নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাজীবের মৃত্যু কেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

আমরা তো এদেশের মানুষের রক্ত চাই নি

রাজাকারের ফাসির দাবী করেছি

দেশে কোন দাঙ্গা চাই নি?

কারা বিচারপতি আজ

কে আমাদের মৃত্যু দাতা

যমদূত

যারা কক্সবাজারে জীবন দিলো

তাদের মৃত্যু কে দিলো

রাজীব কেন জবাই হলো

যুদ্ধাপরাধীর সঙ্গে কেন

ছাগু জবাইয়ের শ্লোগান হলো

আমরা কি সবাই জল্লাদ নাকি কসাই?

আমরা কি শুধু মানুষের রক্ত খাই?

হানাহানি গুম হত্যা চাই

এক দলীয় শাসন চাই?

নির্দলীয় সরকার মুছে দিতে চাই?

ভাদাকারদের সিংহাসন অক্ষয় চাই?

কুত্তালীগের কেউ তো মরে নাই

মরেছে যারা তারা কি যুদ্ধাপরাধী

আপনাদের দাবী আমি বুঝি নাই

আমার দাবী একটাই

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

এখন রাজীব হত্যারও বিচার চাই।

কোন গৃহযুদ্ধ হানাহানি রক্তপাত নয়

আর একটি প্রাণও নয়

শুধু রাজাকারদের ফাঁসি চাই

আমার ভাই মরলো কেন

সেই মরণের বিচার চাই?

রাজীব হত্যার বিচার চাই?

ন্যায্য বিচার চাপিয়ে দেয়া মৃত্যু নয়

সঠিক পন্থায় বিচার চাই?

যদি আমি হতাম

অপরাধীর কাঠগড়ায়

তখন যেমন বিচার চাইতাম

তেমন ধারায়ই বিচার চাই?

আমার দাবী তাই যুদ্ধাপরাধীর ফাসি চাই

যমদূতেরা জল্লাদের দল

বাঙালী জাতীর রক্ত নয় নিরাপত্তা আর শান্তি চাই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

রাফা বলেছেন: ওরা ৭১-এর মানুষ হত্যাকার.। ওদের বিচারের বিরোধীতা করতে গিয়ে কেউ মারা গেলে এর দ্বায় অন্য কারো কিংবা সরকারেরতো নয়ই।এটার জন্য ওরাই দায়ী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: এখন কি মুক্তিযুদ্ধ চলছে? নাকি গৃহযুদ্ধের উস্কানী চলছে।কাদের মেল্লার যাবজ্জীবন এই রায় কচেতর?এতে কি সরকার সংশ্লিষ্ট নয়?আমরা ব্লগার রা কি স্বাধীনচেতা নই?নাকি আমরাও কারো লেজ ধরে বসে থাকি?আওয়ামীলীগ নির্ধারণ করে কে রাজাকার? কে মুক্তিযোদ্ধা?এই আন্দোলনের শুরু হয়েছে কাদের মোল্রার বিচার প্রহসনে আর তা করেছে আওয়ামীলীগ।জামাত কি ধর্ম ভিত্তিক দল?তারা মওদুদী বাদী তাদের দোষে অন্যদের দোষ দেয়া হবে কেন?তারা ইসলামে ফেতনা ছড়ায়।আর কিছু নয়।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: amra ke jollad? bolento. amra bangladesher manusher nirapotta চাই..উন্নয়ন চাই..স্বাধীন ভাবে বাচতে চাই ...গনতান্ত্রিক রাষ্ট্র চাই।সুশাসন চাই...

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

ইখতামিন বলেছেন:

++++++++++++++++++

আর এভাবে চলতে দেয়া যায় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: asholei......amra desher voyaboho biporjay kamona kortey parina

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.