখ হাসিনা মেকি মায়াকান্না করছেন।



বাংলাদেশের তরুন সচেতন সমাজ,সম্মানিত ব্লগাররা যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগ চত্বরে জমা হলেন তীব্র প্রতিবাদ জানালেন প্রহসনের বিচারের।রাজাকারদের ফাঁসির দাবীতে আমরা ব্লগাররা অনর থাকলাম।দেশের আপামর জনসাধারণ স্বতস্ফূর্তভাবে সহযাত্রী হলেন।জনতার জোয়ার হলো।একটাই দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি।



ভেন্যু শাহবাগ চত্বর।ঢাকাবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।যা এখণ ছাত্রলীগের আস্তানা।তাদের গুন্ডাপান্ডারা যেখানে একক ভাবে অবস্থান করে।এই ফ্যাসিস্ট সরকারের মতই।এই কথা যে কেউ বুঝতে পারেন ওই এলাকায়

বিরুধীদল ঢুকতে পারবে না।ছাত্রদলও নয়।ছাত্রলীগ দলবল নিয়ে হাজির হয়েছে।

একটা ন্যায্য দাবী। পবিত্র দাবী।জনগনের প্রাণের দাবী ।সেখানটাকে অপবিত্র করার জন্য ভাড়াটে গুন্ডাদের আগমন।দেশে এখন ছাগু গুন্ডা আর ভাদা গুন্ডাদের ব্যাপক তান্ডব।নির্লজ্জ ভাদাদের আগমন হলো সঙ্গত কারনেই তাদের আখরার আশেপাশে বিএনপির অনুসারীরা আসতে পারে নাই।আসলে বিশ্বজিৎ কয়জন হতে চায়? যারা পদ্মাসেতুর পক্ষে চাঁদাবাজি করতে গিয়ে মানুষ হত্যা করে।যারা চোর আবুল মন্ত্রীদের বাঁচাতে গিয়ে দেশের স্বার্থ পদ্মাসেতু জলানঞ্জলী দেয়।তারা যুদ্দাপরাধীদের প্রাণ ভিক্ষা দিয়ে আতাত করে আবার লোকদেখানো একাত্বতা ঘোষনায় শাহবাগ আসার মত নির্লজ্জ হবে এটাই স্বাভাবিক।

যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে দিযে তারা অস্থিতিশীল পরিস্খিতি সৃষ্টি করে আবার ক্ষমতায আসার পায়তারা চালাচ্ছে।দেশের গণতন্ত্র হত্যা করেছে।৭১ এ রাজাকারদের ক্ষমা করেছে।এখন আবারা রাজাকার ইস্যু এনে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা চালাচ্ছে।



তাদের কাছে কোন কিছুই নিরাপদ নয়।তারা গুম সংস্কৃতি চালু করেছে।তারা ক্ষমতায় আসার জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা লুপ্ত করেছে।

আর এখন ব্লগারদের নেতৃত্বে সংগঠিত গনদাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি সেখানেও আনাগুনা করছে। ফায়দা লুটার পায়তারা।



ছাগু সর্প ভাদাও সর্প।তবে ভাদারা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে।এদের চেয়ে খারাপ আর কেউ নাই।দেশে এখন ভাসানীর মতন নেতৃত্বের ব্যাপক প্রয়োজন।এই দেশ কোন শুকরের বাচ্চা পলিটিশিয়ানের নয়।১৬ কোটি মানুষের।শুকর আর শুকরশাবক এই দেশে পরিত্যাজ্য ।



আমাদের জনসাধারণের প্রানের দাবী একমাত্র দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসী

এর অন্যথা কেউ মানবে না।জনজোয়ার সাধারণ মানুষের ।এই জোয়ারের নেতৃত্বে দেশপ্রেমিক ব্লগাররা।অন্য কেউ নন।

ঐ নতুনের কেতন উড়ে

তোরা সব জয়ধ্বনি কর।



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

সংকেত মাহমুদ বলেছেন: http://www.nabojug.com/posts/voboghure/243 এই লিংকে যেয়ে দেখুন ঃ পাক বাহিনী আর রাজাকার দের হাতে বাংলাদেশের মুসলমান নারীদের ধষন ছিল নাকি ধর্ম রক্ষার কাজ ।ইসলামে জায়েজ । ইসলামের আর কত অপব্যাখা করবে এরা ।শিবিরের ঐ পোলাপানদের কাছে জানতে চাই ৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ষিত মুসলমান নারীরা কি কাফের ছিল ??? শিবিরের পোলাপান কি লিখছে দেখেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: oi gula haram jada...hanadar ar rajakarder jaroj sontan..

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

মোমের মানুষ বলেছেন: ছাত্রলীগ ভাড়া করে মানুষ আনায় আমাদের প্রাণের এ দাবীটুকু রাজনৈতিক দাবী হয়ে যাচ্ছে.....।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ora osustho vada....shukor chhana nirlojjo...ershad key biswa behaya bola hoto karonai vada ra tar cheyey boro biswa behaya..tader ey onekei ai somabeshey ashtey parey nai...shukor gularey juta pita kora uchit

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--

• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র‍্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আওয়ামীলীগ এখন চোরের আখরা......
তবে যুদ্ধাপরাধীদের ফাসি সমযের দাবী

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
যখন কারও শাহাবাগ নিয়ে চুলকানি উঠে বুঝবেন সে আসলে ছাগু ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: projonmo chottor amader...amra sadharon jonotar......projonmo chottor ai projonmer gorjey uthar......ami akhon prottonto alakai tatey ke...ami tumader sathey achhi projonmo chottorey

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
ছাগুদের লেঞ্জা দেখা যায় ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: tader lenja ketey ditey hobey

amader banglai chaguder thai ni

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: @কান্না হাসি , ছুপা ছাগু রে লাঞ্জা বাইর হইয়ে গেল রে !

পোষ্টে +++++++++ ভ্রাতা ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad shuvo kamona


amra nirvik....amrai jonota

joy amader sunischit

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

নাইট রিডার বলেছেন: @কান্না হাসি এতগুলা ছবি দেখে আমার একটা ছবি ই মনে পড়ল, আমার তো মনে হয় একটাই যথেষ্ঠ।

আর পোষ্টে জাঝা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: daroon jobab


shadhinotar chetonai amra achhi banglai

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আমি বাঁধনহারা বলেছেন:



আপনার লেখা খুব ভালো লাগল ভাই।আপনার সাথে সহমত পোষণ করছি।
++++++++++++++++++

লক্ষ শহিদের রক্তেভেজা বাংলার পবিত্র মাটি
এখানে থাকবে না কোন রাজাকারের ঘাঁটি।
রাজাকার যেই হোক করতে হবে তার বিচার
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।


আমার ব্লগে আপনার দাওয়াত থাকল।আশা করি দেখা হবে।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad shuvokamona


rajakarder kalohat venegey dau guriay dao

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

শের শায়রী বলেছেন: আমাদের জনসাধারণের প্রানের দাবী একমাত্র দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসী
এর অন্যথা কেউ মানবে না।জনজোয়ার সাধারণ মানুষের ।এই জোয়ারের নেতৃত্বে দেশপ্রেমিক ব্লগাররা।অন্য কেউ নন।
ঐ নতুনের কেতন উড়ে
তোরা সব জয়ধ্বনি কর।

++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: shuvon vi..deshdrohir khoma nai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.