নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
------------------------------------------------------------
ভ্যালেন্টিন
-----------------------------------------------
মনের মাঝে সকাল সাঁঝে
তোমার বসবাস
তুমি কেন আমায় নিয়ে
কর উপহাস!
অথচ আমি ভাবি তোমায়
কর্মমাঝে অলসবেলায়
ফেলে সব অবহেলায়
মাঝপ্রহরের প্রখর বেলায়
গভীর রাতে আধার কালোয়,
জোৎস্না রাতের রূপালী আলোয়
অমাবস্যার ঘুটঘুটে আঁধারে বিষম কালোয়;
গভীর শোকে ,আনন্দলোকে
রঙিন রঙিন স্বপ্নমাঝে
যেথা তোমায় আমায় বাসর সাজে;
কিংবা নিঠুর বাস্তবতায়,
যেথা জীবন বিভীষিকায়,
তুমি মোর সুখের প্রদীপ
আশার আলো জ্বেলে যাও ঘোর হতাশায় ।
গভীর শোকে সুখের পরশ
দুস্বপ্ন মাঝে সপ্নচারী;
কর্মস্পৃহা তুমি মোর ক্লান্তিহারী
সুখ সাগরে প্রমোদতরী।
বসন্তে আজ ফুল ফুটেছে
মনে তাই প্রেম জেগেছে।
গাইছে পাখি গান
তুমি আছো চারিদিকে তাই এত কলতান!
তোমারই প্রেম আমার মাঝে চির অম্লান;
তোমার স্মৃতি আমার মনে থাকবে চিরদিন
তুমিই সখি আমার হিয়া ,প্রাণের ভ্যালেন্টিন।
ধর্ষক নই
আমি প্রেমিক পুরুষ ধর্ষক নই
ধর্ষক কে মানবী ঘৃণা করে
অভিসম্পাত করে
মৃত্যু কামনা করে।
আর আমাকে না পেলে ?
অবলিলায় বিষপানে মৃত্যুবরণ করে
গলায় ঊর্ণা পেঁচিয়ে ঝুলে পরে ;
কিংবা সলিল সমাধি উত্তাল নদীবক্ষে
আমার স্পর্শ কামনায় প্রেমের দেবীরা
আকুন্ঠ নিমজ্জিত;
আমার ছোয়া না পেলে তাদের জীবন বিপন্ন প্রায়,
আমাকে কাছে না পেলে জীবন তাদের ব্যর্থতায়;
এক মুহুর্তেই আত্ম হনন বেছে নেয়
যদি আমায় জীবন সঙ্গী করে না পায়।
আমার জন্যে কতজনে রাজপ্রাসাদ ছেড়েছে
সমাজ ছেড়েছে সংসার ছেড়েছে
জাতপাত ধর্ম সবই ছেড়েছে
যাযাবর হয়েছে
বিরাণ হয়েছে
তার হিসাব নেই
কতজনে ছুটে চলে গেছে অজানার পথ ধরে
কতজনে উন্মাদিনী হয়ে ধরণীর পরে।
আমাকে প্রেম সমর্পণ না করতে পারলে
নারী জনম বৃথা অপূর্ণ অর্থহীন রমণীর হাহুতাশ
ওহে ধর্ষক ;প্রেমিক কেন পারিসনে হতে আমার মতন?
হিংস্র হায়েনা যেমন মাংশাসী মুখে মহা সুখে
অট্ট হাসি হাসে
তোদের অসভ্যতা তাদেরই মতন
আদমসুরাত হয়ে তোরা হায়েনার চেয়েও অধম
পারলে প্রেমিক হয়ে যা বদলে ফেল ধর্ষক মন
সুন্দরী রমণীর ভালোবাসায় পেতে পারিস স্বর্গসুখ পূণ্যময় জীবন।
------------------------------------------------------------------
তুমিহীনা আমি
তুমি যাচ্ছ চলে দূরে
সঙ্গোপনে কোন অজানায়
আমায় ছেড়ে এ বাংলার মাটি জল
হেলায় তুচ্ছ করে।
আমার গোপন অনুভূতিতে
তোমার সদা বিচরণ
আমার সন্নিকটে
আমার বলয়ে।
কি সুখ বল?
