নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সবাই চাই শান্তি
কেমন সে তা?
শশ্মানের নিরবতা
নাকি কবরের নিস্তব্ধতা
নরহত্যা শান্তি ডেকে আনে
ওম শান্তি দানে।
জামাত শিবির শান্তি চায়
তাই হত্যাকান্ড গুপ্ত হামলায়
নাস্তিক আর পূজারী হত্যায়
রাজিব হত্যায় তানভীর হত্যায়
সরকার শান্তি চায়
তাই জামাত শিবির হত্যায়
তা না হলে এ ভূমি শাপমুক্ত হবে না!!
বীরাঙ্গনাদের আত্না শান্তি পাবে না!
তাই শত খানেক হত্যা ;তাদের ক্রন্দনরত জননীরা মানুষ নন?
সন্তান হারা নন? তারা ক্রন্দনে ভেঙে পড়লে
তাদের চোখের জলের স্বচছ ঝর্ণাধারা বীরাঙ্গনাদের কষ্ট লাঘব করে।
নাস্তিকের দল শান্তি প্রিয় মানবধর্মের বর্মে
মানুষ নয় শি্বির হত্যা করে
ধর্ম হত্যা হানাহানি সমর্থন করে
তাই সকল ধার্মিক হত্যা হলেই শান্তি হবে!
শান্তি চায় খালেদা শান্তি চায় হাসিনা
শান্তি চায় এরশাদ শান্তি চায় গোলাম আজম
শান্তি চায় না জনতা !!
তাই অশান্তি প্রিয় জনতার ধ্বংস মুক্তি দানে!
মানব বলয়ে প্রশান্তি আনে !
অদ্ভুত এক শান্তির খোঁজে আমরা
যে শান্তি মৃত্যু ছাড়া কেউ আনে না
নাস্তিক আস্তিক ক্ষমতাসীন বিরুধীদল
রক্তস্নাত বিপ্লব চাই
মানবের বলি না হলে
শান্তি নাই
শান্তি চাই তুমি আমি সবাই
অন্যকে মেরে একাকি বেঁচে
কবরের স্তব্ধতার শান্তি চাই
যেখানে সবুজবনানী আছে কিন্তু কোন জনমানব নাই।
মানুষ থাকবে কবরে
মানুষ থাকবে শশ্মানে
হত্যা লুট অগ্নিকান্ড হরতাল
মিছিল স্লোগান চিৎকার শান্তি ডেকে আনে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভুল উচ্ছাস বলেছেন: আর গোলাম আজমের পাশে হাসিনা কিংবা খালেদার নাম দেখেও ঠিক স্বস্তি পাচ্ছি না। এটাই বলতে চাই যে আপনার কবিতার যে মেসেজ সেটা বিভ্রান্তিকর। শুধু এই একটি কারনেই।
গোলাম আযমরা বেচে থাকে ৯৬ বছর বয়স পর্যন্ত আর ১৭ বছরের তানভীর মরে যায়,,,রাজীব মরে যায়....এ কেমন শান্তি প্রক্রিয়া।
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতায় গোলাম আযম সাহেবের নাম আগে আসে...থিম তো সেই রকমই.....................................
হাছিনা খালেদা চাইলে ব্যাপরটা দ্রত নিষ্পত্তি করতে পারে করে না কবি..............কবিতায় আমরা দোষী জন্মই আমাদের আজন্ম পাপ।
এই কবিতা আসলে চার শব্দের
শান্তি চায় না জনতা !!
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার+++++++++
সবাই শান্তি খুঁজে। অদ্ভুতুড়ে এই শান্তি খুঁজতে গিয়েই প্রাণ নিচ্ছে আবার হাজার হাজার মানুষের। এই কি তবে শান্তি???
অথচ দিবা নিশি কেবলই শুনতে পাই শান্তি চাই!!!
আমরা মনুষ্য জাতি আসলে বড়ই আজব!!!
কোথায় এর সমাধান??
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: মানবতার জয় হোক.....হানাহানি বন্ধ হোক....শান্তি প্রতিষ্ঠিত হোক।
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
বনলতা মুনিয়া বলেছেন: সবাই শান্তি খুঁজে
++++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি সেলুকাস বিচিত্র এদেশ........সবাই শান্তি চাই....?
সুপ্রিয় মুনিয়া শুভকানা থাকলো নিরন্তর।
৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: শান্তি চাই শান্তি চাই....কিন্তু কোথায় গেলে শান্তি পাই?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: শান্তি মিলনে বিভেদে অশান্তি
এই সত্যই মানি.......কবিতাপাঠে শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়।
৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
অনীনদিতা বলেছেন: সবাই শান্তি খুজে
আমিও খুজি
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: অনীনদিতা বলেছেন: সবাই শান্তি খুজে
আমিও খুজি
আমিও খুজি...তবে পাব কিনা?
গড নোজ।
নিরন্তর শুভকামনা থাকলো।
৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
শান্তি চায় খালেদা শান্তি চায় হাসিনা
শান্তি চায় এরশাদ শান্তি চায় গোলাম আজম
শান্তি চায় না জনতা !!
তাই অশান্তি প্রিয় জনতার ধ্বংস মুক্তি দানে!
মানব বলয়ে প্রশান্তি আনে !
