নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমাকে আসতেই হবে
যদি বাসো ভালো আমায়
তাই মুক্তি দিলাম তোমায়
বেঁধে রাখবোনা
মিনতি করবো না
কর জোড়ে আর চাইবো না
তোমায়।
যা ছিল আমার
দিযেছি সবই;
এখন রিক্ত নিঃস আমি
হয়তো সৃজেছি কিছু দাবী।
তুমি যদি না আস
মনের করিডোরে
ডাকবো না আর
প্রেমের ভিখেরী সাজবোনা আর।
প্রেম বলে যদি কিছু থাকে এই ভবে
দুর্নিবার আকর্ষনে তবে
আসতেই হবে
তোমাকে আসতেই হবে
আমার বাহুডোরে আখি পল্লবে
প্রবঞ্চনা নয় মায়ার বাঁধনে
তাই তোমাকে আসতেই হবে।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: bapar akatai
tumakey ashtey hobey
২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি না আসে উঠাইয়া নিয়া আসতে হবে
কি বলেন ?
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: hotat koret prem chaga diay uthechhey
tai ashei hobey onno kon upai nai
৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
নীল-দর্পণ বলেছেন: তোমাকে আসতেই হবে
যদি বাসো ভালো আমায়
তাই মুক্তি দিলাম তোমায়
বেঁধে রাখবোনা
মিনতি করবো না
কর জোড়ে আর চাইবো না
তোমায়।
ভাল লাগা
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: Dhonnobad shuvo kamona
valothakben sobshomoi
৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
জুন বলেছেন: উনি কি ব্লগার
নাহলে জলদি একটা ফোন করেন
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: nai telephone nirey pion
nirey telegram
bondhor kachhey moner khobor kemney pouchaitam?
৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
রোমানা শারমিন বলেছেন: valo hoyeche kobitati
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: dhonnabad kobita pathey
tumakey ashtei hobey
shuvo kamona thaklo
৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
মাক্স বলেছেন: আইবো না মানে?
হস্তাপদ্বাদীশৃঙ্খলাবদ্ধাবস্থায় নিয়া আসবো! টেনশান লৈয়েন্না
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান ব্লগার।
টেনশন মুক্ত হলাম।
সে আসে না কেন?
৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে লিখাটি...
শুভকামনা...
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে
সহজতম ভাষায় লিখার চেষ্টা করেছি
ভাবটা দেখছেন এই মেয়ে তোমাকে প্রেম করি আমার প্রিয়া হও
কোন কাব্যিক প্যাচ দেই নাই।
শুভকামনা থাকলো্
৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
বিষ পিঁপড়ে বলেছেন: ইতোমধ্যে চইলা আসছে নাকি ভাই??
ভাল লেগেছে...
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: akhonow ashenai
tobey bishpipra jeheto ashchhey ami ashabadi
inshaallah seo ashbey
suprio blogger amar blogey sushagotom
৯| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
লাবনী আক্তার বলেছেন: যেভাবে আসতে বলছেন না আইসা পারলাম না।
৩য় ভালোলাগা রইল ।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: dhinna...ashen jokhon akto cha khan
bosen bsram lon
suvo kamona thaklo
১০| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
ভুল উচ্ছাস বলেছেন: খুব সুন্দর কবিতা, একেবারে আমার মনের কথা কিন্তু সে আসবে তো?
এখনো আসে নাই সেলিম সাহেব।
আপনার আসলে জানায়েন কিন্তু।
শুভ কামনা।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: akhono ashenai ..ashley janabu
o ayega joror ayega
nirontor suvokamona
১১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ভালবাসলে ছেড়ে দিতে হয় । সে আপনার হলে ফিড়ে আসবে ।
ভাল লাগল ।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad shuvo kamona
valo thakben sobshomoi
১২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
সায়েম মুন বলেছেন: নাইস!
সে যে কেন আসেনা কিছু ভাল লাগেনা। এবার আসুক তারে আমি মজা দেখাবো...
এই গান ধরেন সে চইলা আসবে
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কবির মুখে ফুলচন্দন পড়ুক....কবি দেশের হালুয়া টাইট আর আমি কবিতা লিখিয়া বেড়াইতেছি।দুঃখ ভুইলা থাকার মহা অসুধ।
শুভকামনা থাকলো কবি।
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: সে আর না এসে থাকতে পারবেনা ভাইয়া.........তাকে তো আসতেই হবে.....
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: রহস্যময়ীর আগমনে
নাচল পরাণ আনমনে
শুভকামনা থাকলো।
ভালো থাকবেন সবসময়।
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
একজন আরমান বলেছেন:
সে কি আসবে? জানি না।
কবিতায় ভালো লাগা বরাবরের মতো।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: তাকে আসতেই হবে
কদম ফুল হাতে
দেখেনিও তুমি
সে আসবেই আধার রাতে।
শুভকামনা থাকলো আরমান ভাই।
১৫| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এমন ডাকা ডাকলেন আসতেই হবে!
সে কি আসছে?