পরাভূমে পরদেশে দূরদেশে
একটিবার কি ভেবেছ?
এই আমাকে
আমার গোপন ব্যথা
শোধায়েছো কি কভু
তোমায় ?কি চাও তুমি?
কিসের নেশায় ছাড়িছো স্বদেশভূমি?
ভেবেছো কি একটিবার?
তোমায় ছেড়ে কতটা দুর্ভাগা
অসহায় আমি!
-------------------------------------------------------------------
আজ আমার প্রিয় অভিনেতা ও নায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ফরীদির মৃত্যুবার্ষীকি।তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।এই ভালোবাসা দিবসেও তার এক সময়কার প্রেমিকা ,বন্ধু,স্ত্রী? প্রেমের নাটকে অভিনয় করবে তাও আবার তার তরুণ নতুন স্বামীর সঙ্গে।যা্ই হোক সম্প্রতি এক বানর বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেলে তার সঙ্গীবানর মৃত বানরের শোকে ক্রন্দনরত এই ছবি অনেকের দৃষ্টি কেরেছে।
ফরীদি অপ্রিয় সত্য বলার এক্সপার্ট ছিলেন।আমিও তা বলে ফেলি।সত্য কথা তিতাও ভালো।ফরীদি আপনি না ফেরার দেশে ভাল খাকুন।তাকেই উৎসর্গ করলাম।
তারা প্রেম ভুলে যায় ,তারা তাই প্রেম হারায়
হায়েনারা তাদের নিয়ে তাই মেতে উঠে অসভ্য খেলায়
তারা প্রেম বুঝে না তারা যে নিত্য লালসায়
প্রেমের মহত্ব তারা ধূলোয় লুটায়
তাদের নিয়ে কামুকের দল পাশবিক তৃষ্ণা মেটায় ।
---------------------------------------------------------------
তোমারই ভালোবাসায়
--------------------------------------------
অচিন দেশের অচিন কোন গাঁয়
রূপালী আলোর ভরা পূর্ণিমায়
স্নিগ্ধ সমীরণে তোমার ছোয়ায়;
রঙিন স্বপন মম অন্তরায়
জেগে ওঠে অপার মহিমায়
হেরিলাম মায়ার ছলনায়
মেতে ওঠি তোমারই কমনায়
এই খানে প্রেম চাই, ভালোবাসা চাই;
তোমায় নিয়ে কাব্য চাই।
অপরূপ বসুন্ধরায়
তোমায় নিয়ে মায়াবী বাসার সাজাই
মনের মুকুরে তোমায় নিয়ে;
অনেক রঙিন স্বপ্ন দিয়ে
অচিন দেশের অচিন কোন গাঁয়
গেয়ে ওঠি প্রেমের গিতালী
তোমারই ভালোবাসায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad suvo kamona
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
কালোপরী বলেছেন: ফরিদী আপনি ভাল থাকুন, অজস্র শ্রদ্ধা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: Dhonnobad kalo pori
ami faridir akjon vokto
ar ke bolbo
tini nirobey mritto kamona korechilen..vorer shishirer moton
mritto obodhi osomvob jonopriota niay notun dristanto
rekhechhen..tini a desher akjon osamnno ovineta chhilen
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা রইল। সুন্দর কবিতা।
ফাল্গুনের শুভেচ্ছা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা...
