নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এভাবে কত আসা যাওয়া করবো?
তোমার বাড়ি আমার বাড়ি
দিল্লীকা লাড্ডু মধুর হাড়ি
শুধু নিরব বিচরণ
টু শব্দটিও নয়
শুধু লিখা
তুমি যতটুকু পড়
অন্যে ও পড়ে তা;
আমি শুধু দৃষ্টি রাখি
অন্য কেহ তোমায় কি দিল প্রেম বারতা?
তুমি তারে প্রশ্রয় দিলে?
নাকি মনের সিংহাসনটা আমারই করতলে?
রেখেছো সযতনে ।
তোমার কদমফুলে রাখবো কখন হাত;
সেই বাহানায় একটু ছোঁয়া পেলে
তোমার স্বপ্নে কাটবে সারারাত।
তুমি দুর আকাশের তারা,
এত ভালবাসি তবু দাওনা কোন সারা;
মিট মিট করে জ্বলছ,
দূর থেকে কি কাব্য করে প্রেমের কথাই বলছ?
এ কেমন ভালোবাসা সখি
এ কেমন প্রেম ভাবছি;
সেই প্রেমেতেই তুমি আমি
ভাসছি আবার ডুবছি।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা প্রিন্স।
নিরন্তর ভালোবাসা থাকলো
২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
লাবনী আক্তার বলেছেন: সেই প্রেমেতেই তুমি আমি
ভাসছি আবার ডুবছি
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দেশের যে অবস্থা আমি কবি হয়ে গেলাম
যুদ্ধ বিগ্রহ খুন করা
এর চেয়ে সখি প্রেম করা অনেক ভালো
দারুন সুখ অনাবিল আনন্দ
কত প্রশান্তি মনে্ ।
শুভকামনা থাকলো
৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকালে এত সুন্দর একটি কবিতা !!!!!!মনটা জুড়িয়ে গেল পরম শান্তিতে
এ কেমন ভালোবাসা সখি
এ কেমন প্রেম ভাবছি;
সেই প্রেমেতেই তুমি আমি
ভাসছি আবার ডুবছি।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ একমাত্র প্রেমই পারে আমাদের বাচাতে
দাঙ্গা ফ্যাসাদমুক্ত দেশ গড়তে তাই প্রেম চাই
ভালো থাকবেন।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০০
সুফিয়া বলেছেন: ভালো লাগল। কবিতায় আরও সাফল্য কামনা করছি।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম।ভালো থাকবেন সবসময়।
শুভকামনা থাকলো
৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
সেই প্রেমেতেই তুমি আমি
ভাসছি আবার ডুবছি
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারি এখন যৌবন যার প্রেম করার তার শ্রেষ্ঠ সময়।
ভালো আছেন
আমার সখিরা সব গেল কই
এই অমাবস্যায়
অবাক প্রেম ধরলো আমায়
মানুষ মারার দেশে
সখিরা সব রক্ষে কর
বুন্দাবনে এসে।
৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমার কি আর যৌবন আছে আমার যৌবন কাইরা নিছে আমার বউ । তাই প্রেম করতে আর মুন চায়না।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: যুদ্ধে যাসনে অথর্ব
প্রাণ হারাবি তাতে
কান্ডারী হারা হতে চাইনা
এমন আধার রাতে
প্রেম করে যাও বন্ধু
তোমার বউয়ের সঙ্গে
আমি আছি বৃণ্দাবণে
রাধে কৃষ্ণে রঙ্গে।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: ভাইয়া তোমার জন্য কুনোব্যাঙভাইয়ার একটি পোস্ট দ্রষ্টব্য!
একটু পর লিন্ক দিয়ে যাচ্ছি!
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: লিঙ্ক দিয়ে করবোটা কি?
দুদণ্ড শান্তি চাই
জীবনান্দ লোকান্তরে
বণলতাও কি তাই?
৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম করতে লাগে যে বড় ভয়
যুদ্ধের কথা ভেবে মনের যত ক্ষয়
আশা আছে ভালবাসা আছে
এইত বেশ বউত আছেই কাছে
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: বউয়ের সাথেই প্রেম কর
সেটা মন্দ নয়
তাকে কি তুমি ভয় কর?
না এটা সত্য নয়
আমার এখন হাজার প্রিয়া
মনে বসন্তের রং
ফুলে ফুলে খাচ্ছি মধু
তবু খুজছি রাঙা বধু
যদি খুজে পাই
তাহার সঙ্গেই করবো প্রেম
সাগর কিনারায়।
৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
অনীনদিতা বলেছেন: প্রেমেই বৃষ্টি,প্রেমেই ক্ষরা
প্রেমেই বাচা,প্রেমেই মরা.....
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন:
১০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
অনীনদিতা বলেছেন: প্রেমেই বৃষ্টি,প্রেমেই ক্ষরা
প্রেমেই বাচা,প্রেমেই মরা.....