দারুন লিখেছেন ++++++++++++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব
ভাবছি কোন পথে গেলে শান্তি আমি পাব?
ওম শান্তি শান্তি ওম।
জগতের সকল প্রাণী সুখী হোক সকলেই মঙ্গল লাভ করুক।
শুভকামনা নিরন্তর।ভালো থাকবেন সবসময়।
৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
আশিক মাসুম বলেছেন: শান্তি চাই । নিরেট শান্তি চাই!!
পলাতক সুখ নাহয় নাই পেলাম
একটু শান্তি পাবার ইচ্ছা তো হতেই পারে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত....কবি ভালো থাকবেন সব সময় এই কামনা থাকলো।
৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২০
একজন আরমান বলেছেন:
আমি যে কি চাই তাই জানি না।
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কারন আমরা হয়ত দিশেহারা।দিশেহারা জাতি।
আপনার চাওয়া পূর্ণ হোক।
৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
স্বপনবাজ বলেছেন: শান্তি চাই । নিরেট শান্তি চাই!!
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সহমত স্বপনবাজ্ ।নিরন্তর শুভকামনা থাকলো।
১০| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
ফকির সাইঁ বলেছেন: শান্তি মা, ব হু আগেই মারা গেছে
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: takey merey fela hoyechhey
valo thakben...shuvo kamona thaklo
১১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
সায়েম মুন বলেছেন: শান্তি নিজেই মরে গেছে।
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: tai money hoi shantir e dush
kobi shuvo kamona thaklo
১২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
ইখতামিন বলেছেন:
শান্তি চায়, শান্তি চাই.
শান্তি ছাড়া কিছুই নাই.
কিন্তু সবাই দেখি শান্তিই চায়
শান্তি চায় না জনতা !!
শান্তি আনার এইসব ভ্রান্ত পথ কবে যে শেষ হবে!
কবিতায় ৬ষ্ঠ ভালো লাগা দিলাম.
খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন.
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: ami mohabidrohi vigu vogoban bokey akey dei podocnnha
১৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
পেন্সিল চোর বলেছেন: আমি থাকতে কাউকেই শান্তিতে থাকতে দিমু না
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ami ai muhurtey ashrafuler joy chai....faridi koto kamona korechhen asfraful jeno valo kheley...............akkhon tini not out 189 oshadharon .......daron khelchhey bangladesh.......m rahin notout 152
১৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: Sri Lanka 570/4d
Bangladesh 438/4 (136.0 ov)
Bangladesh trail by 132 runs with 6 wickets remaining in the 1st innings
Stumps - Day 3
Bangladesh RR 3.22
Last 10 ovs 40/0 RR 4.00
Refresh scorecard
Current time: 17:03 local, 11:33 GMT Test career
Batsmen Runs B 4s 6s SR This bowler Last 10 ovs Mat Runs HS Ave
*Mohammad Ashraful (rhb) 189 398 20 1 47.48 48 (131b) 22 (35b) 58 2608 189* 24.37
Mushfiqur Rahim (rhb) 152 236 18 1 64.40 33 (68b) 18 (25b) 31 1739 152* 31.61
Bowlers O M R W Econ 0s 4s 6s This spell Mat Wkts BBI Ave
*Rangana Herath (sla) 42.0 9 103 1 2.45 192 9 1 1-1-0-0 46 187 7/157 30.34
Ajantha Mendis (ob/lb) 23.0 2 92 1 4.00 87 12 0 3-0-16-0 17 63 6/117 33.42
Recent overs . . 1 . 1 . | . . 2 . . . | 1 1 . . 1 . | . . . . . .
Current partnership 261 runs, 82.0 overs, RR: 3.18 (Mohammad Ashraful 104, Mushfiqur Rahim 152)
Last Bat Mahmudullah st †Chandimal b Herath 0 (5b 0x4 0x6) SR: 0.00
Fall of wicket: 177/4 (53.6 ov); Partnership: 7 runs, 1.3 overs, RR: 4.66 (Mohammad Ashraful 7, Mahmudullah 0)
১৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ফারজানা শিরিন বলেছেন: মানুষ থাকবে কবরে
মানুষ থাকবে শশ্মানে
হত্যা লুট অগ্নিকান্ড হরতাল
মিছিল স্লোগান চিৎকার শান্তি ডেকে আনে ।
আবেগকে সবচেয়ে নাড়া দিলো এই লাইনটুকু ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: যাক আপনার আবেগকে নাড়া দেয়া গেছে সেটাই বা কম কি?
আমার ব্লগে সুস্বাগতম
শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
ভুল উচ্ছাস বলেছেন: সেলিম ভাই শান্তির মা এখন হয়তো জান্নাতে ঘুমুচ্ছে, অথবা স্বর্গে ঝিমুচ্ছে অথবা পৃথিবীর আবহাওয়ায় মিশে নিজেই শান্তি আহরন করার চেষ্টা করতেছে।
ভালো লেগেছে আপনার লেখার আর্তিটা তবে তাই বলে জাশির প্রতি আমার কোন সহানুভূতি নাই।
আর গোলাম আজমের পাশে হাসিনা কিংবা খালেদার নাম দেখেও ঠিক স্বস্তি পাচ্ছি না।
এটাই বলতে চাই যে আপনার কবিতার যে মেসেজ সেটা বিভ্রান্তিকর। শুধু এই একটি কারনেই।