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
আমিভূত বলেছেন: উনি আমারও প্রিয় অভিনেতা এবং প্রিয় মানুষ ।
কবিতা নিয়ে এখন মন্তব্য করলাম না
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তিনি আমার প্রিয় মানুষ..মানুষ নিজের প্রচারে ব্যস্ত থাকে আর তিনি প্রচারবিমুখ একজন মানুষ ছিলেন...একজন মহান অভিনেতা..শত কস্ট
মনে ছিল ছিলো একাকিত্ব তারপরও আমাদের হাসিয়েছেন।আনন্দ দিয়েছেন।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা কবি।
হুমায়ূন ফরিদীর প্রতি শ্রদ্ধা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: kobi kemon achhen.......shuvokamona thaklo
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: sohomot..ai deshey faridir moto muktijuddha akakitto niay mara jai
ar nonir putulera dudh kola khai
valo thakben
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
তারছেড়া লিমন বলেছেন: আজ আমার প্রিয় অভিনেতা ও নায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ফরীদির মৃত্যুবার্ষীকি।তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।ফরীদি আপনি না ফেরার দেশে ভাল খাকুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad shuvo kamona
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!!
প্রিয় ফরিদী এবং আপনি, দুইজনকেই ফাল্গুনী শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: apnakeo falguner ar valabasha dibosher ogrim suvechchha
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: aj ai dintakey moner khatai likhey rakhu
amai porbey money kachhey durey jekhanei thaku
ohohoooo ahhaha ohooohooooo
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
ওরা রাতের আঁধারেও বসে আছে ।একটা দাবী নিয়ে।আর সেটি হলো যুদ্ধাপরাধীদের বিচার।এটি রাজধানী ঢাকা নয়।মৌলভীবাজার জেলার কূলাউড়া উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোর শহীদ মিনার। ঘুটঘুটে অন্ধকার তারপরও তারা অনর।এটা এখন সারা বাংলার প্রতিচ্ছবি।সারা বাংলার মানুষের প্রাণের দাবী।যুদ্ধাপরাধীর ফাঁসি চাই।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে বাহ অসাধারন
২য়টা বেশি ভাল লাগছে । এক সাথে অনেক টপিক নিয়ে লিখে ফেলছেন ।
আর ঐদিন আমি শাহবাগ টিভিতে live দেখার জন্য চ্যানেল ঘুরাচ্ছিলাম কয়েটা চ্যানেলেই live টকশ দেখাচ্ছিল কয়েকটায় live শাহবাগ এমন সময় একটা চ্যানেলে কোনায় লেখা "আর্কাইভ থেকে" আমি ভাবছি লেখা live তো ঐখানে দেখাচ্ছিল হূমায়ূন ফরিদির সাথে টকশো । আমি ত পুরা টাশকি খাইছিলাম । যে কেমনে কি পরে ভাল করে দেখে বুঝলাম ।
শুভ কামনা আপনার জন্য ভাল থাকুন সুস্থ থাকুন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: যদি বেচে থাকি আর কবিতা লিখি ফরীদির মৃত্যুদিনেই ভালবাসার কবিতা লিখবো আর সেই কবিতা তয়েকে উৎসর্গ করবো।তার কারনেই আমার ব্লগার হয়ে ওঠা
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
নিয়েল ( হিমু ) বলেছেন: সেই কাহিনীও শুনতে চাই ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: তার মৃত্যুতে শকট হয়ে আমার কবি হয়ে ওঠা...আমার ব্লগার হয়ে ওঠা...আমার উচ্চশিক্ষিত বন্ধু মহলে তিনি জনপ্রিয়তায় অপ্রতিদন্ডি..তার আর সুবর্ণার বিচ্ছেদের দিন আমার এক বন্ধু বলে বসলেন.... তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেলেও এত কষ্ট পেতেন না।তার মৃত্যুদিনে আমি সিলেট খনিজ সম্পদ অনুসন্ধানে....মনে পড়ে সীমান্ত এলাকাঠয় একটা গান ই গেয়ে ওঠছিলাম আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো...তারপর হঠাৎ করে আবারো লেখার ভুত চাপলো বাস সামুতে লেখা শুরু করলাম...কিন্তু সহজে জেনারেল হতে পারছিলাম না...পরে সবুজ বাংলা আরো কিসবে লেখা সুরু করলাম..পরে জানলাম ওগুলো নাকি শিবির সামুও আমাকে সেফ করে দিলো ব্যাস নিয়মিত লিখতে খাকলাম
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: ++++
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
ক্যাকটাস বলেছেন: ভালো লাগলো......