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: তাই যদি হয়
কিসের এত ভয়
হয়ে যাও আগুয়ান
জীবন মরণের খেলায় তবে কেন পিছুটান
চল উড়ি মুক্তি হাওয়ায়
পুলকিত এ মন তোমায় পাওয়ায়
রঙিন হলো তোমার কামনায়
বসন্ত বাতাস লাগলো মনে
আমি আজই তাই বৃন্দাবনে
ধন্যবাদ কবি কবিতাপাঠে ।
শুভকামনা থাকলো।
১১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১
ইখতামিন বলেছেন:
৭ম ভালো লাগা.
দারুণ কবিতা.
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
শুভেচ্ছা থাকলো।
১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন !
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ।এটা কবিতা নয় এটা প্রেম।মানুষজন কবিতা মনে করছে ঠিক আছে তাহরে কবিতাই।
শুভেচ্ছা থাকলো নিরন্তর।
১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
মন জুড়িয়ে যাবার মত প্রেমকাব্য।।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: kobi sotti bolchhen
ato boro kobir proshonghshai
ami vashshchii jeno akash tai
১৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কবি আমার ব্লগে সুস্বাগতম ভালো থাকবেন সবসময়।
১৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
আমি বাঁধনহারা বলেছেন:
প্রেম করতে চাই তবু পাই না কাঙ্খিত প্রেয়সী
প্রেয়সী যদি না থাকে কাকে বলব ভালেবাসি??
যৌবন আজ শেষ তাই মুখে নেই কোন হাসি
তবু আমার ইচ্ছে করে প্রেম-পারাবারে ভাসি!!
একা আছি,একাই থাকব:বলব না মনের কথা
মনের কষ্ট মনে নিয়ে লিখে যাব শুধু কবিতা।।
..........................................................
আনোয়ার ভাই।খুব ভালো লাগলো।
অসাধারণ:++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বাধন হারা
কেন আপনি প্রেম ছাড়া
এই প্রেমের দেবীরা
বাধনহারাকে বাধ প্রেমের সুতোয়
মাতাল কর ভাসাও জলে মায়া গুতোয়
প্রেম জোয়ারে কর দিশেহারা
কেন সে আজও বাধন হারা্
ভালো থাকবেন সবসময়।
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম।
+++
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ।
শুভকামনা থাকলো।
১৭| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মাক্স বলেছেন: সাইবার প্রেমপত্র জিনিসটা কিন্তু দারুণ।
কাগজ কলমের অভাব থাকলেও অনুভূতির কোন পার্থক্য নাই। অন্তত আমার কাছে নাই।
লেখায় ভালোলাগা জানিয়ে গেলাম!
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লগার ম্যাক্স।
১৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯
মাক্স বলেছেন: ম এর পরে য ফলাডা কাইট্যা দেন!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মাক্স দিলাম খুশি।
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
ভুল উচ্ছাস বলেছেন: হ এরপর কোন এক হিজড়ারে বইসা বইসা ফিল করি, আর কাম কাজ নাই তো, খ্যাতা পুরি সাইবার প্রেমের।
তবে কবিতা পড়ে মজা পাইছি।
বলাই বাহুল্য মন্তব্যের উপরের অংশ তে আশা করি আপনি দ্বিমত নন, এটা আমাদের চারপাশে অহরহ হচ্ছে।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ভালো থাকবেন সবসময়।
২০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: শুধু নিরব বিচরণ
টু শব্দটিও নয়
শুধু লিখা
তুমি যতটুকু পড়
অন্যে ও পড়ে তা;
আমি শুধু দৃষ্টি রাখি
অন্য কেহ তোমায় কি দিল প্রেম বারতা?
তুমি তারে প্রশ্রয় দিলে?
নাকি মনের সিংহাসনটা আমারই করতলে?
কঠিন অবস্থা!!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা বটবৃক্ষ।
২১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
একজন আরমান বলেছেন:
দূর থেকে কি কাব্য করে প্রেমের কথাই বলছ?
এ কেমন ভালোবাসা সখি
দারুন।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
কেমন আছেন আপনি?
২২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
জানতে চায় বলেছেন: এ কেমন ভালোবাসা সখি
এ কেমন প্রেম ভাবছি;
সেই প্রেমেতেই তুমি আমি
ভাসছি আবার ডুবছি।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ প্রিয় ব্লগার অমার ব্লগে সুস্বাগতম।
২৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
একজন আরমান বলেছেন:
এইতো ভাই। আছি আর কি।
কদিন ঢাকার বাহিরে ছিলাম।
আজ আবার এলাম।
আপনার খবর কি?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি হাকালুকি হাওড়ে সততার বলি দিচ্ছি আর কি?
ঢাকা আসব ৩১ মার্চ আসা করি।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫০
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: +++++