নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি আছি মৌলভীবাজারের একটা প্রত্যন্ত এলাকায়।এই এলাকা ওয়াজের এলাকা।কীর্তনের এলাকা।ওয়াজ হচ্ছে ৭১ এর ঘটনা।হানাদারদের হানায় দেশের মানুষ ভীত।হানাদার প্রশ্ন করছে তুমি কি হিন্দু না মুসলমান?
মুসলমান।
কালেমা বাতা্ও
লা ইলাহা ইল্লা আন্তা ছোবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।
এটা তো কালেমা নয়।
কালেমা ডরে ভুইলা গেছি।এইডাই সব সময় পড়ি।তাই মনে আছে।
হানাদার রাজাকার রা ছিলো জালেম।দোয়াটা জালেমদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয়ের আকুতি।হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ।আর একটু বলি।
হাসান রাঃ ওমর রাঃ এর ছেলেকে গুলামের বাচ্চা গুলাম বলেছে।ওমর হলো তখন বাদশা।ওমরের ছেলে বাবার কাছে বিচার দিলেন।ওমর বিচার ডাকলেন। লোকজন জড় হলো।ইমাম হাসান কে সবার সামনে বিচারের কাঠ গড়ায় খলিফা ওমর জিজ্ঞাসা করলেন ।সে তার ছেলেকে গাল দিযেছে কি না? নির্ভীক হাসান স্বীকার করলেন।তাকে গুলামের বাচ্চা গুলাম বলেছেন।প্রতাপশালী ওমর ব্যাখ্যা চাইলেন।হাসান নির্দ্বিধায় বললেন আপনি কি আমার নানা মুহাম্মদ সাঃ এর গুলাম নন?সে কি আপনার বাচ্চা নয়?ওমর কেঁদে ফেললেন।চোখে তার আনন্দ অশ্রু।তিনি বললেন হাসান লেখ?তুমি এই কাগজে লিখ আমি তোমার নানার গুলাম।আমি মুহাম্মদ সাঃ এর গুলাম।উপস্থিত সবাইকে সাক্ষী রাখলেন।আর উপদেশ দিলেন মারা যাওয়ার পর তার লাশের সাথে উক্ত কাগজ টুকরো যেন দেয়া হয়।কাল হাশরের ময়দানে তিনি এই বলে ক্ষমা চাইবেন যে তিনি মুহাম্মদ সাঃ এর গুলাম ছিলেন।
দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে সর্বশ্রেষ্ঠ সে বিচার।রাসুল সাঃ কারো মৃত্যুতে খুশি হয় নাই।উদ্বেলিত হয় নাই।মিষ্টি বিতরণ করে নাই।সাঈদীর ফাসির রায় হলো্ ।একজন মানুষ মারা যাচ্ছে এতে আনন্দের কি আছে?তার রায় কে কেন্দ্র করে ৩৮/৫৬ জন বাঙালী প্রাণ হারলো্ ।এটা কি দুঃখ জনক নয়।
এটা কি গণহত্যা নয়?এই সরকার আর ৭১ এর পাকিস্তানী সরকারের পার্থক্যটা কি?এই সরকারের বিপক্ষে মিছিল হলে তাদের ওপর বর্বরোচিত হামলা করা হয়।সাঈদীকে বাচানোর দাবী করে শ্লোগান হলে মিছিল হলে তাদের হত্যা করতে হবে? এই রকম আইন কোথায় আছে?
এটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ।সাবেক রক্ষীবাহীনির প্রধান তোফায়েল আহমেদ ঘোষনা দিলেন?এই যে এত লাশ রক্ষিবাহীনির নির্মম হত্যাকান্ড অত্যাচার মনে করিয়ে দিলো।প্রকৃত যুদ্ধাপরাধীর ফাসি আমরা সবাই কামনা করি।কিন্তু ২য় মুক্তিযুদ্ধ কার বিপক্ষে কাদের বিপক্ষে
জামাত নিষিদ্ধ হোক আমিও চাই।অনেকেই চায়। তাই বলে এত লোকের হত্যা তাদের মা বাবার আর্তনাদ ভেবেছেন কেউ?হানাদার রাজাকারদের চেয়ে বর্বরতায় এই সরকার কি কম?বঙ্গবন্ধু ৭১ এ ৭ ই মার্চের ভাষনে বলে ছিলেন আমি প্রধান মন্ত্রীত্ব চাই না..অবশ্য পরে তিনি গণতন্ত্র হত্যা করে দেশের প্রথম এক নায়ক হয়েছিলেন।সিরাজ সিকদার হত্যা হওয়ার পর গর্বভরে বলেছিলেন কোথায় আজ সিরাজসিকদার।বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন।৪টি পত্রিকা রেখে বাকিগুলো বাজেয়াপ্ত করেছিলেন।আর তার মেয়ে গণতন্ত্রের মানসকন্যা ইতিমধ্যেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছেন।তার পবিত্র খায়েস তার অধীনে নির্বাচন হবে। আরেকবার ক্ষমতায় গেলে তিনি সত্যিকার একনায়ক হতে পারবেন।যুদ্ধঅপরাধীর ফাসির দাবি নিয়ে কবিতা লিখলাম।শ্লোগান লিখলাম।এখন আমার সেই ৭১ এর অবস্থা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার দাবী কি? আমি কিন্তু বলব লা ইলাহা ইল্লা আন্তা ছোবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।স্বাধীনতার ৪০ বছর পরও এই দেশেএইভাবে নির্দয়ভাবে কুকুরের মতন গুলি করে হত্যা করা হবে?৫ জন সত্তোরউর্ধ রাজাকার মারতে গিয়ে হাজার দশেক তরুণ প্রাণ দিবে?গুম হবে?লুট হবে?ধর্ষনের উৎসব হবে?রাজপথে বিশ্বজিৎ হবে?
একটা কথা কি হাশরের ময়দানে সবার বিচার হবে?কেউ অনু পরিমান ভালো কাজ করলে তার প্রতিদান পাবে আর অনু পরিমান খারাপ কাজ করলেও তার সাজা ভোগ করবে।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: sohomot.....
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: akjon feraon keno hoyechhilo money achhey?
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
মাক্স বলেছেন: ভালো বলেছেন!
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ম্যাক্স দেশটা অবস্থা কত খারাপ হয়েছে ভাবেন তো?সামান্য ব্লগাররা কি পারবে ধুরন্ধর রাজনীতিবিদদের শায়েস্তা করতে।ব্লগারদের মানুষ এথন গালিগালাজ করে নাস্তিক বলে....এইসব শুণে মনটা খুব খারাপ হয়েছে।
৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন:
সেলিম ভাই বলার কিছু পাচ্ছি না
এরকম কথা বার্তা আসলে মেনে নেয়া যায় না । দেখুন আপনিও কি মনে করেন সাঈদির মুক্তির দাবিতে তারা শান্তিপূর্ণ মিছিল করে আর পুলিশ শুধু শুধুই খুচায়, তারপরে গুলিকরে ?
তার পর হিন্দু মন্দির গুলো ভাংচুর তার পর বাসে আগুন ভাংচুর এগুলো কেন করে ? পুলিশের খুচানির খুচানির প্রতিবাদে ?
বলার কিছু পাচ্ছি না ভাই কিছুই না পছন্দের মানুষদের কাছ থেকে এধরনের কথা শুনতে ভাল লাগে না ভাই
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমি বুঝলাম আপনার কথা কিন্তু মানুষ এইভাবে মরবে...তারা তো মানুষ তাই না?মন্দির ভাঙা ধিক্কার জানাই।সেগুলোর বিচার হবে..হওয়া উচিৎ...রাজনীতিবিদ সব একযুগে খারাপ..এমনকি ফখরুদ্দিন সাহেব ও খারাপ..এইকানে এত রাতে ওয়াজের আওয়াজ আসছে বিশ্বাস করেন ?এখানে হিন্দু মুসলিম দারুন সহাবস্থান
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমার মন প্রচন্ড খারাপ আর কত লোক জীবন দিবে?
৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: মৌলভিবাজার ? আমার আশপাশেই তো আছেন ? আমি জানি এখানে হিন্দু মুসলিমের অবস্থানটা কি ?