কবিতায় প্লাস নেন।++
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: বলেছিলে কোথা যাবে না আজ
আমি ডাকলাম আসতেই হবে
এসেছো কি তুমি
নাকি এখনো আসনি
তোমাকে আসতেই হবে জানি।
কবিতা পাঠে ধন্যবাদ।
শুভকামনা রইলো্ ।
১৬| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
অনীনদিতা বলেছেন: এইতো আমি আসলাম
যে আপনার সে আপনার কাছেই ফিরে আসবে
আর যদি না আসে তাহলে ভাবতে হবে সে আপনার ছিলইনা কখনো
অনেক ভালো হয়েছে লেখা
+
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: onindita
ashcho tumi
daroon khushi ami
nirontor shuvokamona thaklo
১৭| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
হাসি .. বলেছেন: হা হা এ দেখি প্রেমে মজে গেছেন
কান্ডারী অথর্ব বলেছেন:
যদি না আসে উঠাইয়া নিয়া আসতে হবে
কি বলেন ?
গুন্ডামী চলবেনা কোন বোনের সাথে হুহ বলে দিলাম
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমায় ভাসাইলিরে
আমায় ডোবাইলিরে
গুন্ডামী না প্রেম......
এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
শুভকামনা
ভালো থাকবেন সবসময়।
১৮| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
ইখতামিন বলেছেন:
কবিতায় ১০ম ভালো লাগা.
আপনিবল্লেআমিতাহাকেপাঠাইয়াদেই?
কারণ, আমি তাহাকে চিনি.
আমি নিশ্চিৎ, সে বাংলাদেশ সময় সন্ধ্যায় আসবে আপনার ব্লগে.
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয়
আমার প্রাণের প্রিয়া আসে যেন আমার আঙিনায়
তার চরণতলে বিছিয়ে দিব ফুলেল গালিচায়
বসতে দেব তারে হৃদয় সিংহাসনে পরম মমতায়
আমার ব্লগে সুস্বাগতম।
১৯| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: মজার!!!!!!!!!!!!!!!!!!
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ২২টা শেয়ার বিস্ময়কর....আমি মাত্রকয়টা শেয়ার দিয়েছি।
আমার ব্লগে সুস্বাগতম
শুভকামনা থাকলো চিরন্তন
২০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: তোমাকে আসতেই হবে। ... ভাইয়া , আমাদেরকে ঠিকানা দিন ...ধরে বেঁধে নিয়ে আসবো ,একদম সত্যি সত্যি ...
এমন করে ডাকছেন , না এসে কই পালাবে ভাবি !!!!
অনেক শুভেচ্ছা ,
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: dhonnobad
amar golper mrito rajkonya choley ashechhey
valo thakben rajkonnay
jibito hoyey uthon abar
pranobonto hoyey uthon
২১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আমিতো জীবিত ...না থুক্কু ... হাফ জীবিত !!! বাকিটা জানি না !!!!
অনেক ধন্যবাদ !!!!
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ai blogey aley mritorao jibito hoyey jai
pashan o premik hoyey jai
ar half jibito seto kishuri hoyey jabey.
suprio blogger chironton suvokamona thaklo
hay del tujey kosom hey
himmot na .....
২২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মশামামা মশামামা করছো তুমি কি?
আমি তো কারও সঙ্গে ইয়ে করিনি
শায়মা আপু একজন গ্রেইট ব্লগার
আমি তার একজন শিষ্যমাত্র গুরুকে নিয়ে এইরকম বললে কষ্ট লাগে না বুঝি।ব্লগে আমার বান্ধবী একজনই সে নিরবে এসেছিলো ।সঙ্গোপনে্ ।
শুভকামনা রইলো মশামামা।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: shaima apu ke bajey kotha bolar jonno amar blogey ar ashar dorkar ni...amon ke kono meyekey niay ai rokom shishtachar borjito kotha amar blogey bolben na.......
anondo kora akjinish ar ....apni jeta korechhen ata ghrinno jinish
২৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আশিক মাসুম বলেছেন: রেম বলে যদি কিছু থাকে এই ভবে
দুর্নিবার আকর্ষনে তবে
আসতেই হবে
তোমাকে আসতেই হবে
খুব ভাল লাগলো বাহে, আইবনা মানে ওর বাপে সুদ্দা আইব
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: amio haidai koi
aibona maney local vashay aibo
baba soh na ashley konnyadan hobey kemtey
২৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আসবে নিশ্চয় ই।
শুভকামনা রইলো।।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি আশীর্বাদ করবেন...প্রয়োজনে সকর কবি এক হয়ে আমার ভালোবাসা আদায়ে সহায়তা করবেন।
আল্লাহর রহমতে এখন অনেক কবি?আমাদের দল অনেক বড়?
২৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
একা স্বপ্নীল পথিক বলেছেন: আমি কবিতাটি প্রিয়তে নিলাম, কারন, ঠিক এই মুহূর্তে আমার মনের অবস্থা এমন, এরকম কিছুই ভাবছিলাম, আর ঠিক তখনই লেখাটা চোখে পড়লো।
পোস্টে +
আমার মনের কথা লেখার জন্যে।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: allah apnar moner পুরা করুক।কখন যে কোন ভাষা লিখতেছি ?যখন যেটা আসে নেটের মর্জি.....কপালের লিখন।প্রেমে পড়লে এই অবস্থা হয় নেটও মস্কারা করে।
২৬| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আরজু পনি বলেছেন:
হই মিয়া, যেভাবে ব্লগে থ্রেট দিয়ে এলেন, ভয় পেয়ে গিয়েছিলাম!
তয় কুবিতা ভালু হইছে
পিলাসিত করা হইল।।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এখন জমানা থ্রেটের .....থ্রেট ছাড়া কিছুই হবেনা।
এই সময়কার প্রেম নিবেদন কেমন হবে?
এই আরজুপনি আমার সাথে প্রেম করবি নাইলে খবর আছে।এইটাইপ।
আপনি যদি বলেন সেলিম আমি তোমাকে ভালবাসি তোমাকে ছাড়া বাচবো না।দেখবেন আপনাকে সেলিম বলবে তাহলে মর..ছুড়ি মেরে দিবে পেটে।
মজা করলাম।জীবন টা ছোট যত পারি মজা করি।
ভালো থাকবেন নিরন্তর।সুপ্রিয় ব্লগার।
২৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর কবিতা
সে আসুক আপনার হয়ে ....
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: amar blogey sushagotom
valothakun nirontor
২৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
বোকামানুষ বলেছেন: তোমাকে আসতেই হবে
যদি বাসো ভালো আমায়
তাই মুক্তি দিলাম তোমায়
বেঁধে রাখবোনা
মিনতি করবো না
কর জোড়ে আর চাইবো না
তোমায়।
অনেক ভাল লেগেছে
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম...
কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো।
ভালো থাকবেন সবসময়।
২৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১
বটবৃক্ষ~ বলেছেন: কান্ডারী অথর্ব wrote:
যদি না আসে উঠাইয়া নিয়া আসতে হবে
কি বলেন ?
হাহাহাহা!!!!!!!!!
দারুন রোমান্টিক!!!!!!!
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: kanadari othorbo anek valo bondhu
boto brikkho valo thakben sobshomoy
৩০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
ফালতু বালক বলেছেন: প্রেম বলে যদি কিছু থাকে এই ভবে
দুর্নিবার আকর্ষনে তবে
আসতেই হবে
তোমাকে আসতেই হবে
আমার বাহুডোরে আখি পল্লবে
প্রবঞ্চনা নয় মায়ার বাঁধনে
তাই তোমাকে আসতেই হবে।
বালক, পুরাই উদাস
কাব্যে হাজারো ++++++
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad
valo thakben shobshomoi
৩১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
কি ব্যাপার সেলিম ভাই ?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি বলেন..আমার তো এখন বাংলাদেশী সিনেমার গান মনে আসছে ......ও ও ও আমি একা ওওও আমি একা বালিকা আমি একা।
আমার ব্লগে সুস্বাগতম্ ।
শুভ কামনা থাকলো
৩২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: তোমাকে আসতেই হবে।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: kobi ashtei holo....apnakei ashtei holo..jantam apni ashben ....kintu sey jey keno alona kichhu valo lage na
shuvo kamona valo thakben shobshomoi
৩৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না এসে আর পারলাম কই ?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লিটন অবশেষে আসতেই হলো.....
ভালোবাসার টানে আসতেই হয়।
এই কথাটি মিথ্যে নয়।
শুভকামনা রইলো।
৩৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: এসে গেছি ভাইয়া
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
কেমন আছেন?
একটু বসেন।
চা খাবেন?
চিনি নাই চলে যান।
ভালো থাকবেন সবসময়।
৩৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
বোকামন বলেছেন: চা খেতে আসি নাই !
এসেছি আপনাকে এইটুকু বলতে
“কবিতা ভালো লেগেছে” দারুন.....
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
চিনি আছেতো
কোন অসুবিধা না্ই।
ভালো থাকবেন সবসময়।
৩৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
তানিয়া হাসান খান বলেছেন: প্রেম বলে যদি কিছু থাকে এই ভবে
দুর্নিবার আকর্ষনে তবে
আসতেই হবে
তোমাকে আসতেই হবে
আমার বাহুডোরে আখি পল্লবে
প্রবঞ্চনা নয় মায়ার বাঁধনে
তাই তোমাকে আসতেই হবে। সুপার++++++++++++
তবে ভয় লাগছিল আসতে ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: jai hok voi kete gechhey
hotashao dur hoyechhey
aikhaney onabil proshanti
tai tumakey astei hobey
৩৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইজান চরম লাগলো!!!! ইউ রক!!
কিন্তু,
আপনাকেও আসতেই হবে, না এলে কিন্তু হইবেক না! একদমই না!
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: kobi daron likhechhen..amar blogey suvo kamona.....valo thakun nirontor.
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কি ব্যাপার সেলিম ভাই ?