এটা বাদ দিলাম বাঁকি অংশ টুকুর কথা তো কিছু বল্লেন না । আগের কমেন্ট টা দেখেন আরেকবার
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ হত্যার চেয়ে বড় কোন পাপ নাই......আমি তো সাইদির পক্ষে মিছিলকারীদের বলি নাই.....অস্ত্র মামলা বোমা মামলা র শাস্তি কিন্তু হত্যা নয়।পতাকা পোড়ানো ঘৃণিত কাজ সন্দেহাতিত ভাবেই....আমি জামাতের রাজনীতি বাতিলের পক্ষে.....উপযুক্ত বিচারের পক্ষে
৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৭
নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি এগুলো জানি ভাইয়া তাইতো এত পছন্দ করি
আমি তো এদের নর মনে করি না তাই হিসাব মিলাতে একটু দেরি হল ।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: suprio blogger tarao to manush......tader bipoth thekey soray anar daitto amader.......media mithya khobor prokash korchhey..manushkey bivranto korchhey......ami mritto chai na...
৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫১
আশিক মাসুম বলেছেন: অনু পরিমান খারাপ কাজ করলেও তার সাজা ভোগ করবে।
এরপর আর কিছুর বলার থাকেনা।
৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০২
ঘুমকাতুর বলেছেন:
৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২১
বৈরাম খাঁ বলেছেন: ঠিক বলেছেন ভাই ।এক মানবতা বিরোধী অপরাধের বিচার করতে গিয়ে আরেক মানবতা বিরোধী অপরাধ করতেছে এটি আসলেই দুঃখজনক।
১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৪
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার করা ৬নাম্বার কমেন্টের ২য় অংশের রেফারে একটা খবরের কপি পেষ্ট দেই পড়ে দেখেন হয়ত বুঝবেন কেন আমি এদের নর মনে করি না ।
শাহবাগে সাইবার যুদ্ধ
এ কেমন বর্বরতা !
জামায়াত শিবিরের হায়েনারা গতকাল বিকেল পাঁচটার দিকে জমির কমপ্লেক্সের ফটকে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ভবনে আগুন ছড়িয়ে পড়লে অবরুদ্ধ ১৯পুলিশ সদস্য বেতার বার্তার মাধ্যমে সাহায্য চান। পরে ১৮ জন পুলিশ চায়নিজ রাইফেলের গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে অবরুদ্ধ ১৯ পুলিশ সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুৎ মিশ আরও বলেন, ‘হামলাকারীরা জমির কমপ্লেক্স থেকে আমাদের কনস্টেবল তারেকুল ইসলামকে ধরে নিয়ে কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় লোহার খন্তা ঢুকিয়ে দেয় বিক্ষোভকারীরা।’
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: তারা এত আক্রমনাত্মক কেন বলতে পারবেন......আমরা জামাত নিষিদ্ধে দাবী তুললাম......সব ধর্ম ভিত্তিক দলের পিছনে লাগার দরকার কি?তারা কি যুদ্ধাপরাধি.....এখন নাস্তিকদের ফাসি দাবি করা হচ্ছে .এটা তো পরিস্থিতির জটিল করে তুলছে..তাই নয় কি?
১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: খবরটার link
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: suprio blogar jamater shibirer kormokandey daron hotash ami....chatroleeg tader cheye valo noi.....kono kono khetrey aru kharap...tender baji durniti.....saydeer mp thakakalin durnititr hishab koren ar awmelleger mp der durnity compare koren taholey ghrina tader dikey o jabey
১২| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: জুড়ীতে বেশ বড় ধরণের ভূমিকম্প হলো ...মনে হচ্ছিলো বিল্ডিংটা ভেঙে পড়বে..খুব ভয় পেয়েছিলাম...ভাবলাম মৃত্যু এসে গেলো নাকি?তখন সময় সকাল ৭.৪৫ ..যাক এখনো বেঁচে আছি .....বেঁচে থাকা বড় ব্যাপার..যেই দেশে মুড়ি মুরকির মত মানুষ মরে অন্তত সেই দেশে
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯
নায়করাজ বলেছেন: জামাত শিবির নিষিদ্ধ চাই । এরা জঙ্গী, এরা সন্ত্রাসী। স্বাধীনতা বিরোধী শক্তির এই দেশে থাকার অধিকার নাই।